ওয়েব সিরিজ রিভিউ: The Mystery of Moksha Island ( সিজন ১: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে 'The Mystery of Moksha Island' ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "Island Recci". গত পর্বে শেষ দেখেছিলাম যে, একটা লোক আইল্যান্ড এর সমুদ্রের কিনারায় হাটতে গিয়েছিলো, তখন একটা জংলী মানুষের শিকার হয়ে যায়। আজকে এই পর্বে দেখা যাক কি হয়।


স্ক্রিনশর্ট: ইউটিউব


✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠

সিরিজটির নাম
The Mystery of Moksha Island
প্লাটফর্ম
hotstar
সিজন
পর্ব
Island Recci
পরিচালকের নাম
অনীশ কুরুভিলা
অভিনয়
তেজস্বী মাদিভাদা, নান্দু বিজয় কৃষ্ণ, পাভানি রেড্ডি,কেশব দীপক, অক্ষরা গৌড়া, আশুতোষ রানা, প্রিয়া আনন্দ ইত্যাদি
মুক্তির তারিখ
২০ সেপ্টেম্বর ২০২৪( ইন্ডিয়া )
সময়
২৫ মিনিট ( দ্বিতীয় পর্ব )
অরিজিনাল ভাষা
তেলেগু
ভাষা ডাবিং
হিন্দি
কান্ট্রি অফ অরিজিন
ইন্ডিয়া


❄মূল কাহিনী:❄


স্ক্রিনশর্ট: hotstar

এই পর্বে প্রথমে একটি বাচ্চাকে দেখা যায় যে, আসলে ওই আইল্যান্ড-এ জঙ্গলের একদম ভিতরে একটা সিক্রেট জায়গা আছে, যেখানে আসলে হাই ভোল্টেজ বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করা। আর ওখানে খুবই বিপদজনক একটি জায়গা, তবে ওখানে কারো কেটে রাখা পায়ের একটা দৃশ্য দেখা গিয়েছিলো, যদিও বাচ্চা মেয়েটার চোখে পড়েনি। তবে ওখানে সবকিছুর দেখভাল করার মধ্যে একজন গিয়ে মেয়েটাকে বাঁচায় ওই তারে হাত দেওয়ার আগে থেকে, নাহলে একটা বিপদের সম্মুখীন হতো। আর এই আইল্যান্ড-এ জঙ্গল অনেক ঘন, ফলে যখন তখন একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ভিকি নামের একজন যে ছিল যার একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে, ছোটবেলায় আসলে সম্ভবত ওই আইল্যান্ড-এ তার মাকে তার চোখের সামনে কেউ একজন খুন করে পালায়। তবে সেটার রহস্য এখনো কিছুই বোঝা যায়নি, কারণ সেটার বদলা তো ভিকি ছেলে হিসেবে নেবেই।


স্ক্রিনশর্ট: hotstar

এই কাহিনীটা পরে হয়তো বোঝা যাবে। তবে এখানে যতগুলো স্টাফ কাজ করে তাদের মধ্যে একটা অদ্ভুত আচরণ আছে, যেমন এর মধ্যে কেউ কানে শোনে না, আবার কেউ চোখে দেখে না আবার কেউ কথা বলে না। একটা অদ্ভুত রহস্যময় মানুষজন। কেউ কিছু জিজ্ঞাসা করলেও না উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, যেন একটা ভুতুড়ে ব্যাপারস্যাপার তাদের ভিতরে। তবে একদিন ওখানে সবাই খেতে বসে একটা বিষয় খেয়াল করে যে, তাদের মধ্যে একজন নিখোঁজ আছে। তাই কোথাও না পেয়ে ভিকি সবাইকে বলে ৩ টি গ্রূপে ভাগ হয়ে গিয়ে তাকে খুঁজতে, কারণ এতো বড়ো ঘন জঙ্গলে একসাথে একজায়গায় গেলে খুঁজে পাওয়া যাবে না। তাই তারা যার যার মতো গ্রূপ বানিয়ে চলে যায় খুঁজতে।


