ইটের ভাটার দিন-মজুররা অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে।

in Steem For Traditionlast year

সোমবার,
তারিখঃ ১০ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি ইটের ভাটার দিন-মজুরের অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

png_20230710_223006_0000.png
দিন-মজুরের কিছু চিত্র ধারণ।
mine.PNGইটের ভাটাঃmine.PNG

ইট উৎপাদনকারী জায়গার নামকে ইটভাটা বলা হয়। ইট তৈরি করতে বিশেষ কাদা পুড়িয়ে যে ইট তৈরি করা হয় তা সবার কাছে পরিচিত। প্রাচীন কাল থেকে ইট নির্মাণ কাজে ব্যবহার হয়ে আসতেছে। ইটের ভাটা থেকে ইট নির্মাণ করে একদিকে যেমন মানুষের উপকার করছে তেমনি অন্য দিকে জন সমাজকে বিশাল হুমকি দিকে। এই ইটের ভাটার কারনে মানু সঠিকভাবে ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে।

IMG_20220718_185518__01.jpg

mine.PNGইটের ভাটার দিন-মজুরের পরিশ্রমঃmine.PNG

ইটের ভাটায় সাধারণ অনেকগুলো কাজ করে থাকে। তার মধ্যে কিছু কিছু লোকদের বিভিন্ন জায়গা থেকে মাটি গাড়িতে করে সংগ্রহ করে তা ইটের ভাটায় রাখতে হয়। আবার কিছু লোক মাটি গুলো ইঞ্জিন চালিত মেশিনের মাধ্যমে কাদাতে পরিনত করতে হয়। এর মধ্যে কিছু লোক তারা সেই কাদাগুলো দিয়ে কাঠের মাধ্যমে ইটের আকৃতি করে থাকে। তারা সকাল ৭ টায় ইটের ভাটায় উপস্থিত হয়ে কাদা দিয়ে ইট বানাতে থাকে। কাদা দিয়ে একটি ইট তৈরি করলে ১ টাকা করে তাদের দেওয়া হয়। এজন্য তারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিনে ৭০০-৮০০ ইট পর্যন্ত তৈরি করতে সক্ষম হন।

IMG_20220308_180459.jpg

IMG_20220308_175932.jpg

IMG_20220308_175936.jpg

যারা কাদাগুলোকে ইটের আকৃতিতে তৈরি করতে সক্ষম হোন তারা প্রচন্ড রোদ ও তাপমাত্রা উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ৭০০-১০০০ টাকা উপার্জনের আশায় পরিশ্রম করে থাকে। এই ইটগুলো একদিক রোদে শুকিয়ে গেলে সেই ইটগুলো আবার উল্টো করে দিতে হয়। যেন নিচের অংশটুকু ভালোভাবে শুকাতে পারে।

IMG_20220308_175946.jpg

IMG_20220308_175859.jpg

IMG_20220308_180228.jpg

ইট গুলো এক পর্যায়ে শুকিয়ে গেলে আবার কিছু সংখ্যক লোক তা একত্রে করে ইটগুলো সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখে। যেন আকাশ থেকে বৃষ্টি পড়লে ভিজে না যায়। সেজন্য তারা কাগজ দিয়ে ঢেকে রাখে। আবার তারা এই ইটগুলো পোড়ানোর জন্য ইটের ভাটার ভিতরে সারিবদ্ধভাবে সাজিয়ে নেয়। তারপর সেখানকার আগুন দেওয়ার কারিগর দিয়ে দিনের বেলা বা রাতের বেলায় কয়লা ও জ্বালানি দিয়ে তা আগুনে পোড়ানো হয়। এভাবে আগুনে পোড়ানো হয়ে গেলে সেগুলো তারা কিছুদিনের মধ্যে সেখান থেকে বাহির করে ইটগুলোর মধ্যে ভালো ও খারাপ মানের ইটগুলো আলাদা আলাদা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে।

IMG_20220308_180746.jpg

IMG_20220308_180738.jpg

IMG_20220308_180705.jpg

আসলে সত্যি বলতে ইটের ভাটায় নিযুক্ত যে শ্রমিক বা দিনমজুর গুলো অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তাদের প্রতিজন কার কাজ ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা আছে। তারপর বলতে হয় তারা সকলে পরিবারের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করে অর্থ উপার্জন করে থাকে।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণদিন-মজুর
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

ইটভাটার শ্রমিকরা অনেক পরিশ্রম করে থাকে।সে তুলনায় তাদের মজুরি খুব একটা বেশি না। তাছাড়া সারা বছর ইটভাটার শ্রমিকদের কাজ থাকে না। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

ইটভাটায় আসলে অনেক পরিশ্রম করা হয়ে থাকে। তারা অনেক কঠোর পরিশ্রম করে ইট বানায়। কাদামাটিকে একটি ছাঁচের মধ্যে প্রবেশ করিয়ে ইটের আকার দেওয়া হয়। ইটভাটা আমাদের আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব ফেলে যার কারণে আশেপাশের জমিগুলোতে ধান চাষাবাদ হয় না। মাটির তৈরি ইট না বানিয়ে বর্তমান সময়ে আমাদের সিমেন্ট দিয়ে ইট বানানো সহজবলে আমি মনে করি কারণ এতে ক্ষতির পরিমাণ কম হবে।

 last year 

ধন্যবাদ মামু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ইট ভাটার শ্রমিকেরা কঠোর পরিশ্রমী হয়। পরিশ্রম তাদের নিত্য দিনের সঙ্গী। ইট ভাটা হওয়ার কারণে আশেপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয় । আপনি ইট ভাটার শ্রমিকদের নিয়ে অসাধারণ লিখেছেন। ভালো থাকুক এসব শ্রমজীবী মানুষেরা। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

ইট ভাটায় যারা কাজ করে অক্লান্ত পরিশ্রম করেই তাদের পরিবার চালায়।ইট ভাটায় যারা কাজ করে তারা সকাল বেলা ভাটায় যায় এরপর কাজ শেষ হয় সন্ধ্যায়। ইট ভাটা নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাই।

 last year 

অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই।ইটের ভাটার মধ্যে যারা কাজ করে তারা অনেক পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ইটভাটার শ্রমিকেরা প্রচুর পরিমানে পরিশ্রম করে থাকে। এদের পরিশ্রম অনুযায়ী দিনমজুর অনেকাংশে কম। যারা ইটভাটায় কাজ করে সারাদিন পরিশ্রম করার পর বাসায় ফিরে।তবে দুই বর্ষাকালে ইটভাটার তেমন কাজ থাকে না।

 last year 

ইটের ভাটার যারা শ্রমিক তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ইট তৈরি করে থাকে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44