ভিন্ন ভিন্ন প্রজাতির ডালিয়া ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটা ফুলের কিছু আলোকচিত্র শেয়ার করবো। আর সেই সাথে ফুলের সম্পর্কে টুকটাক জানা কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন বিষয়টা সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এটি হলো একধরণের ফুল। এই ফুলের প্রজাতির কথা আর নাই বা বলি কারণ এর প্রজাতির সংখ্যা বহু হয়ে থাকে। আর প্রজাতিগুলো সব বাইরের দিকে হয়ে থাকে, সামান্য কিছু প্রজাতি আছে যেগুলো সাধারণ ভাবে আমাদের এদিকে হয়ে থাকে। মূলত এইসব ফুলের প্রজাতিগুলো আমাদের এদিকে বাইরের থেকে কিনে এনে লাগাতে হয়। এই ফুলগুলোকে আমরা সবাই মোটামুটি চিনি, এই ফুলের নাম হলো ডালিয়া। আর এই ডালিয়া ফুলের অনেকগুলো প্রজাতি ভিন্ন ভিন্ন স্টাইলে এখানে আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে ডালিয়া পেনহিল নামক প্রজাতি আছে, আবার ডালিয়া ইলমা আছে ইত্যাদি এইরকম বহু প্রজাতি এখানে আছে। আর প্রত্যেকটা প্রজাতির ফুলের গঠন হাইব্রিড মুডে হয়ে থাকে আর এটি কিছু কিছু প্রজাতির মধ্যে হয়ে থাকে। ফুলগুলো অনেক বড়ো বড়ো আকারের দেখতে হয়ে থাকে। এই ফুলের প্রত্যেকটা প্রজাতির গঠন আর কালার চোখ জুড়ানোর মতো আর খুবই আকর্ষণীয় হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ডালিয়া ফুলের প্রজাতির মধ্যে কিছু প্রজাতি ফুলের পাপড়িগুলো ভিন্ন ভিন্ন কালারের দেখতে হয়ে থাকে যেটা আরো সেই প্রজাতির ফুলের সৌন্দর্যতাকে বাড়িয়ে তোলে। এখানে ভিন্ন ভিন্ন স্টাইল এর ডালিয়া ফুলের প্রজাতির মধ্যে এমন কিছু প্রজাতির গঠনের ডালিয়া আছে যেগুলোর কালার বেশ উজ্জ্বল্য। এই সব প্রজাতির ডালিয়া ফুল সবধরণের পরিবেশ আর মাটির সাথে খাপখাইয়ে বেড়ে উঠতে পারে না, এই ফুলের চাষের জন্য সাধারণত মাটি নির্বাচন করা জরুরি হয়ে পড়ে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ডালিয়া ফুলের প্রত্যেক প্রজাতি যেমন আকারে বড়ো তেমন তার কালারের আকর্ষণীয়তা চারিপাশের পরিবেশটাকে তার অপরূপ সৌন্দর্যে ভরপুর করে তোলে। মূলত যেকোনো বিশেষ স্থানের পারিপার্শ্বিক সৌন্দর্যতাকে বেশি সুন্দরময় করে তোলার জন্য এইসব বিভিন্ন প্রজাতির ফুলকে সংগ্রহ করে লাগানো হয়ে থাকে। প্রায় সব জায়গায়তেই ডালিয়া ফুলের ব্যাপক চাহিদা আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ডালিয়া ফুলের সব প্রজাতির মধ্যে এমন কিছু কিছু প্রজাতি আছে যেগুলো অনেক উপকারী হয়ে থাকে যেমন অনেক সময় অনেক জায়গায় ভেষজ গুনাগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মূলত এর শিকড়গুলো প্রধান কাজে লাগে। আর ডালিয়া ফুলের উদ্ভিদগুলো বহুবর্ষজীবী উদ্ভিদ হিসেবে জন্মে থাকে। আর এর কান্ডগুলো খাড়া অবস্থায় থাকে। পাতাগুলো সরল আর একটু ডিম্বাকৃতির মতো দেখতে লাগে।


All photos what3words location: https://w3w.co/copy.smirking.invite

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপফুল
লোকেশনকৃষ্ণ সায়ার পার্ক
তারিখ১২.০২.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