স্ক্রিনশর্ট: hotstar

ভিকি খুঁজতে খুঁজতে সেই সিক্রেট জায়গায় গিয়ে পৌঁছায় এবং ওর ভিতরে আসলে দেখার পরে তার কাছে মনে হয়েছে যে, ওখানে কিছু একটা গড়বড় চলছে। আর এইগুলো সবই বিশ্ববা নামের ওই সায়েন্টিস্ট এর কাজবাজ, যা ওখানে রিসার্চ এর সূত্রে সবকিছু তৈরি করা। তো এখন আসলে খুঁজতে খুঁজতে সমুদ্রের কিনারায় যায় এবং ওখানে দেখে যে একটা বোট আছে। তো ওই বোটে করে হয়তো সেই লোকটা চলে গিয়েছে বলে তাদের ধারণা হয়। এরপর তারা তাই ভেবে ফিরে আসে। পরেরদিন ভোরে ভিকি দেখে যে একজন লোক জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছে, তার কাছে সন্দেহ মনে হলে তার পিছু নেয়, কিন্তু লোকটা বুঝে ফেলে আর কিছুদূর যেতেই গায়েব হয়ে যায়।


❄ব্যক্তিগত মতামত:❄

এই আইল্যান্ড-এ আসলে অনেক রহস্যময় বিষয় আছে, যেমন এখানে জংলী মানুষে ভরা, তারপর রহস্যময় গাছগাছালি এবং পশু পাখিতে পরিপূর্ণ। আর এইসব কিছু ওই সায়েন্টিস্ট তৈরি করেছিল নিজে হাতে। আসলে ওটাকে প্রাইভেট আইল্যান্ড বলে এই একটা কারণে যে, ওটা ওই সায়েন্টিস্ট সারা জীবন ধরে রিসার্চ করে করে তৈরি করেছিল আর ওখানে সবকিছুই ওনার ইশারায় চলতো। তো এখন আসলে ওখানে যে একজন অন্ধ লোকের কথা বলছিলাম, সে কিন্তু অন্ধ হলেও আবার সবকিছু ব্যালেন্স করে চলতে পারে। মানে তার এমন অভিজ্ঞতা আর ওই আইল্যান্ড সম্পর্কে তার এতটাই ধারণা আছে যে, ওখানে সে না দেখতে পেলেও একজন দেখেশুনে চলা মানুষের মতো চলতে পারে। তো ভিকি তার পিছু নিয়ে যেতে যেতে লোকটা বুঝতে পারে যে, তার পিছু নিচ্ছে কেউ। এরপর আইল্যান্ড-এ সমুদ্রের পাড়ে একটা চিৎকার শুনে সেখানে যায় এবং দেখে একজন জঘন্য ভাবে মৃত অবস্থায় পড়ে আছে।


❄ব্যক্তিগত রেটিং:❄
৭.৮/১০


❄ট্রেইলার লিঙ্ক:❄



শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এই আইল্যান্ডে তো দেখছি রহস্যের শেষ নেই। তার মানে সেই সায়েন্টিস্ট আইল্যান্ডের সবকিছু কন্ট্রোল করে। ভিকির মা'কে কে মেরে ফেলেছে, সেটা জানার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। তাছাড়া সমুদ্রের পাড়ে মৃত অবস্থায় কে পড়ে আছে,আশা করি সেটা পরবর্তী পর্বে জানতে পারবো। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

 3 months ago 

এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। এই ওয়েব সিরিজের পর্বটা আসলেই অনেক ভালো ছিল। এই ওয়েব সিরিজের প্রথম পর্ব টাও আমার পড়া হয়েছিল। ওই আইল্যান্ডে অনেক রহস্য লুকিয়ে আছে এটা তো বুঝতেই পারছি দাদা। তবে জঘন্যভাবে মৃত অবস্থায় কে পড়ে আছে এটা জানার জন্য অনেক অপেক্ষায় থাকলাম। রহস্য গুলো আস্তে আস্তে আশা করছি বের হবে। এখনো অপেক্ষায় থাকলাম দাদা এই ওয়েব সিরিজের পরবর্তী পর্বের জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 97162.82
ETH 3468.35
SBD 1.57