দেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার, সীতাকোট বিহার।

in Steem For Traditionlast year

প্রিয় ব্লগারবৃন্দ,
আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে দেশের সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ বিহার (সীতাকোট বিহার) সম্পর্কিত বিভিন্ন জানা-অজানা অনেক তথ্য যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করা যায় আপনাদের ভালো লাগবে।

IMG_20200604_215833_048.jpg

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ বিহার হচ্ছে সীতাকোট বিহার।স্থানীয়দের কাছে এটি সীতারকোট বিহার নামেই সবচেয়ে বেশি পরিচিত। এটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৬৮ সালে এবং পরবর্তীতে ১৯৭২ সালে আবারো খনন কাজ চালানো হয়। এরপরে এখান থেকে অনেক তথ্য উঠে আসে।

IMG_20210401_220847_301.jpg

IMG_20210401_220847_380.jpg

বিহারটিতে ৪১ টি কক্ষ ছিল। এখানে একটি কেন্দ্রীয় কক্ষ ছিল যা পূজার মন্দির হিসেবে বিবেচিত। উক্ত কক্ষটিতে পূজার জন্য বিভিন্ন মূর্তি রাখা হতো। এছাড়াও শৌচাগার ও বেলকুনিও ছিল। তবে বিহারটিতে পোড়ামাটির ফলক অনুপস্থিত। জানা গেছে, বিহারটি প্রায় দেড় হাজার বছর আগে নির্মিত হয়েছিল। সীতাকোট বিহার থেকে প্রাপ্ত যে দুইটি প্রত্ন নিদর্শন পাওয়া গেছে তা আনুমানিক ৭ম-৮ম শতাব্দীতে তৈরি বলে ধারণা করা হয়। বিহারের প্রত্ন সামগ্রীগুলো দিনাজপুর মিউজিয়ামের সংরক্ষিত রয়েছে।

20200527_182327-01.jpegIMG_20200603_015146_416.jpg20200526_182807.jpg

বিহারটি একসময় পুকুর ছিল। বিহারটি সকলের জন্য উন্মুক্ত। এখানে ঢোকার জন্য আলাদাভাবে কোনো টিকিট কাটতে হয় না। এটি নবাবগঞ্জ উপজেলা থেকে এক কিলোমিটার পূর্বে অবস্থিত। পাহাড়পুর, শালবন বিহার কিংবা ময়নামতি বৌদ্ধ বিহারের মতো এটিও দেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

IMG_20210401_220847_350.jpg

20200526_181848.jpg

আমার অভিজ্ঞতা: দিনটি ছিলো শুক্রবার।সাপ্তাহিক এই ছুটির দিনে আমি ও আমার দুই বন্ধু মিলে আমার বাড়ি (বিরামপুর) হতে পড়ন্ত বিকেলে সীতাকোট বিহারের উদ্দেশ্যে রিফ্রেশমেন্টের জন্যে যাত্রা শুরু করি। মূলত যাত্রার উদ্দেশ্য ছিল জায়গাটি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন। সেখানে গিয়েই সর্বপ্রথম একটি বড় তালগাছ আমাদের চোখে পড়ে। এটি বিহারের একদম মাঝামাঝি অবস্থানে রয়েছে। তাল গাছের বয়স কত তা সম্পর্কে সঠিক তথ্য জানা নেই। দেখেই বোঝা যাচ্ছিল এটি বাংলার বিলুপ্তপ্রায় একটি স্থাপনা। বিকেল শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। পশ্চিম দিকে সূর্যের অস্ত যাওয়ার আগেই আমরা বাড়ি ফিরে আসি।

20200526_182137.jpg

20200526_181951.jpg

আমার মন্তব্য: পরবর্তীতে বিহারটি আর সংস্কার না হওয়ায় অযত্নে আর অবহেলায় বিলুপ্তির পথে যাচ্ছে। এত পুরাতন একটা নিদর্শন আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন এবং সেই সাথে এদেশের প্রত্নতত্ত্ব বিভাগের এই বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে আমি মনে করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ডিভাইস সংক্রান্ত :
ডিভাইস - Samsung Galaxy A30s
ফটোগ্রাফার - @tawhid4159
লোকেশন - নবাবগঞ্জ, দিনাজপুর

