Epay ওয়ালেটে ডিপোজিট করার প্রসেস // Deposit process to Epay wallet

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আরেকটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করে নেবো। আপনাদের কিছুদিন আগে Epay ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম, কিন্তু এখনো এই টিউটোরিয়ালটি অসম্পূর্ণ রয়েছে। কারণ এখনো ডিপোজিট এবং উইথড্র এর মেথড আপনাদের দেখানো হয়নি। তো এই টিউটোরিয়ালে আপনাদের ডিপোজিট এর বিষয়টা দেখাবো। Epay ওয়ালেটে ডিপোজিট প্রসেস একদমই সহজ আছে। আপনারা স্টেপগুলো দেখলেই সহজে করে ফেলতে পারবেন আর আমি সহজভাবে স্টেপগুলোতে দেখিয়ে দিয়েছি। আপনারা এখানে সহজে volet.com এর মাধ্যমেও সরাসরি আনতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদের আলাদা করে volet.com ওয়ালেট থাকা লাগবে। কিন্তু এখানে PAYEER এর মাধ্যমে আপনি আনতে চাইলে আলাদা করে PAYEER ওয়ালেট থাকা লাগবে না, যেকোনো ওয়ালেট থাকলেই আপনারা সেখান থেকে ডিপোজিট করতে পারবেন।

যেহেতু আপনাদের অনেকের volet.com ওয়ালেট নেই, তাই PAYEER এর মাধ্যমেই দেখালাম। আর সবার যেহেতু TronLink ওয়ালেট আছে, তাই সহজেই এটা ব্যবহার করতে পারবেন PAYEER এর সংযোগে। Epay ওয়ালেট এর app আছে, যেটা আপনারা ফোনের প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর ফোনেও ডিপোজিট প্রসেস একই, তবে ডেক্সটপে করলে সুবিধা হয় এই বিষয়গুলো। কারণ ফোনে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে খুব সাবধানে না করলে। ( Epay wallet-Mobile App ). আর নতুন অবস্থায় ডিপোজিট করার সময়ে অবশ্যই কম এমাউন্ট দিয়ে ডিপোজিট করে টেস্ট করে দেখবেন, তারপর ঠিক থাকলে বেশি করতে পারবেন ।


✔এখন তাহলে ডিপোজিট করার প্রসেসটি দেখে নেওয়া যাক---


✔Epay ওয়ালেট ওপেন করার পরে HOME পেজে চলে যাবেন এবং Pay-In অপশনে ক্লিক করতে হবে। অথবা আপনারা বাম পাশের Epay account এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেও এই Pay-In অপশনটি পেয়ে যাবেন। এরপর ওই Pay-In অপশনে ক্লিক করতে হবে।

✔এরপর আপনি Pay-In currency-তে যে currency এর ব্যালেন্স আনতে চাইছেন সেই currency সিলেক্ট করতে হবে। যেমন আমি USD আনবো তাই USD সিলেক্ট করলাম। এরপর দ্বিতীয় নম্বর অপশনে আপনাকে pay টা কিসের মাধ্যমে নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি USD থেকে INR বা BDT যেটাতে নিতে চাইছেন সেটা আপনার দেশ হিসেবে সিলেক্ট করতে হবে। এরপর pay methods এর ক্ষেত্রে E-Wallet সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কোন E-Wallet এর মাধ্যমে আনতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি PAYEER সিলেক্ট করে নিলাম।


✔এরপর আপনি কত USD আনতে চাইছেন সেটা এমাউন্ট এর ঘরে বসাতে হবে , তবে এখানে fee টা হিসেব করেই বসাবেন। নাহলে পরে আপনার ওয়ালেটে সেই পরিমান ব্যালেন্স না থাকলে ডিপোজিট হবে না। এখানে আপনারা এমাউন্ট বসালেই পাশে অর্ডার info তে fee টা দেখতে পাবেন আর সেটা থেকে মাইনাস করেই বসাবেন। যেমন ধরুন, এখানে আমি ১০ USD বসালাম, যার fee ০.২০ USD . এটাই এইভাবে সহজে হিসেবে করে বসাবেন। তবে হ্যাঁ, প্লাটফর্মগুলোর নিজস্ব কিছু fee থাকে, সেক্ষেত্রে আপনার ওই fee এর সাথে আরো ১-১.৫ ডলার মাইনাস করে বসাবেন । তাহলে আপনার মেইন ব্যালেন্স এর সাথে এডজাস্ট হয়ে ডিপোজিট হবে। আর আপনি যখন ডিপোজিট করবেন তখন যে এমাউন্টটা বসাতে বলবে সেটার সাথেও আপনার ওয়ালেট এর মেইন ব্যালেন্স এর সাথে মিলিয়ে দেখবেন সেই এমাউন্ট আছে কিনা, তারপর ডিপোজিট করবেন।


