গ্রামবাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম ও আন্তরিক শুভেচ্ছা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আজকে আমি গ্রামবাংলার ঐতিহ্যবাহী বউচি বা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি বউ চুরি তা নিয়ে আলোচনা করব।

20230620_194956_0000.png

শৈশব মানেই দুরন্তপনা এবং গ্রামবাংলার বিভিন্ন রকমের খেলাধুলায় মেতে ওঠা। ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে ছিল নিজস্ব রীতিনীতি। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা মধ্যে ছিল অন্যরকম ভালবাসা। বর্তমান সময়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তেমন চোখে পড়ে না। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো প্রচলিত ছিল তারমধ্যে রয়েছে- হাডুডু, বৌ-চি, দড়িলাফ, পাঁচগুটি, কানামাছি, এক্কাদোক্কা, মোরগ লড়াই, লুডু, মার্বেল, হাড়িভাঙ্গা, চোর ডাকাত, চেয়ার সিটিং, ওপেন্টি বাইস্কোপ, বস্তাদৌড়, বালিশ যুদ্ধ, কুতকুত, লাটিম খেলা ইত্যাদি। এই খেলা গুলোর মধ্যে অন্যরকম অনুভূতি ছিল। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা।

IMG-20230620-WA0004.jpg
IMG-20230521-WA0001.jpg

আমরা ছোটবেলায় এই ঐতিহ্যবাহী খেলা গুলো খেলতাম। তবে আজ-কালের ছেলে/মেয়েরা এসব খেলাধুলা সম্পর্কে তেমন ধারণা নেই। অনেকেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা তো ধুরের কথা এই খেলাধুলার গুলোর জীবনেও নামও শুনেনি। আমি ছোটবেলায় বলতে শৈশব কালে এসব খেলাধুলা খেলেছি। তবে বিশেষ করে আমাদের বউচি খেলাটি বেশি খেলা হতো। এই বউচি খেলাটির নিয়ম ছিল ভিন্ন।বউচি খেলায় কমপক্ষে ৯ থেকে ১১ জন করে খেলতো। এতে করে খেলোয়াড়দের সংখ্যা বেশি হলে জমে ওঠতে খেলা। এই বউচি খেলাটি কোন নিদিষ্ট স্থানের প্রয়োজন নেই। মাঠে কিংবা বাড়ির উঠোনে খেলা যায়। বউচি খেলায় দুটি ঘর থাকে একটি গোল আকারে ঘর থাকে সেখানে বউ থাকে। আরেকটি ঘর কাটা হয় লম্বা আকারে সেখানে বাকি খেলয়ার দাঁড়িয়ে থাকে। খেলা শুরু হওয়ার আগেই লম্বা আকারে দাগ কেটে দেয়া হয়। এরপর দুই দলের মধ্যে টস করা হয়। এরপর দুই দলের মধ্যে যারা প্রথম খেলার সুযোগ পায় তাদের মধ্য থেকে বউ নির্বাচন করা হয়। এরপর বউকে ঘরের মধ্যে প্রবেশ করানো হয়। তার জন্যে যে কেউ একজন দম ধরে কুতকুত বলতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত বউ তার ঘরে প্রবেশ করবে না। এরপরে বউ প্রবেশ করার পরে যাতে ঘর থেকে বউ পালিয়ে না যায় সেজন্য বাকি খেলোয়াড়রা বউয়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরপর বউকে ঘর থেকে নিয়ে আসার জন্য কুতকুত বলে বাকি খেলোয়াড়দের তাড়া করে যাতে সুযোগ বুঝে বউ পালিয়ে যায়। কুতকুত বলতে খেলোয়াড়দের গাঁ ছুয়ে দিলে ওই খেলোয়াড় মরা পরবে বলতে বসে যাবে। এভাবে খেলোয়াড়দের তাড়া করতে করতে বউ যদি পালিয়ে যেত না পারে। এজন্য শেষমেশ বউ থুথু ছিটাতে থাকে যতদুর পর্যন্ত থুথু যাবে সেখানে একজন করে খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে।এরপর এদের সামনে দিয়ে আসতে হবে বোকা বানিয়ে । যদি আসতে না পারে তাহলে বউ ধরা পড়বে। এরপরে বিপরীতে যে খেলোয়াড় থাকবে তারা সুযোগ পাবে।

IMG-20230620-WA0005.jpg
IMG-20230620-WA0003.jpg
IMG-20230620-WA0002.jpg

এই ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা। আমি এই খেলাটি অধীর আগ্রহে বসে বসে উপভোগ করলাম। যেহেতু আমরা ছোটবেলায় বউচি খেলাটি খেলেছি। তবে আমাদের উচিৎ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায়। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।


ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ

ডিভাইসভিভো ওয়াইটুয়েন্টি
ফটোশুটবউচি খেলা
ক্যামরা১৩ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@rahul989
লোকেশনদোবলগাছী,যশাই হাট,পার্বতীপুর
ফটো তোলার সময়বিকেল ৪ টায়
--------

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Sort:  

আপনার পোষ্ট দেখে মনে পড়ে গেল ছোট বেলার কথা। ছোটবেলায় স্কুল লাইফে বউচি খেলা কেলেছি অনেক।এ খেলাগুলো এখন প্রায় উঠে গেছে। অধিকাংশ ছেলেমেয়েরা এখন এ খেলাগুলো না খেলে মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে গেছে।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাই অনেক অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্।

 last year 

অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই খেলাটি আমরা ছোটবেলায় অনেক খেলেছি। বউচি বেশ মজার একটি খেলা।এখনও মাঝে মাঝে এই খেলা দেখতে পাওয়া যায়। আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো।

 last year 

ধন্যবাদ।

 last year 

বউচি খেলাটি গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। আমি ছোটবেলায় এই বউচি খেলাটি অনেক খেলেছি। তবে আমাদের গ্রামে এই খেলাটিকে বউ চুরি খেলা বলে থাকে। আপনার পোস্ট দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বউচি খেলা নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন আমিও এই খেলা অনেক খেলেছি বন্ধুদের সাথে। বাউচি খেলা নিয়ে এমন সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

বউচি খেলা নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। ছোট বেলায় আমি বউচি খেলাটি অনেক খেলেছি। এখনো আমাদের গ্রামে ছোট বাচ্চাদের দেখি বউচি খেলতে।আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ।

 last year 

তুমি কি এলা বউচি খেলা শুরু করছো নাকি? এই নামে খেলা আছে প্রথম শুনলাম৷ এর নাম বউচি খেলা হওয়ার কারণ কি?

 last year 

এই খেলায় একজনকে একটি বৃত্তের ভিতরে রাখা হয় এরপর বাকি খেলোয়াড় কুতকুত বলে দৌঁড়ে যায় অপর দিকের খেলোয়াড়দের পিটায়। এর ফাঁকে যে বৃত্তের ভিতরে থাকে সে পালাই আসে। আর খেলাটির নামই বউচি বা বউচুরি।

 last year 

😀, অবিবাহিতরা খেলাইবে৷ যেমন শামীম মিয়া

 last year 

ঐতিহ্যে গ্রামগঞ্জের বউ চি খেলা নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় এসব খেলা অনেক খেলেছি। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58270.16
ETH 2600.36
USDT 1.00
SBD 2.39