সত্যি বলতে আমি ডালিয়া ফুলের জাত একটাই চিনতাম। আপনার পোস্টের মাধ্যমে ডালিয়া ফুলের অনেক জাত সম্পর্কে জানতে পারলাম। বিশেষ করে ডালিয়া ফুলের উপকারির কথা জেনে অনেক ভালো লাগলো। আমি এর উপকারিতা সম্পর্কে আগে জানতাম না। যা আপনার পোস্টের মাধ্যমেই জানা হলো। এটা শুধু মাত্র ফটোগ্রাফি পোস্ট না এটা একটা অন্য রকম কার্যকরী পোস্ট। আপনার পোস্টটি রিস্টিম করে আমার ব্লগে যত্ন করে রেখে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখি সামনে আরো এরকম উপকারি পোস্ট আমাদের উপহার দিবেন।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ডালিয়া ফুল আমারও অনেক ভালো লাগে।অনেক রকমের ডালিয়া হয়।দাদা আপনার কাছে প্রজাতির কথা জানতে পারলাম।আর হ্যা এগুলাকে টিকে রাখা খুব কষ্টকর হয়। আপনার তোলা মিষ্টি কালারের ডালিয়া টা বেশ সুন্দর। কিউট লাগছে।ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

ফুল ভালবাসেনা এমন মানুষ খুবই কম রয়েছে। প্রকৃতির অপরূপ সৃষ্টি হল ফুল। আর ফুলের অপরূপ সৌন্দর্য সব সময় আমাদের মনকে ভরিয়ে তোলে। বিভিন্ন প্রজাতির ডালিয়া ফুল গুলো দেখে খুবই ভালো লাগছে দাদা। ডালিয়া ফুল যখন ফুটে থাকে তখন দেখতে এতটাই ভাল লাগে যে বলে বুঝানোর মতো নয়। অপরূপ সৌন্দর্যে ভরা ডালিয়া ফুলের পাপড়ি গুলো আমার হৃদয়ে সিক্ত করে দেয়। যখন ফুলের পাপড়ি গুলোর দিকে এক পলক তাকিয়ে থাকি তখন মনের যত গ্লানি নিমিষেই দূর হয়ে যায়। মনের প্রশান্তির জন্য এবং মনকে আরো বেশি প্রফুল্ল করার জন্য মাঝে মাঝে সুন্দর সব ফুলের বাগানে গেলে খুবই ভালো লাগে। বিভিন্ন প্রকারের ডালিয়া ফুল বিভিন্ন সৌন্দর্য বহন করে। দাদা আপনি আপনার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ডালিয়া ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। অনেক সুন্দর কিছু ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। ফুল প্রকৃতির অপরূপ সৃষ্টি। কমবেশি সবাই খুব ভালোবাসে। আজকের প্রত্যেকটি ফুলের ফটোগ্রফি খুব সুন্দর হয়েছে। অনেক রকমের ডালিয়া ফুল সম্পর্কে আমাদের সাথে শেয়ার করেছেন। মাঝখানে গোলাপি এবং চারদিকে সাদা রঙের ডালিয়া ফুলটি আমার কাছে খুব দারুণ লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার জন্য শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

খুব অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই আপনি। ফুলের ফটোগ্রাফির দেখতে আমার খুব ভালো লাগে। আজ বিশেষ দিনে আপনার ফুলের ফটোগ্রাফি টি দেখে ভালোবাসা দিবসের কথা মনে উঠেছে। খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে। দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন ফুলের গাছের মূলত এর শিকড়গুলো প্রধান কাজে লাগে। এই শিকড় গুলো দিয়ে বিভিন্ন রকম ঔষধ তৈরি হয়। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ডালিয়া ফুল গুলো দেখতে খুবই ভালো লেগেছে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডালিয়া ফুলের একটা প্রজাতি দেখেছি। আপনি খুব সুন্দর করে অনেকগুলো প্রজাতির ছবির ফটোগ্রাফি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যি বলতে ডালিয়া ফুল দেখতে চমৎকার সুন্দর লাগে। অন্যান্য ফুলের চেয়ে এতে আলাদা একটা মাধুর্য কাজ করে। আসলে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন এবং অনেক প্রজাতি সম্পর্কে লিখেছেন। আসলে পরিবেশটাকে সুন্দর করতে একাই যথেষ্ট আমার মন বলে। আর আপনি এর উপকারী সম্পর্কে বলেছেন বেশ ভালো ছিল।

অনেকগুলো সুন্দর ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ছবি তোলেন যা এই ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56125.76
ETH 2526.68
USDT 1.00
SBD 2.27