RE: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী "ঝাকি জাল"
ঝাকি জাল বেশি বর্ষা কালে ব্যবহার করা হয়। ঝাকি জাল দিয়ে মাছ ধরে।বর্ষা কালে পানির কারনে জমি ডুবে যায়। তখন পুকুরের মাছ পুকুর থেকে বেরিয়ে যায়। তখন এই ঝাকি জাল দিয়ে মাছ ধরে। ঝাকি জাল দিয়ে জেলেরা মাছ ধরে থাকে।
গ্রাম বাংলার বিভিন্ন প্রকার নদ নদী, খাল, পুকুরে মাছ ধরার একমাত্র মাধ্যম হলো এই ঝাঁকি জাল। ঝাঁকি জাল দিয়ে অনেক মাছ ধরেছি ছোটবেলায় সবার সঙ্গে। বলতে গেলে বাড়ির মানুষের সঙ্গে সবাই মিলে মাছ ধরতে যেতাম নিজেদের পুকুরে।সেখানে গিয়ে ঝাঁকি জাল দিয়ে অনেক মাছ ধরেছি এখনো সেই স্মৃতিগুলো মনে পড়ে। আপনি ঠিকই বলেছেন আত্মীয়-স্বজন আসলে তখন সবার জন্য মাছ ধরতে আমরা পুকুরে চলে যাই এ ঝাঁকি জাল নিয়ে। ঝাঁকি জালে মাছ বেশ তাড়াতাড়ি ও একসঙ্গে অনেকগুলো ধরা যায়।তাই এটি বেশ জনপ্রিয় একটি জাল।বন্যার সময় আমার এখনো মনে আছে ২০১৭ সালে তখন আমরা ঝাঁকি জাল নিয়ে আমাদের গ্রামের নদীতে গিয়েছিলাম মাছ মারার জন্য ।বেশ ভালোই মাছ পেয়েছিলাম আমরা সেই ঝাকি ঝাল দিয়ে। মূলত ছোট ছোট পরিবার যাদের ছোট ছোট পুকুর আছে তারা এই ঝাঁকিজাল ব্যবহার করে মাছ ধরে যা বাংলাদেশের সবচেয়ে বেশি।আপনার পোষ্টের মাধ্যমেএই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম কেমন করে এটি তৈরি করা হয়। তার সঙ্গে জেলেদের কিছু কথা আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন যা আমাকে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।