✔এমাউন্ট বসানোর পরে নেক্সট বাটনে পর পর ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। এরপর কন্ফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং আপনার পরে PAYEER এর সাইট ওপেন হয়ে যাবে, তার জন্য আলাদা করে PAYEER এর ওয়ালেট লাগবে না। এরপর যেহেতু USD আনবো, তাই USDT তে ক্লিক করবো।


✔এরপর আপনার মেইল আইডি বসিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। এরপর আপনার ওখানে একদম এক্সাক্টলি যে এমাউন্ট দেখাবে সেটাই কিন্তু আপনাকে আপনার TronLink ওয়ালেট থেকে সেন্ড করার সময়ে বসাতে হবে, নাহলে ডিপোজিট হবে না। আর এড্রেস এবং কোন নেটওয়ার্ক অবশ্যই ভালো করে চেক দিয়ে নেবেন। আর একবার সেন্ড করার পরে PAYEER এর পেজ থেকে বের হবেন না, যতক্ষণ না ডিপোজিট কমপ্লিট হচ্ছে, নাহলে ক্যানসেল হয়ে যাবে। এটা সেন্ড করার ১-২ মিনিট এর মধ্যে অটোমেটিক ডিপোজিট হয়ে স্ক্রোল হয়ে হোম পেজে চলে আসবে। এরপর আপনি ডিপোজিটেড ব্যালেন্স দেখতে পাবেন।

কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেক্শনে জানাবেন বা টিকিট কেটে জানাবেন। বুঝিয়ে দেওয়া হবে। আর ডিপোজিট বা উইথড্র করার সময় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ( শনিবার, রবিবার অফ )।

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বেশ সুন্দর করে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন ভাই, শিখে নিলাম এরপর উত্তোলন এর বিষয়টি বুঝার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

 last month 

হ্যা ভাই, ওটা কিছুদিন বাদে দেবো।

 last month (edited)

দাদা ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য। এখানে কি শুধু epay একাউন্ট এবং tronlink একাউন্ট থাকলেই হবে?

 last month 

হ্যা, এই দুটি একাউন্ট থাকলেই হবে।

 last month 

ইপে ওয়ালেটে কিভাবে ডিপোজিট করা যাবে, সেই প্রসেসটা দারুণভাবে দেখিয়েছেন দাদা। আশা করি ধাপগুলো ফলো করে যে কেউ ট্রনলিংক একাউন্ট থেকে ইপে একাউন্টে ডিপোজিট করতে পারবে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last month 

Epay ওয়ালেটে ডিপোজিট করার প্রসেস সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো দাদা। অনেক সুন্দর করে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। টিউটোরিয়াল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আশা করছি এই পোস্ট সবার অনেক উপকার হবে।

 24 days ago 

দাদা সবকিছু তো একদম পুঙ্খানু পুঙ্খানু ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার পোস্ট পড়ে তো Epay wallet নিয়ে মোটামুটি সব কিছুই বুঝলাম দাদা। কিন্তু উত্তোলন করবো কিভাবে এই বিষয়টা বুঝতে পারলাম না, এই বিষয়টা একটু বললে উপকৃত হইতাম দাদা।

 24 days ago 

খুব শীঘ্রই এই বিষয়ে টিউটোরিয়াল তৈরী করা হবে।

 24 days ago 

দুঃখিত দাদা, আমি মনে করেছিলাম হয়তো টিউটোরিয়াল দিয়েছেন। আমি অনেকদিন যাবত কমিউনিটির বাইরে ছিলাম এই জন্য এই বিষয়ে জানিনা। অধীর আগ্রহে থাকলাম দাদা উইথড্র করার টিউটোরিয়ালটি দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90742.62
ETH 3165.07
USDT 1.00
SBD 2.77