নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য
স্টিম ফর ট্রাডিশন |
---|
আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।
আষাঢ় মাস, বর্ষাকাল। এসময়ে সাধারণত প্রচন্ড বৃষ্টি হয়ে থাকে।বৃষ্টির পানিতে নদ-নদী, নালা,খাল-বিলে পানি পুরোপুরি পরিপূর্ণ থাকে একথায় ভরে যায়। অনেক সময়ে বন্যাও দেখা যায়। নদী বা হাওড় অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে যায়। আর এসময়ে বন্যায় প্লাবিত অঞ্চলে নদী-নালা,খাল-বিলে নানা রকমের দেশীয়,মাছ দেখা যায়।
কথায় আছে না, মাছে ভাতে বাঙালি আমরা। মাছ আমাদের প্রধান খাবার। মাছ না হলে একবেলা ও চলে না আমাদের। বর্ষার সময়ে জেলেদের সাথে পাল্লা দিয়ে গ্রামের নানা রকমের মানুষ ছুটে যায় মাছ স্বীকার করতে। অন্য সময়ে মানুষ কাজে ব্যস্ত থাকলে ও বর্ষার সময়ে কাজ না থাকায় বসে শুয়ে পাড় হয় দিন। কাজ না থাকায় মাছ ধরার কাজে লিপ্ত হয় শুধু জেলেরা নয় নানা শ্রেণির মানুষ ও মাছ স্বীকার করতে বেরিয়ে পড়ে। মাছ ধরার অন্যতম মাধ্যম হলো জাল। গ্রামবাংলার মানুষ সিজন সময়ে কাজ করে এবং আর যে সময়ে কাজ থাকে না সেসময় জাল বুনতে বসে থাকে। তবে দেখা যায় ঝাঁকি জাল বুনতে দেখা যায় গ্রামাঞ্চলে। অনেকেই বানিজ্যিক ভাবে জাল বুনে বিক্রি করে।আবার অনেকেই শখের বসে জাল বুনে। তবে গ্রামের ঘুরলে এই জাল বুনার দৃশ্য চোখে পড়ে।
ঝাঁকি জাল বুনতে অনেক সময়ের প্রয়োজন। তবে ঠিকঠাক মতো জাল বুনলে একমাস সময় লাগতে পারে। কিন্তু কেউ যদি গায়ে লেগে জাল বুনে তাহলে ১০-১২ দিনের মধ্যে জাল বুনতে পারবে।ঝাঁকি জাল বুনতে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। তবে ঝাঁকি জাল বুনতে বিভিন্ন রকমের সুতার ব্যবহার হয়ে থাকে। ঝাঁকি জাল সাধারণত ৬ থেকে ৮ হাত পর্যন্তের হয়ে থাকে। একটি মাঝারি আকারের জাল বুনতে প্রায় ৩ কেজি লোহার কাঠির প্রয়োজন। আর সাথে লাইনের সাদা রঙের সুতা লাগে। আর বড় ঝাঁকি জাল বুনতে ৫ কেজি লোহার কাঠি লাগে।এই ঝাঁকি জাল কিনতে গেলে বর্তমান বাজারে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা এর মূল্য।
এই ঝাকি জাল সাধারণত হাত দিয়ে পাক দিয়ে পুকুরে অথবা নদীতে মাছ ধরা যায়। আমি কয়েকদিন আগে সকাল সকাল যশাই হাটে মাছ কেনার যাই। এরপর যশাই হাট দিয়ে বয়ে যাওয়া নদীর পানি কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় অনেকে মানুষের উপচে পড়া ভীড় মাছ ধরার জন্য। নদীতে সকাল সকাল এসে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। আমিও রাস্তার পাশে দাঁড়িয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য মোবাইল ফোনে ধারন করলাম। আসলেই নদীতে মাছ ধরতে বেশ ভাল লাগে। তাছাড়া এই ঝাঁকি জাল দিয়ে পুকুরে ও মাছ ধরা যায়। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
You can also vote for @bangla.witness witnesses
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)
