গরমের প্রশান্তি টক দইয়ের শরবত, যা মানবদেহের জন্য খুবই উপকারী একটি মাধ্যম।

in Steem For Traditionlast year (edited)

আজ রবিবার
২৩ এ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। এখন প্রচন্ড গরম চলছে, তাপমাত্রা অতিরিক্ত। এই গরমে ক্লান্তি দূর করার জন্য টক দইয়ের শরবতের কোন বিকল্প নেই। আজকে আমি টক দইয়ের শরবত সম্পর্কে বলবো। এবং এর উপকারী দিক তুলে ধরবো ও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-07-23_14-59-21-693.jpg
কভার ফটো
টক দইয়ের শরবত

গরমে যখন মানুষের শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তখন যেকোনো শরবত ভীষণ উপকারী। আর টক দই হলে তো কথাই নাই। তেমনি আজ সারাদিন প্রচন্ড গরম। আমরা কয়েকজন ক্লান্ত হয়ে ছুটে চলে গিয়েছিলাম টক দইয়ের শরবত খেতে। সৈয়দপুর রেলওয়ে ঘন্টিতে টক দইয়ের দোকান রয়েছে। যে দোকানের টক দই খুবই সুস্বাদু। তাই আমরা হাঁটতে হাঁটতে সেই দোকানে চলে গেলাম।

IMG_20230718_202405_985.jpg
IMG_20230718_202404_979.jpg

টক দইয়ে প্রো-বায়োটিক নামের উপাদান রয়েছে, প্রো-বায়োটিক উপাদান হলো উপকারী ব্যাকটেরিয়া। যেগুলো শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । এছাড়াও টক দই এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন এ,এবং ল্যাকটিক অ্যাসিড যা পুষ্টির শোষণে সাহায্য করে।

IMG_20230718_202013_286.jpg

টক দই এ দুধের চেয়েও বেশি ক্যালশিয়াম রয়েছে। তাই প্রত্যেকটি মানুষেরই দেহকে সুস্থ সবল রাখতে, খাবারের দিকে নজর দেওয়া উচিত। ঠিক তেমনি সকল উপকারী খাদ্যের মধ্যে অন্যতম একটি খাদ্য হলো টক দই। টক দই আমার অনেক পছন্দের একটি খাবার।

IMG_20230718_202104_253.jpg

নিয়মিত টক দই খেলে অনেক উপকার পাওয়া যায়। তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যে টক দই খাওয়ার। টক দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকার কারণে, এই টক দই প্রত্যেকের খাদ্য তালিকায় রাখা উচিত। অনেকেই দুধ খেতে পারেন না, যারা দুধ খেতে পারেন না। তারা দুধের বিকল্প হিসেবে টক দই রাখতে পারেন, প্রতিদিনের খাদ্য তালিকায়। টক দই দুধের অভাব পূরণ করবে। এবং হজম শক্তি বৃদ্ধি করবে।

IMG_20230718_201739_256.jpg
IMG_20230718_201718_570.jpg
IMG_20230718_202402_064.jpg
IMG_20230718_201721_465.jpg

তাইতো বাজারে প্রত্যেকটা মোড়ে মোড়ে টক দইয়ের দোকান গড়ে ওঠেছে। টক দইয়ে অসংখ্য উপকার থাকার কারণে মানুষ টক দই খেতে বেশি আগ্রহ প্রকাশ করে। টক দই ওজন কমাতেও সাহায্য করে। তাইতো টক দইয়ের দোকানের জমজমাট ভিড় থাকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ টক দই খুবই উপকারী। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য টক দই উপকারী। ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের ক্ষেত্রেও টক দই এর উপকার পাওয়া যায়। তাইতো আমরা টক দই খাওয়ার জন্য ছুটে যাই এসব দোকানে। কার কার টক দই অনেক পছন্দের? সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণগরমের প্রশান্তি টক দইয়ের শরবত।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

টক দই এর শরবতে রয়েছে ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাসের পুষ্টিগুণ। এই ভিটামিন গুলো দাঁড়া মানব দেহকে সুন্দরভাবে গঠিত করে। আর গ্রীষ্মকালীন সময়ে টক দইয়ের শরবত খেতে বেশ ভালই লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

নিয়মিত টক দই খেলে অনেক উপকার পাওয়া যায়।

উপরের কথাটা ঠিক বলেছেন ভাই।
আমিও মাঝে মাঝে টক দই খেয়ে থাকি। গরমের ক্লান্তি দূর করার জন্য আমরা বিভিন্ন রকম শরবত খেয়ে থাকি। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

টক দই খেতে আমার অনেক ভালো লাগে। তবে কখন এর শরবত খাইনি। আশা করি কখনো দেখতে পেলে অবশ্যই খাব। আপনি এর উপকারিতা গুলো সম্পর্কে অনেক সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। নতুন কিছু জানতে পারলাম। আপনি অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অতিরিক্ত গরমে শরীরের জন্য দরকার শরবত। তবে এই টক দইয়ের শরবত আমি কখনো খাইনি। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু ও মজাদার হবে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সবার অতি প্রিয় দই খাদ্যটি যা আমি খাই না। কেন জানি আমার এই খাবারটি খেতে একদম ইচ্ছে করে না। তাই আমি টক দের শরবত কখনো খাইনি এবং ভবিষ্যতে খাওয়ার কোন সম্ভাবনা নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন টক দইয়ের উপকারিতা অনেক। ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

দই আমার অনেক প্রিয় একটি খাবার। তবে টক দই এমন শরবত আমার এখনো খাওয়া হয়নি। আসলে চোখের সামনে এমন দোকান কোনদিনও দেখিনি। তবে এমন তো চোখে পড়লে অবশ্যই খাওয়ার চেষ্টা করব। আপনি টক তো এর অনেক উপকারিতা শেয়ার করেছেন। এটা জেনে অবাক হলাম যে, দুধের থেকে টক দইয়ের উপকারিতা বেশি। আর এটি প্রচন্ড গরমে একটু স্বস্তি এনে দেয়। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

আজকাল যে গরম পরেছে ভাইয়া.. সত্যি এসব শরবত অনেক কার্যকর, টক দইয়ের শরবত আমার খুবই প্রিয়, কিন্তু দুঃখ জনক বিষয় হলো আমাদের এইদিকে পাওয়া যায় না, যাইহোক আপনার পোস্টি দেখে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো ভাইয়া

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আসলাম ভাই শুধু টক দই আমাদের শরীরে অনেক বেশি উপকার করে থাকে। যেমন যাদের হজমের সমস্যা হয় তারা যদি নিয়মিত টক দই খায় তাহলে তার সমস্যা দূর হবে। আবার অনেকের ত্বক খসখসে হয়ে যায় তারা টক দই খেলে তাদের এই সমস্যা দূর হয়ে যায়। অনেক রকম উপকারিতা রয়েছে টক দইয়ের মাঝে মাঝে আমিও খাওয়ার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42