You are viewing a single comment's thread from:

RE: হাঁসের মাংসের জন্য বিখ্যাত লক্ষীতলা বাজারের - মান্নান হোটেল এন্ড বিরিয়ানি হাউস||

in Steem For Tradition10 months ago

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত লক্ষীতলা বাজারের নাম আমিও শুনেছি তবে যাওয়া হয়নি কখনো।মান্নান হোটেল ও বিরিয়ানি হাউজের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেছে লক্ষীতলা বাজারটি তা জানা ছিল না।হাঁসের গোশত আমার তেমন পছন্দের ছিল না তবে অনেক ভালো লাগে।মান্নান হোটেল ও বিড়িয়ানি হাউজ এর উন্নতির কথা খুব সুন্দর করে সংক্ষেপে তুলে ধরেছেন।এখানে কোন খাবার পাওয়া যায় তাও অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনি এ হোটেলের পরিচ্ছন্নতা নিয়েও সুন্দর করে লিখেছেন।মান্নান হোটেল ও বিরিয়ানি হাউজ সম্পর্কে অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন,সে খাবার গুলোর দাম উল্লেখ করেছেন,সাথে খাবারের রিভিউ দিয়েছেন। চিরিরবন্দরে আমার খালার বাসা আবার সেখানে গেলে অবশ্যই এ হোটেলে যাবো।যেয়ে যেসব নাম করা খাবারের কথা উপস্থাপন করেছেন সেগুলো খেয়ে আসবো ইনশাল্লাহ।আপনি অনেক সুন্দর লিখেছেন আমার মতো যারা এ হোটেল সম্পর্কে জানেনা তারাও জানতে পারলো।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।

Sort:  
 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50