বর্তমানে হাটবাজারে পাকা তালে ভরে গেছে, যে ফল সব সময় পাওয়া যায় না

in Steem For Tradition8 months ago

আজ বৃহস্পতিবার
৭ সেপ্টেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম।
প্রিয় স্টিম বাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। বাজারে অনেক ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম ফল হচ্ছে তাল। যে ফল সব সময় পাওয়া যায় না, আজকে আমি আপনাদেরকে তাল ফল সম্পর্কে বলবো এবং দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেরি কেনো চলেন শুরু করি।

IMG_20230815_210201_258.jpg
জনপ্রিয় ফল তাল

তাল অনেকের কাছে পছন্দের একটি ফল, তবে আমার কাছে খুব একটা পছন্দ নয়।বর্তমানে তালের সিজন চলতেছে, বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে। তালের সুগন্ধে মুখরিত বাজারের প্রতিটি ফলের দোকান। তাল বিক্রি করার জন্য অনেক ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠেছে, সেগুলো রেললাইনের পাশে কিংবা হাট-বাজারের মোড়ে তাল বিক্রি করার জন্য বসে রয়েছে। তালের পিঠা অনেক সুস্বাদু, তাইতো ক্রেতারা তাল কিনছে পিঠা তৈরি করার জন্য।

IMG_20230815_210206_912.jpg
IMG_20230815_210210_612.jpg

প্রতিবছর আমাদের বাড়িতে আমার মা তালের পিঠা তৈরি করে, যে পিঠা খেতে অনেক সুস্বাদু লাগে। তবে আমি পিঠা খুব একটা পছন্দ করি না, তারপর ও মায়ের হাতের তৈরি পিঠা দুই একটা খেতে হয়। তবে আমাদের তালের পিঠা শীতকালে বেশি তৈরি করা হয়, কিন্তু শীতকালে তাল পাওয়া যায় না । আপনারা হয়তো ভাবছেন শীতকালে যেহেতু তাল পাওয়া যায় না তাহলে তালের পিঠা কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ কথাটা আসলেই সত্য ভাববার বিষয়, এখন তাল কিনে বাসায় নিয়ে, সেই তাল থেকে তালের রস বের করে বোতলজাত করে সংরক্ষণ করা হয় ডিপ ফ্রিজে, শীতকালে ফ্রিজ থেকে বের করে আমার মা সেগুলো দিয়ে পিঠা তৈরি করে ।

IMG_20230815_210222_462.jpg

এই পদ্ধতিটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। কারণ শীতকালে পিঠা খাওয়ার উত্তম সময়। শীতকালে আত্মীয়রা বাসায় আসে তাদের জন্য পিঠা তৈরি করা হয়। তবে আমাদের অঞ্চলে তালগাছ নেই, তাল পাওয়া যায় না। তবে বাজারে তাল বিক্রি করতে দেখা যায় অনেক ব্যবসায়ীদের, তাদের কাছ থেকে তাল কেনা হয়। উত্তরাঞ্চলেও আমি তাল গাছ দেখিনি। উত্তরাঞ্চলে ও তেমন একটা তালগাছ নেই বললেই চলে, তবে তালের সিজনে ভ্রাম্যমাণ অনেক দোকান বসে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলঃTECNO CAMON 16 PRO
ধরণসুস্বাদু ফল তাল
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর
Sort:  
 8 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 8 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে হাটবাজারে তাল দিয়ে ভরপুর হয়ে রয়েছে। তাল সবার কিন্তু পছন্দ না। আমিও তালতাম একটা পছন্দ করি না। কিন্তু তালের পিঠে একটু একটু ভালো লাগে। আর আমাদের উত্তরবঙ্গে তাদের গাছ খুবই কম ভাইয়া। তবে আমাদের পাশের গ্রামে কয়েকটি তালের গাছ আছে। আমরা সেখান থেকে মূলত তাল ক্রয় করে থাকি। তাল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ ভাই

 8 months ago 

ভাদ্র মাস তাল পাকার মাস। এই মাসে তাল পাঁকে। তাল আমার পছন্দের একটি ফল। এই তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানানো হয় থাকে। বিশেষ করে তালের বড়া খেতে বেশ ভাল লাগে। বর্তমানে তাল বাজারে ১০০ টাকা জোরা পাওয়া যায়,। তাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 8 months ago 

