একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক-#৪

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা নতুন আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটি কাল্পনিক ধরণের আর্ট করেছি। আসলে কালকে সন্ধ্যায় আর্টটা করতে বসেছিলাম কিন্তু কি টপিক এর উপর আঁকবো ঝট করে আর মনে আসছিলো না, তখন ভাবলাম কিছু একটা কল্পনা করে তৈরি করবো। কিছুক্ষন ভাবার পরে যেটা মনের মধ্যে অঙ্কিত হলো সেটাই আঁকার চেষ্টা করলাম আর ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এই কাল্পনিক আর্টটা ছিল একটি গ্রামকে কেন্দ্র করে, তবে এখানে একটা নিস্তব্দ আর নির্জন পরিবেশের মতো অঙ্কন করেছি। আর এটা কারো একটা কাল্পনিক ভাবে ব্যক্তিগত বাড়ির মতো দেখতে অঙ্কন করেছিলাম। এই দৃশ্যটা একটা দুপুরের ছবির মতো তৈরি করাও বলা যেতে পারে। যাইহোক, কল্পনায় যতটুকু দৃশ্য মনের মধ্যে অঙ্কিত হয়েছিল ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়গুলোর দিকে চলে যাবো অর্থাৎ ধাপগুলো উল্লেখ করবো।


❆উপকরণ:❆

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে বড়ো এবং ছোট দেখতে দুটি বাড়ি পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছিলাম। এরপর বাড়ির পিছনে একটি বড়ো গাছের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং উঁচু, নিচু দেখতে ভূমির মতো একটা শেপ দিয়ে রেখেছিলাম।

➤দ্বিতীয় ধাপে দূরে একটা বড়ো ঢিবি এঁকে দিয়েছিলাম এবং পরে মেঘের মতো কিছু দৃশ্য এঁকেছিলাম। এরপর মাঝখানের বড়ো জায়গাটা একটা বড়ো নদীর মতো দেখিয়েছিলাম এবং সেখানে ঘাটে একটা নৌকা বাঁধা আছে এইরকম দেখতে এঁকে দিয়েছিলাম। ভূমির অন্য পাশেও উঁচু, নিচু মতো এঁকে মাঝ বরাবর চলাচলের একটা রাস্তা মতো এঁকে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে পেন্সিল এর আঁকা শেষ হলে মার্কার পেন দিয়ে বিষয়গুলোকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থ ধাপে কালার দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

➤পঞ্চম ধাপে যে বড়ো দেখতে একটা গাছ এঁকে দিয়েছিলাম সেটাতে সম্পূর্ণভাবে পাতাসহ কালার করে দিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে দূরে যে ঢিবির মতো দেখতে এঁকেছিলাম সেটাতে কালার করে দিয়েছিলাম।

➤সপ্তম ধাপে কিছু মেঘের মতো দেখতে যে দৃশ্য এঁকেছিলাম সেটাতে কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে যে দুটি বাড়ি এঁকেছিলাম তার ছাউনিতে কালার করে দিয়েছিলাম।

➤নবম ধাপে ছাউনিতে কালার করার পরে বাড়ির দেওয়ালে এবং দরোজায় কালার করে দিয়েছিলাম।

➤দশম ধাপে নদীর মতো দেখতে যেটা অঙ্কন করেছিলাম সেখানে কালার দিয়ে জলের মতো দেখতে তৈরি করেছিলাম এবং সেখানে ঘাটে বেঁধে রাখা নৌকাটিতে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

➤একাদশ ধাপে যে ভূমির মতো এঁকেছিলাম সেখানে কিছুটা হালকা হলুদাভ কালার দিয়ে রেখেছিলাম।

➤দ্বাদশ ধাপে সেই ভূমিতে কালার দিয়ে সবুজ ঘাসের মতো দৃশ্যপট এঁকেছিলাম।

➤ত্রয়োদশ ধাপে বাড়ির সামনে ঘেরা দিয়ে একটা এরিয়ার মতো তৈরি করে দিয়েছিলাম এবং হেঁটে যাওয়ার পথে মাঝখানের পরিষ্কার জায়গাটিতে কালার করে দিয়েছিলাম। এরপর কালার দিয়ে দূরে ঢিবির মাঝ বরাবর দুটি গাছের মতো দেখতে ডাইরেক্ট কালার পেন্সিল দিয়ে এঁকে দিয়েছিলাম এবং কিছু উড়ন্ত পাখির দৃশ্যও এঁকে দিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

কাল্পনিক অসাধারণ চিত্র অঙ্কন করেছেন দাদা। আসলে আপনার চিত্রগুলো যত দেখি ততই ভালো লাগে। গ্রামের এই অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য আপনি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির চিত্রটি দেখতে পেয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি চিত্র অঙ্কন করেছেন যা ছিল সত্যিই অসাধারণ। আপনার চিত্র অংকন দক্ষতা খুবই সুন্দর এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আমাদের সাথে চিত্র অংকন করে শেয়ার করেন। আপনার চিত্রাংকন একদম অরজিনাল হয়। আর এই চিত্রটি দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে চিত্রটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গ্রামকে কেন্দ্র করে আপনি খুবই সুন্দর একটি আর্ট তৈরি করেছেন। এই দৃশ্যটির মধ্যে গ্রামের নির্জন দুপুরের স্তব্ধতা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। গ্রাম বাংলার পরিবেশের এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দাদা আপনার কল্পনা শক্তি সুন্দর। আপনার মত আমার মনেও গ্রামের সৌন্দর্য নিয়ে দারুন কল্পনা শক্তি আছে। কিন্তু তফাৎ টা হচ্ছে আপনি অংকনের মাধমে তা ফুটিয়ে তুলতে পারেন। আমি পারিনা। আপনার আঁকা এমন গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো আমার খুব ভাল লাগে। আপনি রঙের ছোঁয়ায় তার পূর্নতা এনে দেন।এমন দৃশ্যগুলো দেখেও শান্তি পাই আমি। কল্পনার সাথে হাতের ছোঁয়ায় কোন দৃশ্যকে ফুটিয়ে তোলার মাঝেই একজন শিল্পীর অবদান।অনেক ধন্যবাদ দাদা।মনের মাধুরি মিশিয়ে সুন্দর একটি দৃশ্য এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভাল থাকবেন আশাকরি।

