কাঠের তৈরি গ্রামীণ খেলনা - পার্ট ৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

কাঠের তৈরি খেলনা - পার্ট ৩

বাচ্চারা মাটিতে খেলতে বেশি পছন্দ করে৷ মাটিতে খেললে আলাদা একটা শান্তি পাওয়া যায়৷ আগে গ্রামে ক্রীকেট, ফুটবল, ব্যাটমিন্টন এসব খেলার প্রচলন ছিলোই না বলতে গেলে। গ্রামের বাচ্চারা বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা খেলে সময় পার করতো৷ আগে প্রায়ই গ্রামে মেলা হয়ে থাকতো৷ আর এই মেলা গুলোতে নানান ধরনের খেলনা পাওয়া যাইতো৷ ছেলেদের জন্য ট্রাক, গাড়ি ইত্যাদি পাওয়া যেত৷ আগে তো আর আধুনিকতার ছোয়া ছিলো না৷ তখন কাঠ দিয়ে তৈরি করা হইতো খেলনা৷ এখন প্লাস্টিক, লোহা ইত্যাদি দিয়ে খেলনা তৈরি করে তার উপর রং করে দৃষ্টি নন্দন খেলনা তৈরি করা হয়৷ যা বাচ্চারা দেখলেই আকর্ষিত হয়ে যায়।

20230519_152556.jpg20230519_152558.jpg
20230519_152600.jpg

তবে আগে যে কাঠের গাড়ি গুলো তৈরি করা হত এগুলোতেও বিভিন্ন রং করা হত৷ নকশা বানানো হতো৷ যা দেখতেই অনেক সুন্দর লাগতো৷ এই গাড়ি গুলো সম্পূর্ণই কাঠের তৈরি হত৷ তবে চাকা গুলো মাটি ও অথবা রাবারের দ্বারা তৈরি করা হইতো৷ এই কাঠ দিয়ে তৈরিকৃত গাড়ি গুলোর দাম কম ছিলো৷ সস্তা দামে পাওয়া যাইতো৷ এই গাড়ি গুলো ভালো টেকসইও ছিলো৷ এসব খেলনা দিয়ে মাটি বহন করা, মালামাল এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার খেলা খেলতে ভালো লাগে। আমি কখনও এসব কাঠের খেলনা দিয়ে খেলি নাই কখনও।

20230519_152628.jpg

গ্রামে মেলায় গেলেই এসব খেলনা দেখতে পাওয়া যায়৷ আমি কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম৷ সেখানে গিয়ে অনেকদিন পর এই খেলনা গুলো দেখেছি৷ অনেকদিন পর এই খেলনা গুলো দেখে ভালো লেগেছে৷ এসব আমাদের গ্রামীণ ঐতিহ্য। এসব দেখে গ্রামীণ সংস্কৃতির কথা মনে পরে যায়৷

20230519_152719.jpg
20230519_152625.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

Thank you

 last year 

Thank you

 last year 

বিভিন্ন ধরনের মেলায় পাওয়া কাঠের এসব খেলনা নিয়ে আপনি অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

এই কাঠের খেলাগুলো বিভিন্ন মেলায় পাওয়া যায়। এগুলো মূলত অনেক আগে থেকেই প্রচলিত।আমার ভাই এমন খেলনা দিয়ে খেলত।এগুলোর দামও তুলনামূলক কম।অনেক সুন্দর বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

কাঠের তৈরি খেলনা আগের দিনে অনেক প্রচলন ছিল।আধুনিকতার ছোঁয়ায় কাঠের তৈরি খেলনা হারিয়ে যাচ্ছে।আগের যুগে তেমন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না যার কারনে কাঠের তৈরি খেলনা নিয়ে সবাই খেলতো।গ্রামীন মেলায় এগুলো খেলনা পাওয়া যায়।আপনি দারুণ আলোচনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

কাঠের তৈরি ট্রাকটি আমার কাছে অনেক সুন্দর লাগে। কারণ সেটার সামনে হালকা করে একটা আয়নাও দেওয়া থাকে। তবে এইসব জিনিস বিশেষ করে আমরা মেলাতে দেখতে পাই। আর আপনার কাছে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

কাঠের তৈরি খেলনা নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাই। কারন কাঠের তৈরি খেলনা ট্রাক গুলো শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমরা প্রত্যেকেই ছোটবেলায়,কাঠের তৈরি খেলনা নিয়ে অনেক খেলছি। আগেকার সময়ে কাঠের খেলনার মূল্য ১০ টাকা ছিল কিন্তু বর্তমান সময়ে কাঠের খেলনা গুলো মূল্য ২৫ টাকা করে।

 last year 

ওহ

 last year 

অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। কাঠের খেলনা গাড়িগুলো ছোটবেলায় আনেক দেখেছি। তখন প্লাস্টিকের তৈরি এত গাড়ি ছিল না। চমৎকার ফটোগ্রাফি করেছেন। লিখেছেন অনেক ভালো, শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67059.35
ETH 2672.35
USDT 1.00
SBD 2.72