You are viewing a single comment's thread from:

RE: একজন ভ্রাম্যমান লেবুর শরবত বিক্রেতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

in Steem For Traditionlast year

এই গরমে লেবু শরবতের কোন জুড়ি নেই। গরমে যখন মানুষ নাজেহাল হয়ে যায় তখন লেবুর শরবত বেশ কাজে আসে। লেবু যদিও বেশি মূল্যবান ফল নয় তবুও এর উপকারিতা বেশ বেশি। লেবু আমাদের দেশে সহজে জন্মায় লেবু গাছ বড় হতে খুব কম সময় লাগে। লেবুর শরবত খেতে পছন্দ করে না এমন মানুষ কমই দেখা যায়। আমরা বাজারে গেলে এখন বেশ এই লেবু শরবতের দোকান দেখতে পাই কেননা ইদানিং গরমের পরিমাণ বেড়ে গেছে অনেক তাই মানুষ একটু আরাম পাওয়ার জন্য এই দোকানগুলো থেকে লেবুর শরবত কিনে খাচ্ছে। এতে করে মানুষের জীবিকা বাড়ছে এবং সাধারণ মানুষ আরাম পাচ্ছে হাতের কাছে এ ধরনের শরবত পেয়ে। তবে আমি কোনদিনও বাজারে এরকম শরবত কিনে খাই না। আমি চেষ্টা করে বাড়িতে লেবু এবং অল্প পরিমাণ চিনি দিয়ে শরবত খাওয়া কারণ লেবু সবার বাড়িতেই থাকে। আমি লেবু দিয়ে শরবত খেতে বেশ পছন্দ করি। আপনি এই লেবুর শরবত এর দোকানটি বেশ সুন্দরভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। এনারা অনেক কষ্ট করে সারাদিন ধরে লেবুর রস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। রংপুর শহরে কারমাইকেল কলেজের সামনে এই দোকানটি অবস্থিত আমি আপনার এই পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য।

Sort:  
 last year 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81