 2 years ago 

আর্ট করতে বসলে মাঝে মাঝেই আমার এমনটা হয়। কি আর্ট করব ভেবে পাইনা। এরপর হঠাৎ করেই মনের মাঝে কোন একটি দৃশ্য ফুটে উঠে। আর সেই কল্পনা থেকে কিছুটা ধারণা নিয়ে আর্ট করার চেষ্টা করি। যদিও আমি আপনার মত এত ভালো আর্ট করতে পারি না। তবে আপনার আর্টগুলো দেখে অনুপ্রেরণা পাই দাদা। আর আপনি এত ব্যস্ততার মাঝেও সময় করে এত সুন্দর এবং নিখুঁতভাবে আর্ট গুলো করেন দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। কালার কম্বিনেশন এবং মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলিয়ে যেন গ্রামীন প্রকৃতি ফুটে উঠেছে। একেবারে মনোরম ও নিরিবিলি এই সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে দাদা। সত্যি দাদা আপনার হাতে জাদু আছে। আপনার হাতের জাদুতে দারুন ভাবে এই চিত্রটি অঙ্কন করে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ভালো লাগলো দাদা।

 2 years ago 

দাদা আর্ট করার আগে কত কিছু চিন্তা করেন। নির্জন এলাকা, আবার দুপুরের বেলা। যেভাবে চিন্তা করেন আমার মনে হয় ঠিক সেভাবেই আপনি আর্টটি ফুটিয়ে তুলতে পারেন। আজকে আর্টটি দেখে তো তাই মনে হচ্ছে। বিশেষ করে আজকের আর্টের কালারগুলো খুব চমৎকার হয়েছে। এত কালারফুল আর্ট জন্য দেখতেই ভালো লাগছে। তাছাড়া নৌকাটি দেখে মনে হচ্ছে যে পোস্টারের আঁকা থাকে যেমন নৌকা তেমন। দূরের পাহাড়, সামনের উচ্সই নিচু ঘাসগুলো একেবারে দক্ষ হাতে আঁকা। এক কথায় অসাধারণ লেগেছে আজকে আর্টটি আমার কাছে । ধন্যবাদ দাদা।

 2 years ago 

ছবিটা কাল্পনিকভাবে অঙ্কন করলেও আমার কাছে যেন খুব পরিচিত মনে হচ্ছে। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন প্রাইমারি স্কুলের বইয়ের পৃষ্ঠায় এমন চিত্র দেখা যেত। খুব সুন্দর অঙ্কন করেছেন ভাইয়া, পুরোটাই ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য হয়েছে।

 2 years ago 

খুবই দারুন লাগছে আর্ট টি।আপনার আঁকার হাত দারুন ।আপনার কল্পনার জগৎ অনেক স্ট্রং দাদা নইলে এতো সুন্দর আর্ট কল্পনাতে আসতো না।দৃশ্য টি অসাধারণ দেখতে লাগছে।ধন্যবাদ সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য দাদা।

 2 years ago 

নৌকা ,নদী ও পাহাড় নিয়ে চমৎকার একটি দৃশ্যের অঙ্কন করেছেন দাদা।যেটা দেখে মুগ্ধ হলাম ।আসলে গ্রামের এক অনাবিল সুন্দর প্রকৃতি ফুটে উঠেছে নিখুঁতভাবে।আপনি আপনার কল্পনা দ্বারা সুন্দর একটি নিরিবিলি পরিবেশ অঙ্কন করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।বরাবরের মতোই কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে।সবুজ রঙের ঘাস দেখতে ও ভালো লাগছে,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে দাদা হুট করে অঙ্কন করতে বসলে কি আকবো সেটাই মাথায় আসে না। তবে আপনি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য এঁকেছেন যেখানে নিরিবিলি পরিবেশে একটি বাড়িকে ঘিরে চমৎকার মানিয়েছে। এদিক থেকে সমুদ্র নৌকা পাহাড় সবমিলিয়ে অনেক দারুন একটি চিত্র উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট্টবেলা থেকে গ্রামে বসবাস করি। গ্রামের দৃশ্যপট গুলো যখন চিত্রের মাধ্যমে দেখতে পাই কেন জানি উপভোগ করার পাশাপাশি সেই চিত্রগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আপনার চিন্তা ভাবনা কাজে লাগিয়ে গ্রাম্য দৃশ্যের দারুন চিত্র অঙ্কন করেছেন গ্রাম্য পরিবেশ এতটাই সুন্দর যেটা যেভাবেই অঙ্কন করুন না কেন দেখতে খুবই সুন্দর লাগবে। গ্রামের মেঠো রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী তার পাশে সবুজের সমারোহ দ্বারা বেষ্টিত সত্যিই এই সুন্দর মনোরম পরিবেশ বিশুদ্ধ হাওয়া সব মিলিয়ে দারুন ছিল। এর আগেও দেখেছি আপনি গ্রাম্য দৃশ্যের চিত্র অংকনে অনেক দক্ষ। আজকের দৃশ্যটি অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57983.67
ETH 2465.71
USDT 1.00
SBD 2.41