কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ ১৭ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে disrcord এর একাউন্ট খোলা যায় তা বিস্তারিতভাবে শেয়ার করব।


আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত অনেক নতুন নতুন ইউজার আসছে। সকল ইউজারদের মধ্যে কিছু ইউজার রয়েছে যাদের steemit সম্পর্কে যথাযথ ধারণা নেই। ঐ সকল ইউজারদের জন্য আমরা Abb-School কার্যক্রম শুরু করেছি। যার মাধ্যমে ইউজারদেরকে সহজে steemit সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পারব। কিন্তু তার জন্য একটি মাধ্যমের প্রয়োজন আর এই মাধ্যম হিসেবে আমরা এই Discord কে নির্বাচন করেছি। যারা Discord অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল।

প্রথমেই জেনে নিন Discord কি?
Discord একটি ফ্রি ভয়েস , ভিডিও এবং টেক্সট চ্যাটিং অ্যাপস। Discord এর একটি চ্যাট চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ইমেজ ভিডিও এবং টেক্সট চ্যাট করা যায়।


একটি Discord অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে তা হচ্ছে -

  • একটি অ্যান্ড্রয়েড ফোন।
  • একটি মোবাইল নম্বর।

তাহলে চলুন শুরু করি, কিভাবে খুব সহজে একটি Discord একাউন্ট খোলা যাই।


ইমেজ লিংক


ধাপসমূহ


প্রথম ধাপঃ

  • প্রথমে আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করেছি।

IMG_20211102_195141.jpg


দ্বিতীয় ধাপঃ


  • ব্রাউজারের Address bar এ গিয়ে discord.com লিখব।


তৃতীয় ধাপঃ


  • এরপর download from Google play তে ক্লিক করব।


চতুর্থ ধাপঃ


  • এভাবে google play থেকে apps টি install করে নিব।


পঞ্চম ধাপঃ


  • এরপর apps টি কে open করব।

Screenshot_20211102_195812.jpg


ষষ্ঠ ধাপঃ


  • এবার Register বাটনে ক্লিক করব।

Screenshot_20211102_195903.jpg


সপ্তম ধাপঃ


  • এরপর মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বারটা দিবেন।

Screenshot_20211102_200304.jpg


অষ্টম ধাপঃ


  • এরপর ওই মোবাইল নাম্বারটি তে একটি Confirmation Code আসবে তখন ওই Code ওখানে বসাবো।

Screenshot_20211102_200345.jpg


নবম ধাপঃ


  • এরপর Username এবং Strong Password দিয়ে Next বাটনে ক্লিক করবেন।

Screenshot_20211102_200916.jpg


দশম ধাপঃ


  • এরপর আপনার Original নাম দিবেন এবং Date of birth দিবেন।

Screenshot_20211102_201015.jpg

Screenshot_20211102_200452.jpg


একাদশ ধাপঃ


  • এরপর Get Start বাটন ক্লিক করার পর Allow Option টিতে ক্লিক করব ।

Screenshot_20211102_200545.jpg

Screenshot_20211102_200654.jpg


দ্বাদশ ধাপঃ


  • এরপর এই লিংক টিতে ক্লিক করার মাধ্যমে আপনি আমাদের discord server এ যুক্ত হতে পারেন। প্রথমে আপনাকে Newbi রুল দেওয়া হবে আমাদের Discord server এ, এরপর Abb-school থেকে আপনি গ্রেজুয়েশন সম্পন্ন করার পর এবং Discord Linkup channel এ আপনার steemit id, discord id দেওয়ার পর আপনাকে Verified Blogger রুল দেওয়া হবে। এরপর আপনি আমাদের discord server এর General channel এ চ্যাটিং করতে পারবেন।

Screenshot_20211102_202535.jpg

Screenshot_20211102_202713.jpg

Screenshot_20211102_202810.jpg

Screenshot_20211102_202923.jpg


সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানতে পারলাম। এই পোস্টটি সকলের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে স্টিমিট প্লাটফর্মে যারা নতুন তাদের জন্য এই পোস্টটি অনেক বেশি উপকারে আসবে। ধন্যবাদ ভাইয়া শিক্ষামূলক একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

