আমাদের বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুরদের ধান রোপন🥰🥰🥰

in Steem For Traditionlast year
বিসমিল্লাহির রহমানের রহিম

সবাইকে স্বাগতম , রোজ সোমবার , ২৪-০৭-২০২৩ ইং

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো, আমাদের গ্রাম বাংলার খেটে খাওয়া কৃষকদের ধান রোপন। তাহলে বন্ধুরা চলুন আজকের বিষয়টা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখা যাক:------

কভার ফটো
1690191898049.jpg
দিনমজুর
IMG_20230724_153453.jpg

আমাদের এই বাংলাদেশে চারিদিকে সবুজের সমারাহ। আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূল ফলানো হয়। আমাদের বাংলাদেশে বাহারি রঙের ফলমূলের চাহিদা অনেক বেশি। বাংলাদেশের জন্মানো ফলমূল শাক সবজি থাকার পরেও ভাত আমাদের প্রধান খাদ্য। বাংলাদেশের লোকজনেরা ভাত খেয়ে জীবিকা নির্বাহ করে। এক কথায় বলা যেতে পারে ভাত ভক্ষণ করে খুদা নিবারণ করে বাংলাদেশের লোকজনেরা।

IMG_20230724_153759.jpg
IMG_20230724_153624.jpg

আমাদের বাংলাদেশে প্রায় ৬০% লোক দিনমজুর খেটে খাওয়া লোক। বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। মানুষের পেশা ছোট হোক কিংবা বড় হোক সবাইকে শ্রদ্ধা এবং সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এইসব দিনমজুর যদি না থাকতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখবেন। আমাদের বাংলাদেশের দিনমজুরেরা রাত্রেবেলা বাজারের নির্দিষ্ট একটি জায়গায় সবাই একত্রে বসে থাকে। সেখান থেকে তাদের কাজ মিলে কে কোন কাজে যাবে। বাড়ির কর্তা মশাই এরা বাজারে গিয়ে দিনমজুর ঠিক করে আসে।

IMG_20230724_153738.jpg

ঠিক করা দিনমজুর পরের দিন সকালবেলা তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হবে। বাড়ির কর্তা মশাইয়ের নির্দেশনায় কাজ করতে হবে এই খেটে খাওয়া দিনমজুরদের। আমি যখন রংপুরে ছিলাম তখন শাপলা চত্বর এবং লালবাগে খুব সকালবেলা দিনমজুরের এসে বসে থাকতো কাজের জন্য। বাজারে যেমন কাঁচামালের দর কষাকষি হয় তেমনি শ্রমিকদেরও দর কষাকষি হয়। এক কথায় বলা যেতে পারে দোকানদারের কাছ থেকে দামদর করে যেভাবে পণ্য ক্রয় করি ঠিক তেমনভাবেই একদিনের জন্য দিনমজুর ক্রয় করি।

IMG_20230724_154011.jpg
IMG_20230724_153956.jpg
IMG_20230724_153847.jpg
IMG_20230724_153931.jpg
IMG_20230724_153910.jpg
IMG_20230724_153819.jpg

স্থানীয়দের কাছে এইসব অভাবী মানুষের পরিচিতি °কামলা° হিসেবে। দিনমজুরেরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে মালিকের বাড়িতে দুমুঠো ভাত খেয়ে কাজ শেষ করে আবার নিজের ঘরে ফেরে। শ্রমিকরা তাদের নিজে ঘরে ফেরার পর গোসল করে খাওয়া দাওয়া করে, আবার বাজারে গিয়ে টাকা তোলার জন্য রাস্তার ধারে নির্দিষ্ট জায়গায় বসে থাকে মালিকের অপেক্ষায়। তবে শহর অঞ্চলে শ্রমিকদের টাকা সঙ্গে সঙ্গে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

IMG_20230724_153512.jpg

IMG_20230724_153759.jpg

IMG_20230724_153738.jpg

IMG_20230724_153645.jpg

IMG_20230724_153534.jpg

শ্রমিকের যদি ২-৩ দিনের কাজ হয়ে থাকে তাহলে অল্প একটু বাকি রাখলেও সমস্যা নাই, কারণ সে আবার পরের দিন ওই বাড়িতে কাজের জন্য আসবে। তেমনি এই সময় আমাদের বাংলাদেশে নতুন ধান রোপণের পালা। সবাই তাদের জমি প্রস্তুত করে হরেক রকমের ধান আবাদের জন্য ধানের চারা লাগিয়ে থাকে। তাহলে একটু ভেবে দেখেন এই সব দিনমজুর যদি আমাদের আশেপাশে না থাকতো তাহলে নিজেদের কাজ নিজেদের করা লাগতো। এটা ভাবলেই কেন জানি গা শিউরে ওঠে। আমাদের গা শিউরে ওঠারে কথা দিনমজুরেরা প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে।

IMG_20230724_153559.jpg
যেসব দিনমজুরেরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের খেটে খাওয়া দিনমজুর নিয়ে ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকবেন ধন্যবাদ।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়বাংলার খেটে খাওয়া দিনমজুর
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকেরা আমাদের সম্পদ। দিনমজুর ধান রোপণ করার জন্য অন্যের জমিতে সারাদিন পরিশ্রম করে। সেই স্থিরচিত্রটি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

খেটে খাওয়া দিনমজুরদের ধানের চারা রোপন নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন। এরা না থাকলে আমাদের অনেক কষ্ট করে ধান চাষ করতে হতো। এরা মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য অর্থ উপার্জন করে। আমাদের উচিত তাদের যথাযথভাবে সম্মান করা। ছবিগুলো সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আপনি দিনমজুর দের জীবন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

কৃষকরা অনেক পরিশ্রম করেন। ছবি দেখেই বোধগম্য হচ্ছে যে প্রচণ্ড গরমেও তারা অনেক পরিশ্রম করতে পারেন। অথচ এই গরমে আমি কিংবা আরো অনেকে কাজ করার সাহস পাবে না। দারুণ একটি বিষয় তুলে ধরেছেন।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে

 last year 

কোন পেশায় ছোট নয়। এক পেশার মানুষ অন্য পেশার মানুষের উপর নির্ভরশীল। কৃষকরা অনেক পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফেলায় যার কারণে মুখে ভাত উঠে। আপনি ঠিক বলেছেন ফলমূল শাকসবজি খেলেও আমাদের ভাত না খেলে হয় না কারণ ভাতে আমরা অভ্যস্ত। সুন্দর ছবি তুলেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven). Your post was promoted on Twitter by the account josluds


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

এমন মৌসুম শুরু হয়ে গেছে। তাই কৃষকদের ধান লাগানোর কাজও শুরু হয়ে গিয়েছে। আমাদের এলাকায়ও এখন ধান রোপন করা হচ্ছে। কৃষকদের অনেক কষ্ট করে চাষাবাদ করতে হয়। এ ক্ষেত্রে তাদের অনেক কাঠখড় পোহাতে হয়। আর এবারের মৌসুমে বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের আরো কষ্ট করতে হচ্ছে। তার উপর যে রোদ আর গরম তাতে মানুষের জীবন বিপন্ন প্রায়। কৃষকদের এই রোদ গরম উপেক্ষা করে মাঠে কাজ করতে হয়। আপনি অনেক সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

দিনমজুরি নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই।আমাদের দেশে অধিকাংশ মানুষ দিনমজুরি।এবং সব মানুষ ধানের উপর নির্ভলশীল।আপনি দিনমজুরি নিয়ে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন।তার সাথে সুন্দর ফটোগ্রাফিও করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42