বৃষ্টির দিনে আম চুরি করে খাওয়ার অনুভূতি।

in Steem For Traditionlast year

বৃহস্পতিবার ,
তারিখঃ ০৬ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি আম চুরি করে খাওয়ার অনুভূতি নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230706_141752.jpg
আমরে চিত্র ধারণ।
mine.PNGচুরি করে আম খাওয়ার অনুভূতিঃmine.PNG

বেশ কয়েকদিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি হচ্ছে চারদিকে। এই বৃষ্টি ও ঝড় বাদলের দিনে আম কুড়ানো ও চুরি করে খাওয়ার মজাটাই আলাদা রকম। বৃষ্টির দিনে বাহিরে কোন লোকজন থাকে না। সবাই ঘর বন্দী থাকে। তাই তো আজ আমি ও আমার ফুফাতো ভাইয়েরা মিলে আমের সিজন শেষে ফজলী জাতীয় আম চুরি করে খাব। আমার ফুফাতো ভাইয়ের একজন ভাতিজা সে আম, জাম,কাঁঠাল,নারিকেল ও লিচু চুরি করে খাওয়ার পটু। তার গাছে চড়ে আম চুরি করে পাড়ার অভিজ্ঞতা অনেক। সে সহজেই গাছে উঠতে পারে। তাই তো দেরি না করে বৃষ্টি আসা শুরু করলে আমরা তাকে গাছে উঠায় দেই।

IMG_20230706_141532.jpg

তারপর সে গাছে উঠলো। গাছে উঠে কয়েক মিনিটের মধ্যে সে ১০-১২ আম পাড়লো। আম পাড়ার পর সে আম গুলো নিয়ে স্থান পরিবর্তন করলাম। তারপর একটি টিউবওয়েলের কাছে গিয়ে আমগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম।

IMG_20230706_142354__01.jpg

আমগুলো পরিষ্কার করা হলে আমি আমার ফুফাতো ভাইকে বাসা থেকে লবন মরিচ পিষে নিয়ে আসার জন্য বললে সে সাথে সাথে বাসায় গেল। বাসায় এসে লবন মরিচ পিষে তারপর আম পরিষ্কার করে রাখার জন্য পাত্র নিয়ে আসলো সঙ্গে করে। এরপর আমগুলো ভালোভাবে পানি ধুয়ে একটি পাত্রে রাখা হলো। এরপর আমের চোছা বা ছালগুলো বাঁচাই করে কচি কচি করে আলাদা একটি পাত্রে রাখা হলো।

IMG_20230706_143344.jpg

IMG_20230706_143302.jpg

IMG_20230706_143256__01.jpg

আম কাঁটা শেষ করে এরপর আমরা সেই টিউবওয়েলের ওখানে বসেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আম খাওয়া শুরু করলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে আম খাওয়ার অনুভূতি টা অন্যরকম। আম খাওয়া শেষ করে অতঃপর বৃষ্টিতে ভিজে বাসায় এসে গোসল করলাম।

IMG_20230706_143243.jpg

IMG_20230706_143239.jpg

IMG_20230706_143225.jpg

তবে অনেকদিন পর আম চুরি করে খাওয়ার মজাটা ছিল অন্য রকম। আমি জীবনে এই প্রথমে বৃষ্টিতে ভিজতে আম চুরি করে খেয়েছি।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণআম চুরি খাওয়া অনুভূতি
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

আগে আমরা যখন কোচিং এ পড়তাম তখন মাঠের গাছের আম চুরি করে খেতাম। আমাদের ক্লাসের ছেলেগুলো আমাদের আম চুরি করে এনে দিত। আমরা কেটে লবন মরিচ দিয়ে সেগুলো খেতাম। স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last year 

আম অনেক চুরি করে খেয়েছি।বৃষ্টি দিনে আম চুরি করে খাওয়ার মজাই অন্যরকম। আমরা কয়েকজন বন্ধু মিলে বৃষ্টির দিনে আম চুরি করে খেয়েছি। আম চুরি করে খাওয়া নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাহ্ অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই।বৃষ্টির সময় আমিও আগে আম চুরি করে খেতাম।বৃষ্টিতে ভিজে ভিজে আম চুরি করা অনেক মজা।আপনি দারুণ ভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

কলের পারত বসিয়ায় আম খাওছেন তোরা 😃, আমেরও তো মানসম্মান আছে।

 last year 

😁😁 বৃষ্টির দিনে আমের আর সম্মান কেমন করি থাকে।

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 120%

 last year 

মারাত্মক ব্যাপার ভাই চুরি করার আম খোলামেলা খাচ্ছেন। আমরা তো আম চুরি করলে বাঁশবাগানে কিংবা যেখানে মানুষের আনাগোনা কম সেখানে গিয়ে খেতাম। আপনার পোস্টটি পড়ে বেশ ভালই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

যেকোনো ফল চুড়ি করে খাওয়ার অনুভূতি অন্যরকম। পার্বতীপুরে যখন ছিলাম তখন বৃষ্টির সময় একবার আম চুরি করেছিলাম। আপনার পোস্ট দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। চমৎকার লিখেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ।

 last year 

আসলেই আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। দুই বছর আগে আমরা আম চুরি করেছিলাম এক রাস্তার ধারে গাছ থেকে কিন্তু একজন গাছে আটকে ছিল। গাছে প্রায় ২ ঘন্টা আটকে ছিলো।সেই কথা আজও ভুলি নাই। সবাই খালি গায়ে মারতেছেন মামা।

 last year 

বৃষ্টির দিনে খালি গায়ে খাবু না তা কাপড় পড়ি খাবু। 😁😁মামু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44