আন্তর্জাতিক ম্যাচে নতুন মুখের আবির্ভাব
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। গতকালকের টি২০ ম্যাচটা হয়তো অনেকেই দেখেছেন, কারণ ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা ছিল। যদিও আমি কয়েকদিন বেশ ব্যস্ততার কারণে কোনো খেলাই ঠিকভাবে দেখতে পারছিনা, তবে কালকে অল্প কিছুক্ষন দেখেছিলাম প্রথমের দিকে, দেখলাম। আসলে গতকালকের ম্যাচটায় রান ভালোই উঠবে বলে ভেবেছিলাম, কারণ গোয়ালিয়র এর পিচে রান তোলা যায় মেরেধরে। তবে গতকাল আমাদের ভারতীয় টিমে একজনের দীর্ঘদিন পরে অভিষেক হলো পুনরায়। যদিও এর আগে স্কটল্যান্ড এর বিপক্ষে একবার খেলছিল। প্রায় ৩-৪ বছর বাদে আবারো তার আন্তর্জাতিক টিমে জায়গা হলো। গৌতম গম্ভীর কোচ হওয়ার পরের থেকে মোটামুটি সবাই ভালো সুযোগ পাচ্ছে খেলার, আসলে সবাইকেই খেলার সুযোগ দিচ্ছে।
এটা একপ্রকার ভালো সব দিক থেকে, সবাই চান্স পেলে পরবর্তীতে স্পেশাল টিম গঠনের ক্ষেত্রেও বাছাইয়ের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। আপনারা অনেকে বরুন চক্রবর্তীর খেলা তো দেখেছেন মনে হয় আইপিএল-এ, বেশ ভালো একজন বলার সে, ভালোই উইকেট টেকার স্পিনার হিসেবে। যদিও তার জার্নিটা পাঞ্জাবের হাত ধরে শুরু হলেও পরে অনেক বছর ধরে কলকাতার হয়ে খেলছে। গতকালকের ম্যাচেও বরুণকে নামিয়েছিল, বেশ ভালো পারফরমেন্স করেছে বোলিংয়ে। তবে মার্ খেয়েছে যদিও, কিন্তু উইকেট নিয়েছে ভালো। আরো একজন ভালো বল করেছে, অর্শদীপ শিং। অর্শদীপ কিন্তু আন্তর্জাতিক টিমে অর্থাৎ গত টি২০ ওয়ার্ল্ড কাপের থেকে বেশ ভালো নজির গড়েছে। মাঝে মাঝে মার্ খায় ঠিকই, কিন্তু মেইন পয়েন্ট হিসেবে উইকেট তুলে নেয়। প্রতি ম্যাচে মোটামুটি উইকেট তার আছে।
এই যে টি২০ তে নতুন একটা টিম গঠন করেছে, এতে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে, এই টিমটা ভালো একটা মজবুত অবস্থানে যাবে,যদিও এখন ভালো শক্ত অবস্থানে আছে। সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করার পরে মোটামুটি এখনো পর্যন্ত তেমন খারাপ রিপোর্ট আসেনি। তবে বাংলাদেশ এতো কম রান করবে এটা ভাবা যায় না, কারণ বাংলাদেশ যেকোনো ম্যাচে মেরেধরে খেলে, একপ্রকার টি২০ ফরম্যাট, সেক্ষেত্রে ১৫০ রান অন্তত করা উচিত ছিল। আসলে ২-১ জন ছাড়া কেউই রান পায়নি পরে যা দেখলাম। কিন্তু পরে দেখলাম ইন্ডিয়া এই রান ৩-৪ জনেই পিটিয়ে তুলে দিয়েছে ১০ ওভারে। ইন্ডিয়ার এই টি২০ টিমটা আসলে নতুন প্লেয়ার এনে ভালোই খেলছে, এখনো পুরানো অনেক প্লেয়ার আছে যারা এখনো খেলার মতো অবস্থানে আছে, কিন্তু চান্স পাননা তেমন একটা।
একবার ছাড়িয়ে গেলে চান্স পাওয়া মুশকিল টিমে। তবে যাইহোক, এই টি২০ ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন একটা কথা বললো যে আমাদের ব্যাটসম্যান ১৫০+ রান করার মতো ক্ষমতা রাখে না, আসলে এটা বলে কি হবে! যদি ফরম্যাট ঠিক রেখে টার্গেট না নিয়ে খেলে তাহলে এইসব বলে কিছু হয় না। কারণ বাংলাদেশের মোটামুটি যে ব্যাটসম্যান আছে, তাদের সে যোগ্যতা আছে, কিন্তু ডেডিকেশন ঠিক নেই কারো, কোনো টার্গেট নেই, যেমন ইচ্ছা তেমন খেলছে সবাই যেনো। মেইন সমস্যা এখানে, আসলে তাদের মেইন টার্গেটটাই ঠিক করে নিতে পারে না যে এই লক্ষ্যে নিয়ে যেতে হবে। খেলা দেখলে একটা বিষয় মনে হয় যেন, যেমন ইচ্ছা তেমন টানছে, লাগলে বাউন্ডারি না হলে আউট।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আমাদের দেশের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নেই। তারা ১ ম্যাচে ভালো খেললে কয়েক ম্যাচ খারাপ খেলে। মাঝেমধ্যে তাদের খেলা দেখলে মনে হয় যে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলছে না,বরং পাড়ায় ক্রিকেট খেলছে। যাইহোক এটা ঠিক বরুণ মার খেয়েছে, তবে উইকেটও পেয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।