আমার পরিচয় !! আমার বাংলা ব্লগ

IMG_20220110_123459.jpg

হ্যালো বন্ধুরা

শুরুতেই সবাই কে নমষ্কার ও আদাব 🙏

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ভালো আছি ৷ আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই আমার বাংলা ব্লগে একজন মেম্বার হয়ে নিয়মিত কাজ করতে চাই ৷ আশা করি আপনাদের সহযোগিতায় আমি নিয়মিত "আমার বাংলা ব্লগে" কাজ করে যাব ৷

আমার পরিচয়

আমার নাম বিপ্লব রায় আর ইউজার নাম @yoyopk

আমার বাড়ি রংপুর বিভাগে পঞ্চগড় জেলায়
আমার বর্তমান বয়স ২৩ বছর
বাবা কৃষক আর মা গৃহিনী

আজ সোমবার জানুয়ারি মাসের ১০/০১/২০২২ ইং "আমার বাংলা ব্লগে" যোগ দান করলাম ৷ আজকে থেকে আমি নিয়মিত "আমার বাংলা ব্লগে " কাজ করবো ৷

আমার অনেক শখ আছে যেমন ঘুড়তে যাওয়া ভালো কিছু খাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ৷ তারপর লং জার্নি দিয়ে কোথায় ঘুড়তে আসা ৷ আর ফটোগ্রাফি করা অনেক সখ আমার ৷ আমার ডিভাইস তেমন ভালো না তারপরও আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ৷

আমি কয়েক দিন আগে "আমার বাংলা ব্লগে" কাজ করা শুরু করে দিয়েছি কিন্তু একটা সমস্যায় পরে আমি আর নিয়মিত এক্টিভ থাকতে পারি নি ৷ সব শেষে সেই সমস্যার সমাধান নিয়ে আমি আবার "আমার বাংলা ব্লগে" চলে আসছি নিয়মিত ভাবে এক্টিভ থাকবো জন্য ৷ তাই আমি আপনাদের আদেশ উপদেশ এবং সহযোগিতা কামনা করতেছি ৷

আমি "আমার বাংলা ব্লগে" নিয়মিত কাজ করে যাবো এবং ভালো কিছু করার চেষ্টায় আমি অনেক আগ্রহী বোধ করতেছি ৷

"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সম্পর্কে প্রথম জানতে পারি আমার ছোট ভাই @nirob70 এর কাছ থেকে ৷ আমি অনেক আগ্রহীর সাথে " আমার বাংলা ব্লগে " কাজ করবো ৷"আমার বাংলা ব্লগে " একটি বাংলা ভাষা কমিউনিটি এখানে বাংলা ভাষা যেটা মাতৃভাষা বলা হয় আমাদের এখানে অনেক প্রতিভা প্রকাশ করা যাবে বা অনেক কিছুই শিখতে পারবো এই আশা নিয়ে আমি অনেক আগ্রহীবোধ করছি ৷

Snapchat-1457477633.jpg

Snapchat-1372503874.jpg

এই টুকুই ছিল আমার পরিচিতি

 **ধন্যবাদ সবাইকে**
Sort:  
 4 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি আমার বাংলা ব্লগের সব নিয়মকানুন মেনে আপনি কাজ করবেন। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ।আপনার জন্য শুভকামনা রইল।

ওকে ভাই ধন্যবাদ

 4 years ago 

আপনার প্রথম ট্যাগ হবে #abb-intro ট্যাগ। আপনি পোস্ট এডিট করে এখনি ঠিক করুন।

ওকে ভাই ধন্যবাদ আপনাকে

 4 years ago 

উনিতো আমাদের আপু হন।

 4 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি আপনি এখানে সকল নিয়ম নীতি অনুসরণ করে কাজ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

@nirob70 আপনি কি উনাকে রেফার করেছেন??? রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।

 4 years ago 

হ্যা আপু আমি রেফার করেছি ৷

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম ভাইয়া। আশা করি এখানের সব নিয়ম কানুন মেনে পোস্ট করবেন। আমাদের সাথে ডিস্কোর্ড এ একটিভ থাকতে ভুলবেন না যেনো। আর এবিবি স্কুল এ ক্লাস করার আহবান জানাচ্ছি। অনেক কিছু শিখতে পারবেন।

 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

ওকে আপু

 4 years ago 

আপনাকে discord লিংক দেওয়া হয়েছে আপনি discord এ জয়েন করুন।

Loading...

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114742.38
ETH 4169.64
USDT 1.00
SBD 0.62