ধন্যবাদ ভাই

পাকা তাল মূলত ভাদ্র মাসেই পাওয়া যায়। ভাদ্র মাসের শুরু থেকেই তালপাকা শুরু হয় । আর ভাদ্র মাসে প্রতিটা বাজারেই তাল বিক্রেতাদের আনাগোনা দেখা যায়। আমাদেরও একটি তালগাছ রয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমতে প্রতিবছর অনেক দল হয়। এইজন্য আমাদেরকে কোন সময় তাল কিনতে হয় না। এ ভাদ্র মাসেই প্রায় প্রতিটা বাড়িতেই তালের পিঠা বানানো হয়। নারিকেল দিয়ে সুন্দর ভাবে তালের পিঠা বানালে খেতে অসাধারণ লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ ভাই

 8 months ago 

ঠিকই বলেছেন এখন হাট বাজারে পাকা তালে ভরে গেছে।এখন তালের মৌসুম তাল সব খানেই পাওয়া যাচ্ছে।আমি আগে তালের বড়া খেতে পছন্দ করতাম না।না খাওয়ার জন্য নানান রকম বাহানা করতাম।এখন ভালো লাগে খেতে।আমাদের বাসায় এ পদ্ধতিতে তালের পিঠা বানায়,তালের রস বের করে ডিপ ফ্রিজে রেখে দেয় আর যাতে করে যখন মন চায় বানিয়ে খাওয়া যায়।উত্তর অঞ্চলেও তাল গাছ দেখা যায় অনেক জায়গা।আমার দাদা বাড়িতে অনেক গুলো তাল গাছ আছে।ছোট বেলা থেকে দেখে আসছি।আমাদের তাল কখনো কিনে খেতে হয়নি আলহামদুলিল্লাহ।আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন।সাথে আপনার পছন্দের কথাও শেয়ার করেছেন।আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ আপু

 8 months ago 

তাল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে বর্তমান তালের মৌসুম তাই বাজারে যেখানে সেখানে প্রায় তাল দেখা যায়। এবং এই তালের চাহিদা ও বেশি। বাজারে যেসব তাল দেখা যায় এগুলো কিন্তু আমাদের মতোই বিক্রেতা বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছে খাওয়ার জন্য। এবং এই তালের পিঠা অনেকেরই পছন্দ সবাই কমবেশি তালের পিতা বাড়িতে এখন বানিয়ে থাকে। এবং আমিও একান্ত তালের পিঠা অনেক পছন্দ করি আমার কাছে এটি অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য

 8 months ago 

ধন্যবাদ ভাই।

 8 months ago 

বাজার গুলোতে গেলে মনে হয় তালের হাট লেগেছে ভাই। আর গতবারের তুলনায় এবার তালের দাম অনেক বেশি। আমিও তাল পছন্দ করি না এবং কোনো পিঠা খাই না। তবে আমার তালের বিচি খেতে অনেক বেশি ভালো লাগে। তবে শীত কালে অন্যান্য পিঠা ১ থেকে ২পিস খাওয়া হয়। সুন্দর লিখেছেন ভাই।

 8 months ago 

ধন্যবাদ ভাই।

 8 months ago 

তাল নিয়ে পোস্ট আজ অনেকদিন পর দেখলাম। তাল আমারও কাছে পছন্দের ফল ভাই। বিশেষ করে তালের বিভিন্ন রকম রেসিপি আমার কাছে খুব ভালো লাগে এর ভেতর অন্যতম হলো তালের বড়া।শীতকাল আসলে তালের বড়া খাবার মজাই আলাদা বর্তমানে হাটবাজারে তাল বেশ ভালোই দেখা যাচ্ছে অন্যান্য ফলের সঙ্গে তালেরও বেশ ভালো চাহিদা রয়েছে। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 8 months ago 

ধন্যবাদ ভাই

 8 months ago 

গ্রামের রাস্তাঘাট দিয়ে বের হয়ে শুধু তাল পিঠা আর তালের বড়ার ঘ্রাণ পাওয়া যায়। আর গ্রামের বাজারে গেলেই দেখতে পাই একগাধা তাল নিয়ে বসে আছে কিছু লোক তাল বিক্রি করার জন্য। তবে সবাই তারা আশপাশের গ্রামে বাস করে তাল গাছ থেকে তাল নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন সুন্দর লিখেছেন।

 8 months ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70013.82
ETH 3766.83
USDT 1.00
SBD 3.80