আমাদের গ্রামের কয়েকজন আছে যারা অনেক ভালো জাল বুনতে পারে। প্রতি মাসে একটি করে জাল বুনে। এখন প্রায় নদী নালা এবং খালবিল পানিতে পরিপূর্ণ তাই সবখানেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে দেখতে পাওয়া যায়।ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে আমার বেশ ভালই লাগে ভাই। গ্রামের প্রায় প্রতিটি মানুষের কাছে একটি করে ঝাঁকি জাল দেখতে পাওয়া যায়। আপনি সুন্দর লিখেছেন ভাই।
ধন্যবাদ ভাই।
আসলেই আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ সবচেয়ে প্রিয় খাবার। ভাইয়া আপনি যে জালের কথা এখানে উল্লেখ করেছেন আমার নানুর এই জাল বুনতে পারে। কিন্তু আমি আমার নানুর কাছে শিখতে চেয়েছিলাম মাঝে মাঝে পারি মাঝে মাঝে পারিনা। কিন্তু এটি আসলে সহজ কাজ না অনেক কঠিন একটি কাজ। এবং আপনি প্রত্যেকটি ফটো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন মাঝে মাঝে কিছু ফটো দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাই কথায় আছে মাছের ভাতে বাঙালি। গ্রাম বাংলার নদীগুলোর একটি অন্যতম রূপ হল ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা। জেলেদের কাছে এটি একটি জনপ্রিয় মাধ্যম মাছ ধরার জন্য। দারুন উপস্থাপনা করেছেন আপনি খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার এক ছোট ভাই আছে খেয়েই ঝাঁকি জাল দিয়ে ভালো মাছ ধরতে পারে। নদীতে যখন অনেক পানি হয় তখন আমিও আমার ছোট ভাই নদীতে আসি মাছ ধরার জন্য। আর বেশ ভালো ও বড় বড় মাছ পাই। তাছাড়া এই ঝাঁকি জাল আমি সামলাতেই পারি না। যাই হোক অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।
আমাদের এই দিকে ঝাকি জাল দিয়ে মাছ ধরার চাহিদা বেশি। বর্ষাকালে এরকম ঝাকি জাল দিয়ে জেলেরা ছাড়াও গ্রামের মানুষজন মাছ শিকার করে থাকেন। আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের এক সময়ও চলে না। বর্ষাকালে আমিও ঝাঁকি জাল দিয়ে মাঝে মাঝে মাছ ধরতাম। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ঝাকি জাল দিয়ে মাছ ধরার আনন্দ আমি জানি না, যেহেতু আমি এ জাল দিয়ে কোনদিন মাছ ধরিনি🙃। তবে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে দেখতে অনেক ভালো লাগে। ঝাকি জালের নিচের দিকে লোহার কিছু ছোট ছোট টুকরো থাকে সেটা আমি দেখেছি তবে মাঝারি সাইজের একটি ঝাকি জাল তৈরি করতে সেখানে তিন কেজি পর্যন্ত লোহা লাগতে পারে সেটা আমার ধারণার বাইরে। ধন্যবাদ আপনাকে এরকম তথ্যবহুল একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য গুলো বেশ সুন্দর লাগে। তবে এই ঝাঁকি জাল নদী কিংবা পুকুরে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। বর্ষাকালে নদীতে পানি কানায় কানায় ভরে গেলে জেলেদের মাছ ধরার ধুম পড়ে যায়। এসময়ে মাছ ধরা হয় ঝাঁকি জাল দিয়ে। আপনার পোস্ট পড়ে ভাল লাগল ভাই।
চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার এই পদ্ধতিটি অনেক পুরনো।জাল গুলোর বুনুন এতটাই সুন্দর যে দেখতে চমৎকার লাগে। জালের কাঠি গুলো জালটিকে পানিতে ডোবাতে সাহায্য করে। আপনি ঠিক বলেছেন, এক একটা জাল কিনতে গেলে প্রায় দুই থেকে তিন হাজার টাকা প্রয়োজন হয়। তবে আমার বাবা বাড়িতেই এই জাল বুনেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।