ঐতিহ্যবাহী খাবার পুলি পিঠা

in Steem For Traditionlast year

সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার



তারিখঃ০৪-০৫-২০২৩ ইং



প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



পুলি পিঠা

InCollage_20230504_233217176.jpg



উপকরনঃ

আটা-এক কেজি

তেল--১লিটার

সবজি-পরিমান মত

পানি- পরিমান মত

আমি আজকে আপনাদের পুলি পিঠা কিভাবে সবজি দিয়ে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর রেসিপি আপনার সাথে তুলে ধরবো। পুলি পিঠা তৈরি করার জন্য বেশ কিছু উপকরণের দরকার হয় যেমন আটা বা ময়দা তেল কিছু রান্না করা সবজি। সবজিগুলো আগে থেকে রান্না করে নিয়ে নিতে হবে যাতে এগুলো পিঠা তৈরি করার সময় ব্যবহার করা যায়।

InCollage_20230504_232658163.jpgInCollage_20230504_232601929.jpg

প্রথমে আটা টেলে নিতে হবে। আটা পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে একটি পাত্রে রেখে দিতে হবে। এরপরে আটাগুলোকে গুলিয়ে নেওয়ার জন্য গরম পানিতে দিতে হবে। এজন্য চুলায় গরম পানি করে নিতে হবে এরপর আটা গুলো গরম পানিতে দিয়ে সেগুলোকে গুলিয়ে নিতে হবে।

InCollage_20230504_232858592.jpg

InCollage_20230504_232837471.jpgInCollage_20230504_232715960.jpg

আটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো হাত দিয়ে মেখে নিতে হবে এবং একটু নরম করে নিতে হবে যাতে এগুলো দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো দেখতে বেশ চমৎকার লাগে। এর পরে হাত দিয়ে আটা গুলোকে গোল করে নিতে হবে যাতে এই গোল করা আটার বলগুলোকে পিঠা রূপে আকার দেওয়া যায়।

InCollage_20230504_232949344.jpg

এবার সেই আটার গোল করা গুলি গুলো পিঠার মধ্যে সবজি দেওয়ার জন্য গর্ত করে নিয়ে পিঠা আকার দিতে হবে। এরপর এগুলোকে একটি পাত্রে রেখে দিতে হবে এবং সবগুলো বল তৈরি করার পর এগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিতে হবে। চুলায় একটি পাত্রের তেল দিয়ে গরম করে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ কিছু সময় লাগে এগুলো তৈরি হতে ভাজতে হবে ভালো করে যাতে এগুলো খেতে বেশ মচমচে হয়। এভাবেই সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়।

InCollage_20230504_233016724.jpgInCollage_20230504_233004066.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



তথ্যবিস্তারিত
বিষয়ঐতিহ্য
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি এ ৫২
সম্পাদন করাহ্যাঁ
অবস্থানপার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ
ফটোগ্রাফার@biplobsarker

Invitation

@dodzz

@jes88



ধন্যবাদ সবাইকে



Sort:  
 last year 

দাদা পিঠাপুলি নিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার মাধ্যমে পিঠাপুলি রেসিপি শিখে নেওয়া হলো। আপনারা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

Loading...

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

পুলিপিঠার কিভাবে তৈরি করতে হয়,তার সব রকম প্রক্রিয়া আপনি তুলে ধরেছেন। আমাদের বাসায় ও এই রকম পুলিপিঠা মাঝে মাঝে তৈরি করে।তার ভিতরে নারিকেল দেই আমরা।আর আমরা সেটা কে নারিকেল পিঠা বলে জানি।আপনি পুলিপিঠা নিয়ে অসাধারণ লিখেছেন দাদা।ধন্যবাদ

 last year 

বাংলাদেশের প্রায় সর্বোত্তই পুলি পিঠা একটি বিখ্যাত খাবার। এই খাবারটি ছোট বড় প্রায় সবাই পছন্দ করে ।খুব সুন্দর পুলি পিঠা নিয়ে আপনি উপস্থাপন করেছেন ভাই।আপনার পুলি পিঠা গুলো দেখে খেতে ইচ্ছে করতেছে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

পুলি পিঠা আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি খাবার। আমাদের দেশে এই খাবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে খাওয়া হয়ে থাকে। পুলি পিঠা খেতে অনেক মজাদার হয়ে থাকে এবং এই পিটা আমার অনেক প্রিয় একটি খাবার। আপনি ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাই আপনার তৈরি পিঠাপুলি দেখে তো খেতে ইচ্ছে করছে, খুবই সুন্দরভাবে ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ অসাধারন হয়েছে। একদিন পিঠাপুলির দাওয়াত দেন দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পুলিপিঠা আমার অনেক পছন্দের একটি খাবার। শীতকাল আসলে আমাদের বাসায় তৈরি করা হয় বেশি।পুলিপিঠা তৈরির সবগুলো ধাপ খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।শুভকামনা রইল আপনার জন্য

 last year 

আপনার তৈরি পুলি পিঠা দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া।পুলি পিঠা খেতে আমার বেশ ভালোই লাগে। আম্মুও বাসায় প্রায় পুলি পিঠা বানিয়ে থাকে।পুলি পিঠার প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া পুলি পিঠার এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

পুলি পিঠা অনেক জায়গায় ঐতিহ্যবাহী খাবার হিসাবে পরিচিত। খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে আপনার এলাকার ঐতিহ্য বাহী খাবার নিয়ে আলোচনা করেছেন। ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65527.96
ETH 3466.32
USDT 1.00
SBD 2.52