You are viewing a single comment's thread from:
RE: তেলাপিয়া মাছের সাথে ফুলকপি ❀ ও মটরশুঁটি রেসেপি।
তেলাপিয়া মাছ আমার কাছে খুবই সুস্বাদু লাগে। বাজারে গেলে তেলাপিয়া মাছ কেনা হয় তবে গত শুক্রবার হাটে গিয়েছিলাম তেলাপিয়া মাছ কিনতে তবে কেনা হয় নাই, কারণ মাছে দাম চাইছিলো ১৮০ টাকা কেজি, মজার বিষয় হলো পরদিন অফিস এর সামনের বাজরে গিয়ে দেখি ১২০ টাকা কেজি তাই ওখান থেকেই কিনে আনছিলাম, তারপর রান্না করছিলো টমোটো আর আলু দিয়ে ঝোল, তবে আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করতাছে নেক্সটে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করার ট্রাই করবো। মোট কথা আপনার রেসিপি ফলো করবো। অনেক প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
আপনার ১৮০ টাকার দর খেদে আমার মাথায় হাত। ওরে বাবা। আমি ১২৫ করে ৩কেজি কিনেছি। তবে আমিও কিন্তু টমেটো দেওয়ার কথা বলেছি উপকরনে সংযুক্ত করি মাই কারন অনেকে কম পছন্দ করপ। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ ধন্যবাদ।