ঐতিহ্যবাহী খাবার নিমকি, যাকে গ্রামের ভাষায় নেমকপরা বলে থাকি😋😋😋

in Steem For Traditionlast year
সবাইকে স্বাগতম
রোজ শুক্রবার, ২৮-০৭-২০২৩ ইং
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার নিমকি বা নিমকপরা।তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক :-----

কভার ফটো

IMG_20230728_174512.jpg

নিমকি বা নেমকপরা

আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী খাদ্য তালিকার মধ্যে নিমকি রয়েছে। আমাদের বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যেত এই নিমকি। আমরা ছোটবেলায় চার আনা আটানা দিয়ে এই নিমকি খেয়েছিলাম। আমাদের সময় এমনকি এই নিমকি গুলো অনেক সুস্বাদু এবং কুড়মুড়ে ছিলো। নিমকি গুলো সাধারণত কোনাকুনি ভাবে বেশি তৈরি করা হয়। আমরা আগে লোহা প্লাস্টিক দিয়ে ভাঙ্গারি ওয়ালার কাছ থেকে এই নিমকি নিয়েছিলাম। তাছাড়া বাজারে বড় নিমকি মিষ্টি দিয়ে অনেক খেয়েছি যা হিসেবের বাহিরে। নিমকি অনেক প্রকারের হয়ে থাকে ছোট বড় মাঝারি গোলাকার পর্যন্ত নিমকি রয়েছে।

IMG_20230728_144427.jpg

1690106645882.jpg

IMG20230723160727.jpg

এই নিমকি গুলো সাধারণত ময়দা, লবণ, কালোজিরা, বেকিং সোডা, এবং সয়াবিনের তেল। আমাদের দোকান ছিলো তখন আমরা এইসব নিমকি বিক্রি করে থাকতাম। এইসব নিমকি গুলো সাধারণত ছোট বাচ্চাদের খেতে বেশ ভালোই লাগে তারা সব সময় নিমকি খাওয়ার জন্য দোকানে আসতো। আমাদের জমির হাটে ১০ থেকে ১২ বছর আগে প্রায় কমবেশি সব দোকানেই নিমকি ভাজা হতো। চা, বিস্কুট, পরোটা, খুরমা এবং নিমকি প্রত্যেককি দোকানি পাওয়া যেতো। এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেইসব খাবার।

IMG_20230728_144200.jpg

এখন দোকানপাটগুলোতে পাওয়া যাচ্ছে নুডুলস চটপটি এবং কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে বিদেশী খাবার। নিমকি বানানোর উপকরণ গুলো হলো প্রথমে ময়দায় লবন,কালোজিরে,সোডা ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে মষ্টে নিতে হবে, দেখতে হবে হাতের মধ্যে মুঠো হয়েছে কিনা,যদি হয় তাহলে বুঝতে হবে ময়ান হয়েছে। সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে বড় একটি খাট কিংবা টেবিলের ওপর রেখে পাতলা করে নিতে হবে। পাতলা করি নেওয়ার পর ধারালো ছুরি দিয়ে কোনাকুনি ভাবে কাটতে হবে। তারপর গরম তেলে কাঁচা নিমকি গুলোকে ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে হবে তারপর ঝাঁকুনি দিয়ে তুলে ফেলতে হবে। নিমকি গুলো সাধারণত অনেক ২ মাসের মতো সংরক্ষণ করে রাখা যায়।

IMG20230723160908.jpg

IMG20230723160914.jpg

IMG20230723160921.jpg

আপনাদের এলাকায় এই নিমকি কে কি বলে তা অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এই নিমকিকে নেমকপরা বলে থাকি।

বন্ধুরা এই ছিলো আমার আজকের ছোট্ট একটি পোষ্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করি।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়ঐতিহ্যবাহী নিমকি
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

ঐতিহ্যবাহী খাবার হলো নিমকি বা আমরা গ্রাম্যভাষায় বলি নিকমপড়া। নিমকপড়া আমার পছন্দের একটি খাবার। এই নিমকপড়া হাটে-বাজারে পাওয়া যায়। নিমকপড়া নিয়ে অনেক সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

নিমকরা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। এই নিমকপরা আগে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতো কিংবা হাট-বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে আগের মতো গ্রামে ঘুরে ঘুরে আর নিমকপরা তেমন বিক্রি হয় না। হাট-বাজারে গেলে কিনতে পাওয়া যায়।

 last year 

হুম এখন মেয়েরা সখ করে বাড়িতে বানায়।

 last year 

আমাদের এলাকায় এই খাবারটিকে সরভাজা বলে। ছোটবেলার অনেক প্রিয় একটি খাবার ছিল এটি। এখনো মাঝে মাঝে আমার বাবা রাতে বাজার থেকে ফেরার সময় নিয়ে আসে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

নিমকি খেতে খুবই সুস্বাদু লাগে, মাঝে মাঝে নিমকি খাওয়া হয়। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঝুঁড়ি ভাজা বলা হয়। হাট বাজারে এবং মেলায় এই ঝুড়ি ভাজা বিক্রি করতে দেখা যায়। খুবই সুন্দর একটা পোস্ট লিখছেন ভাই। দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের ভাষায় আমরা নেমকপরা বলি।নেমকপরা আমার অনেক পছন্দের একটা খাবার।আমাদের গ্রামে একটা লোক নেমকপরা নিয়ে আসেন।নেমকপরা খেতে খুব ভালো লাগে।তবে আমি বড় ধরনের কোনো নেমকপরা খাইনি।আপনি নেমকপরা নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমাদের গ্রামের ভাষায় আমরা এটাকে নিমকপড়া বলে থাকি। এটা খেতে আমার খুবই ভালো লাগে। আগে আমাদের গ্রামে একজন আঙ্কেল আসতো এসব বিক্রি করতে। তখন প্রতিদিনই তার কাছ থেকে নিমক পড়া খেতাম। কয়েক বছর যাবত তিনি আর নিমক পাড়া বিক্রি করতে আসেন না। তাই এখন আর সব সময় খাওয়া হয় না। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আমাদের গ্রামে নিমকপড়া বলা হয়, নিমকপড়া খেতে অনেক সুস্বাদু এবং খুবই মজাদার, আগে সব সময় গ্রামে এসব নিয়ে আসতো, আর নিয়ে না দিলে সেই কান্না, যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এই নিমকি আমি অনেক খেয়েছি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমাদের এলাকায় এগুলো খুব কম পাওয়া যায়।পার্বতীপুরে থাকার সময় অনেক খেয়েছি।অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন, শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

আমাদের এলাকায় এই খাবারটি নেমকপরা হিসাবে পরিচিতি। আমি বেশির ভাগ সময় ধান দিয়ে দোকান ওয়ালার থেকে এই খাবারটি কিনেছিলাম। খেতে অনেক মজার এবং কুড়কুড়ে হয়ে থাকে। ময়দা দিয়ে বানালেও মনে হয় এই খাবারে জাদু আছে নয়ত এত মজা লাগত না। এই নিমকপরা একটি ঐতিহ্যবাহী খাবার।

 last year 

জি ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43