You are viewing a single comment's thread from:

RE: ঐতিহ্যবাহী নদী |"সানিয়াজান"| নদী এবং এ নদীর বর্তমান অবস্থা।

in Steem For Traditionlast year (edited)

বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে নদীর ভূমিকা রয়েছে অপরিসীম। তবে ময়লা আর্বজনায় নদী এখন দিন দিন ভরে যাচ্ছে। বর্তমানে নদী গুলো যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কলকারখানার ময়লা এবং বিষাক্ত আর্বজনায়র করণে দূষিত হচ্ছে নদীর বিশুদ্ধ পানি। সানিয়াজান নদীর বেশির ভাগ অঞ্চল বাউরা এলাকার বুক চিরে বয়ে চলছে । এজন্য এই স্থানটির নাম রাখা হয়েছে সানিয়াজান নদী। এগুলো ছাড়া নদীর আরেক টি জগত রয়েছে যা হচ্ছে নৌকা। নদীর বুকে নৌকা দেখতে খুব ভালো লাগে। নৌকায় চড়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে। নদীর বুকে নৌকার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উপস্থাপনা পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58470.49
ETH 2617.16
USDT 1.00
SBD 2.39