RE: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি চুলার রান্না।
মাটির তৈরি চুলা নিয়ে অসাধারণ লেখছেন ভাই, আমাদের গ্রামের প্রতিটা বাসায় মাটির চুলা রয়েছে, আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই। আপনার মাটির চুলায় রান্না করে দেখে খুব ভালো লাগলো, মাটির তৈরি চুলা এখন বেশি ব্যবহার হয় না, এখন আধুনিকতার ছোঁয়ায় সব গ্রাম বাংলায় এই মাটির চুলা দিন দিন হারিয়ে যাচ্ছে।মানুষ এখনো বুঝতে পারে না যে মাটির চুলার রান্না কেমন স্বাদ,যদি বুঝতে পারতো তাহলে মানুষ এই ভাবে কোনো জিনিস কে ছোট বা হারিয়ে যেতে দিত না।মানুষ এখন খুব অলস হওয়ার কারনে এই মাটির চুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের বাসায় এখনো মাটির চুলা আছে আমরা সেই মাটির চুলায় রান্না করি,আর কারো কারো বাসায় মাটির চুলা বলতে কিছুই নাই। আগের মানুষ অনেক কষ্ট করে তারা জীবন যাপন করছে। এখন তো সব মানুষের জীবনে অনেক সুখ, এখন কার মানুষ যদি আগের মানুষের মতো কষ্ট করতো তাহলে এই যুগের মানুষ বুঝতে পারতো।আগের মানুষ কিন্তু সবাই মাটির তৈরি চুলায় রান্না করে খেতো।আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।