নতুনরা যারা ডিসকর্ড একাউন্ট খুলতে পারছেন না তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই পোস্ট। আপনি অনেক বিস্তারিতভাবে অনেকগুলো স্ক্রিনশট এর মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন যার কারণে সবাই খুব উপকৃত হবে যারা এ একাউন্ট খোলার ব্যাপারটি শিখতে চায়। ধন্যবাদ।

অনেক গুরুত্বপূর্ণ একটা পোষ্ট করেছেন ভাইয়া।যারা ডিসকোর্ড অ্যাকাউন্ট খুলতে পারে না,তারা আপনার পোষ্টটা দেখে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবে এবং আমার বাংলা ব্লগ এর ডিসকোর্ড চ্যানেলে যুক্ত হতে পারবে।

আপনে অনেক সুন্দর এবং সহজ ভাবে ধাপগুলো বুঝিয়েছেন। যাতে আশা করা যায় সবাই খুব সহজেই বুঝতে পারবে।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যারা নতুন তাদের জন্য আপনার আজকের পোস্টটি খুব বেশি প্রয়োজনীয় ছিলো আর অনেক হেল্পফুল ও। অনেকেই দেখছি নিয়মিত পোস্ট করছে তবে ডিস্কোর্ড এ নেই। বিশেষ করে তাদের জন্য আপনার আজকের পোস্ট অনেক বেশি উপযোগী হবে। খুব ভালো একটি কাজ করেছেন ভাইয়া আজকে।

 3 years ago 

আসলে এই পোস্টটি আরো আগে আশা করেছিলাম😊তবে অত্যন্ত প্রয়োজনীয় একটি পোস্ট নতুনদের জন্য। কেননা আমাদের কমিউনিটির মূলচালাকী শক্তি হচ্ছে ডিস্কড। ডিস্কর্ডের মাধ্যমে আমরা খুব সহজেই ইনগেইজমেন্ট বাড়াতে পারি । সবার সাথে পরিবারে হয়ে থাকতে পারি। আর যেহেতু সমস্ত ভয়েস লার্নিং, সাপ্তাহিক হ্যাং আউট, জেনারেল চ্যাট সব কিছুই ডিস্কর্ডের মাধ্যে হয়ে থাকে তাই এর গুরুত্ব নিয়ে আসলে বলার থাকেনা।

 3 years ago 

নতুন সদস্যদের জন্য খুবই শিক্ষণীয় একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া। এর ফলে নতুন সদস্যরা অনেক বেশি উপকৃত হবে। আপনি প্রতিটি বিষয় সুন্দরভাবে গুছিয়ে ও বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আপনার পোস্টটি দেখে যে কেউ খুব সহজেই Discord Account খুলতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন ভাইয়া নতুনদের জন্য অনেক সুবিধা হবে।

অনেক ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ‍উপস্থাপন করেছেন এবং পুরো বিষয়টি ধারাবাহিকভাবে ব্যাখা করেছেন ভাই। আশা করছি নতুন ইউজারদের এরপর আর কোন সমস্যা হবে না এই ব্যাপারে। ধন্যবাদ

 3 years ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন যা নতুন ইউজারদের জন্য অনেক কাজে দিবে। যারা এখনো এ ডিসকোর্ড অ্যাকাউন্ট খুলতে পারেনা তারা সব শিখে যাবে। আর আপনার উপস্থাপনার মাধ্যমে খুব সহজে ডিসকোর্ড অ্যাকাউন্ট খুলতে পারবে। এমন তথ্যমূলক ভিডিও শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার প্রশংসা করতেই হয়, এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরে সকলকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি আশা করি নতুনদের discord খুলতে আর কোন সমস্যা হবে না, নতুনদের জন্য অনেক উপকারে আসবে এই পোস্টটি , অনেক ধন্যবাদ ভাইয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 64215.55
ETH 3183.56
USDT 1.00
SBD 2.47