হারিয়ে যাওয়া নৌকা ( পর্ব ১ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করে নেবো। গল্পটির নাম হলো "হারিয়ে যাওয়া নৌকা"। এ এক রহস্যময় কাহিনী দিয়ে ঘেরা। সাগর নামের একটি ছেলে একদিন তার বন্ধুদের সাথে একটি দ্বীপের কাছে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এখন হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে যায়। অর্থাৎ দ্বীপের কাছাকাছি যখন নৌকায় করে মাছ ধরছিল, তখন আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, নদীতে প্রবল ঢেউ হতে থাকে, সবকিছুই যেন তছনছ করে দেবে এমন একটা অবস্থা। এরপর মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। এদিকে দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে, পর পর রাতের গভীরতা আরো বেড়েই চলেছে। এমন অবস্থায় সাগর দেখে নদীর মাঝখানে তার নৌকাটা ঢেউয়ে দুলছে এদিক ওদিক।
আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে, কিন্তু তার আশেপাশে সবকিছুই যেন নিস্তব্ধ। সে তার নৌকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সে একা হয়ে গিয়েছে, কাউকেই সে আর ওখানে খুঁজে পাচ্ছে না। আর সে ওই মহুর্তে জানেই না যে, কিভাবে এখানে এতদূর এলো, আর সবকিছুই যেন ধোঁয়াশায় সামনের দিকে আচ্ছন্ন এইরকম একটা অবস্থা। এই অবস্থায় তার আগের স্মৃতি থেকে এইটুকুই জ্ঞানে আছে যে, তার বন্ধুদের সাথে কিনারায় মাছ ধরছিল। এই গভীর রাতে নির্জন জায়গায় বিশাল জলরাশির মাঝখানে সাগর একা পড়ে যায়। তার মনে একটু ভয় ভীতি কাজ তো করছেই, কিন্তু সে নিজের ভয়কে তাচ্ছিল্য করে নিজেকে আশ্বস্ত করলো যে, কিছু হবে না, এই বাঁধা অতিক্রম করবোই।
কিন্তু তারপরেও তার কাছে ব্যাপারটা কেমন লাগতে লাগে যে, এই নির্জন জলরাশির মাঝে বিভিন্ন ভয়ানক জলজ প্রাণীর আক্রমনও হতে পারে! সে আশেপাশে তাকাতে লাগলো, যে কেউ কোথাও দিয়ে আসছে কিনা। অনেক্ষন পরে দূরে একটি আবছা আলোর দেখা পেলো। তার কাছে মনে হলো যেন, কোনো একটি বড়ো জাহাজ তার দিকে আসছে। সে দেরি না করে তৎক্ষণাৎ ডাকাডাকি করতে লাগলো, কিন্তু তার স্বর যেন আর বের হচ্ছিলো না ওই মুহূর্তে। সেই আলোটা তার দিকে ধীরে ধীরে আসছে ঠিকই, কিন্তু আশ্চর্যের ব্যাপার জাহাজ এর কোনো শব্দ যেন নেই। আলোটা কাছাকাছি আসতেই সাগরের নৌকাটা যেন ঢেকে যেতে লাগলো।
আলোটা তার কাছে একটি রহস্যময় ব্যাপারের মতো মনে হতে লাগলো। আলোর তীব্রতা প্রচন্ড ছিল যে, কাছে আসতেই সাগরের চোখ যেন আর নিতে পারছিলো না, সে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও পেরে উঠলো এই আলোর তীব্রতার সামনে। এই মুহূর্তে একটি ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার মতো বয়ে গেলো, আর সাথে সাথে সাগরের কানে একটি মৃদু শব্দ ভেসে এলো। সাগর ভাবলো, তাকে হয়তো কেউ নিয়ে যাওয়ার জন্য ডাকছে আর তাই সাগরও চিৎকার করে বললো, কেউ আছে! কিত্নু তার কথার কোনো উত্তর আসলো না, অথচ সেই এল তার ওখানে স্থির অবস্থায় রয়ে গিয়েছে। এইবার কিছু সময় যাওয়ার পরে ওই আলোর মধ্যে থেকে কাঠের একটি পুরোনো জাহাজের উদয় হলো।
কিন্তু বিস্মিত হওয়ার মতো বিষয় হলো, এই এতো বড়ো একটি জাহাজ সেখানে থাকা সত্বেও তাতে কোনো মানুষের চিহ্ন নেই। এখন সাগরের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ একটা বিশাল জলরাশির মাঝে জাহাজ থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই জাহাজের মধ্যে কোনো মানুষ থাকবে না সেটা কি করে সম্ভব! সাগর তো এইবার ভীষণ ভয় পেয়ে যায়, একপ্রকার কাঁপতে থাকে। কারণ তার মনের মধ্যে ঢুকে গিয়েছে যে, এটা একটা ভুতুড়ে জাহাজ। কিন্তু তার থেকে আরো একটা বড়ো বিপদ তার সামনে আসতে লাগলো, দেখতে দেখতে দূর থেকে একটা বিশাল বড়ো ঢেউ তার দিকে ধাবিত হলো এবং তার নৌকাটিকে সেই জাহাজের গায়ে জোরে ধাক্কা দিলো। সাগর তো এই ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে নিচে পড়ে যায় এবং তার সামনে নৌকাটা জাহাজের পাটাতনে উঠে যায়। তারপর আবারো সবকিছু অন্ধকার হয়ে গেলো।...
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
এ ধরনের রহস্যময় গল্প গুলো পড়তে ভীষণ ভালো লাগে দাদা।আসলে সাগর একা একটা নৌকার মধ্যে জলরাশির মাঝখানে এটা ভেবেই তো গা ছমছম অবস্থা। এরপর সাগর আসলে কোথায় যাবে?? এই ভুতুরে জাহাজে কি ঘটবে তার সাথে এসব জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।এমন রোমাঞ্চকর গল্প পড়তে ভীষন ভালো লাগে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
আপনার শেয়ার করা গল্প গুলো পড়তে আসলেই খুব ভালো লাগে। এই গল্পটা পড়েও দারুণ লাগলো দাদা। সাগর তো দেখছি বেশ ঝামেলায় পড়ে গিয়েছে। আর সেই জাহাজটা আসলেই ভূতুড়ে জাহাজ মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।