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় এতো সুন্দর একটা বৌদ্ধ বিহার আছে জানা ছিলো না, আপনার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম, অনেক তথ্য তুলে ধরছেন।অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন এ বিহার সম্পর্কে। কখনো সুযোগ হলে এ বিহার ঘুরে আসার চেষ্টা করবো। আপনার পোস্ট অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া 🤎

 last year 

আমাদের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় এই সীতাকোট বৌদ্ধ বিহারটি অবস্থিত। এটি অনেক আগের প্রাচীনতম বৌদ্ধ বিহার। আমি কখনো যায়নি। তবে মানুষের মুখে মুখে এর নাম অনেক শুনেছি। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু 💛

 last year 

অনেক প্রাচীনতম বৌদ্ধবিহার হলো এই সীতাকুন্ড বৌদ্ধবিহার। ইতিহাস বইয়ের মধ্যে পড়েছি কিন্তু কখনো এই জায়গায় যাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং ছবিগুলো অনেক সুন্দরভাবে তুলেছেন। উপস্থাপনার মাধ্যমে আমরা এই জায়গা সম্পর্কে সঠিক তথ্য পেলাম। ভবিষ্যতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া 💚

 last year 

বাংলাদেশের যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নির্দেশনা জায়গা রয়েছে তার মধ্যে সীতাকুটবিহার হল অন্যতম।দিনাজপুরে নবাবগঞ্জ থানায় অবস্থিত এই সীতাকুট বিহার বাংলাদেশের ঐতিহ্য বহন করে। বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা নির্মিত এই সীতাকুণ্ড বিহার টি প্রাচীনকাল থেকেই এখানে বেশ জমজমাট ছিল তবে কালের বিবর্তনে এটি এখন পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়ে গেছে আমাদের কাছে। সীতাকুড বিহারে যাওয়ার কখনো সুযোগ হয়নি আমার তবে ইচ্ছা আছে যাব এই বিহারের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিনাজপুর জাদুঘরে এখনো সংরক্ষণ করা আছে।সবুজে ঘেরা গাছ পালা তার মাঝে এই বিহারটি অবস্থিত।সেখানে যাওয়ার অভিজ্ঞতার কথাগুলো আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনার লেখা দেখেই বোঝা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন।সীতাকুট বিহারের বয়স অবস্থান সম্পর্কে অনেক তথ্য জানলাম বেশ ভালই সাজগুজে পোস্টে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই 💙

Loading...
 last year 

প্রাচীন বৌদ্ধ বিহার, সীতাকোট বিহার নিয়ে অনেক ভালো লিখেছেন ভাই আপনি। সেখানে যাওয়ার সুযোগ কখনও হয়নি তবে আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। নিয়মিত ক্লাসে উপস্থিত থাইকেন। নতুন হিসেবে অনেক ভালো পোস্ট করেছেন।ধীরে ধীরে আরো পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে। শুভকামনা রইল ভাই আপনার জন‍্য।

 last year 

ধন্যবাদ ভাই 🥰

 last year 

প্রাচীন বৌদ্ধ বিহার, সীতাকোট বিহার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ বিহার হচ্ছে সীতাকোট বিহার।এই সীতাকোট বিহার আমি নিজ চোখে দেখিনি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া 💝

 last year 

সীতাকোট বিহার একটি বৌদ্ধ বিহার। বিহারটি দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ থানায় অবস্থিত। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয়ে অবস্থিত।দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক স্থান ও নিদর্শনের মধ্যে সীতাকোট বৌদ্ধবিহার অন্যতম। বর্তমানে এই বৌদ্ধ বিহার সংরক্ষণের অভাব।প্রাচীন বৌদ্ধ বিহার অবহেলার ও দেখাশুনার অভাবে চারণ ভুমি। এই বৌদ্ধ বিহার সীতাকোট সংরক্ষণের ব্যবস্থা হলে তাহলে এখানে অনেক পর্যটনরা দেখতে আসত। আপনার তোলা ছবিগুলো অসাধারণ লেগেছে।

 last year 

ধন্যবাদ আপু 🖤

 last year 

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় এতো সুন্দর একটা বৌদ্ধ বিহার আছে তা জানতাম না। এই সীতাকোট বৌদ্ধ বিহারটি প্রাচীনকালের নিদর্শন। বইয়ের পাতায় শুধু এই বৌদ্ধ বিহার গুলোর কথা শুনেছি কখনো সামনাসামনি দেখা হয়নি।আপনার ফটোগ্রাফিই বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার পোস্টের মাধ্যমে আপনি এত সুন্দর একটি জায়গা তুলে ধরেছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া ❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65092.40
ETH 3470.06
USDT 1.00
SBD 2.50