এই বিলটির সৌন্দর্য অসাধারণ এবং মনোমুগ্ধকর। আমি এখানে যেতে পেরে বেশ আনন্দ উপভোগ করেছি। নুর আমিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে গিয়ে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পেরেছি আমি এখানে গিয়ে ছবি তুলতে পেরেছি এবং সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পেরেছি এবং কিছু ফুল আমি বাসায় নিয়ে আসতে পেরেছি। এই ফুলগুলো আমাদের পূজায় কাজে লাগে এই ফুলগুলো প্রতি বছর আমাদের অনেক টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু এ বছর আমি আগেই নিয়ে রাখলাম যার ফলে আমাদের আর টাকা দিয়ে ফুলগুলো কিনে নিতে হবে না। আমরা প্রতিবছর পাঁচশত টাকা দিয়ে এই ফুলগুলো বাহির থেকে কিনে নিয়ে আসি। যা আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যেত। তবে এ বছর আমি নিয়ে যাওয়াতে সেই টাকা আমাদের লাগবে না। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। বিকেলবেলা এখানে আরো বেশি ভালো লাগবে।
সুন্দর মন্তব্য করেছেন।