গ্রাম-বাংলার অতিপরিচিত বাঁশের তৈরি ডারকি

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।গ্রামে মাছ ধরার বিভিন্ন রকমের দৃশ্য আমাদের চোখে পড়ে।বিশেষ ডারকি দিয়ে মাছ ধরার সহজ মাধ্যম।

IMG-20230404-WA0014.jpg

বর্ষাকালে আসলেই প্রকৃতি সাজে নতুন রুপে। বর্ষার পানিতে চারদিকে অথই পানি আর পানি। নদী নালা,খাল-বিলে পানি কানায় কানায় ওঠে। আর এসময়ে গ্রামগুলোতে দেখা যায় দেশীয়ভাবে মাছ তৈরির বিভিন্ন যন্ত্র । আর রংপুর বিভাগের বিভিন্ন হাটে বাজারে দেখা মিলছে বাঁশের তৈরি মাছ ধরার ডারকি। রংপুর বিভাগের বিভিন্ন জেলা কিংবা উপজেলায় হাটে বাজারে বাঁশের ও বেতের তৈরি যন্ত্রপাতি দেখা যায়।গ্রামের হাটে -বাজারে বিশেষ করে রাস্তার পাশে বসে থেকে বাঁশের তৈরি ডারকি দোকান আছে। এ ডারকি গুলোর মূল্য আমার জানা মতে,১৩০ টাকা ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে এই ডারকির চাহিদা বিপুল পরিমাণে তার কারন বর্ষার মৌসুমে দেখা যায় ডারকি দিয়ে মাছ ধরার দৃশ্য গুলো। ডারকি ঐতিহ্য বহন করে। আমাদের এলাকায় ডারকি দিয়ে মাছ ধরার অনেক নজির আছে বলা যায় যে কম বেশি প্রতিটি বাড়িতেই রয়েছে মাছ ধরার ডারকি।

IMG-20230404-WA0015.jpg
IMG-20230404-WA0013.jpg

ডারকি মুলত বাঁশের তৈরি। অনেক ডারকি আছে যে চারকোনা বিশিষ্টি।এই ডারকি তৈরির আগে সাধারণত বাঁশ একটি কেটে নিতে হবে একেবারেই পুরো। এরপর বাঁশ কেটে নেয়ার পর ডারকির মাপ অনুযায়ী বাঁশ কেটে চিকন করে বাতা করা। এরপর সুতা দিয়ে বেঁধে ডারকি বানিয়ে বাজারে বিক্রি করছে। তবে সারা মৌসুমে এই ডারকির চাহিদা থাকে না। শুধু বর্ষার আগেই বা বর্ষাকাল চলাকালীন সময়ে ডারকি পাওয়া যায়।

IMG-20230404-WA0016.jpg

ডারকি দিয়ে মাছ ধরা হয় সাধারনত বর্ষাকালে। এই ডারকি দিয়ে মাছ ধরার দৃশ্য গুলো গ্রামগঞ্জের মানুষের দেখতে পাওয়া যায়। জমিতে অনেক আইল ভেঙ্গে যায় বর্ষাকালে। এই জমির আইলে ধর বানিয়ে ডারকি বসিয়ে রাখতে হয়। এরপর সময় অনুযায়ী গিয়ে ডারকি তুলে মাছ বাহির করে থাকে।অনেক সময়ে দেখা যায় অনেকেরই জমিতে নালা করে ধর বানিয়ে ডারকি বসিয়ে রাখে। এরপর ঘন্টা খানিক পরে এসে ডারকি তুলে দেখে মাছ ধরছে কিনা। ডারকির মাছ সব জীবিত অবস্থায় থাকে। ডারকি দিয়ে অনেক মাছ ধরেছি আমি নিজেও।আবার দেখা কোন জমিতে মাছ থাকলে পানি তুলে দেয়া হয়। পানি তুলে দেয়ার সময় ডারকি বসিয়ে রেখে পানি হাত দিয়ে তুলে দেয়া হয়। পানি তুলে দেয়ার সময় জমির কমবেশি মাছ ডারকিতে ঢুকে পানি তুলে দেয়া হলে মাছ ঝেড়ে নেয়া হয়। পানি তুলে দেয়ার সময় ডারকি না বসলে পানির সাথে মাছ চলে যায়। পুকুর শ্যালোমেশিন দিয়ে সেচের সময় পাইপের মাথায় ডারকি দেয়া হয় না হলে পাইপের সাথে মাছ চলে যায়। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 last year (edited)

আমাদের দেশে বিশেষ করে বর্ষাকালে ডারকির চাহিদা বেড়ে যায় সব থেকে বেশি। এটি দিয়ে মাছ ধরা অনেক সহজ বিশেষ করে ছোট ছোট মাছগুলো ধরা যায়। আগে মাছ ধরতাম তবে এখন আর ধরি না তেমন।দারুন ফটোগ্রাফি করেছেন খুব সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

এই ডারকি একটা শিল্প। অনেক পরিশ্রম করে গ্রামের কিছু লোকেরা এটি তৈরি করে থাকে। আমি বেশ কয়েকবার ডারকি দিয়ে মাছ ধরেছি। ছোট আল কেটে বসালেই খুচরা মাছ ধরা পড়ে। তবে বেশ কিছুদিন আগে আমাদের গ্রামের একজনের ডারকিতে আলাত সাপ ঢুকেছিলো তাই আর বসাতে যায় নাই কিন্তু ডারকি দিয়ে মাছ ধরা মজা আছে।

 last year 

বাঁশের তৈরি ডারকি দিয়ে আমিও মাছ ধরেছি ভাই। এই ডারকিতে ছোট মাছ বেশি পাওয়া যায়। যেগুলো খেতে অনেক সুস্বাদু। বৃষ্টি হলেই হালকা পানিতে ডারকি পেতে রাখতাম, পরে সেখান থেকে মাছ পেতাম। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ডারকি আমাদের পুরনো দিনের ঐতিহ্য।গ্রাম অঞ্চলে ডারকি দিয়ে সবাই মাছ ধরে।বর্ষাকালে ডারকির ব্যবহার প্রচুর দেখা যায়।কালকে থেকে আমাদের কম বেশি সব অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং তার সাথে ডারকিও দেখা যাচ্ছে। আপনি সুন্দর আলোচনা করছেন ভাই, কি ভাবে ডারকি তৈরি করে তার বিস্তারিত বর্ননা দিয়েছেন আপনি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে এই ডারকি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রামের মানুষরা এটি অনেক পরিশ্রমের মাধ্যমে বানিয়ে থাকে এবং এর মাধ্যমে আমরা আবার মাছ ধরে থাকি। অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে ফুরিয়ে তুলছেন ভাইয়া এবং প্রত্যেকটি ফটো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 last year 

ডারকি গুলো দেখতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে পানি ভেসে যায় তখন জমির আইলে ডারকি বসানো হয়। এতে সাধারণত ছোট মাছ পড়ে।কারণ বড় মাছ আটকানোর এখানে কোন সুযোগ নেই। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ডারকি নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। এই ডারকি গুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়। ডারকিতে ছোট মাছ বেশি পাওয়া যায়।বর্ষাকালে গ্রামাঞ্চলে ডারকি দিয়ে মাছ ধরার দৃশ্যটি বেশি দেখা যায়।আমাদের বাসায় ও এইরকম একটি ডারকি রয়েছ।ধন্যবাদ ভাইয়া মাছ ধরার ডারকি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91