কৈ মাছ ভুনা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই ভালো আছেন তো?আশা করছি সবাই খুব খুব ভালো আছেন।আমিও ভালো আছি।আমি @wahidasuma বাংলাদেশ🇧🇩থেকে লিখছি।

এই কমিউনিটিতে যোগদান করার পর থেকে আমার সময় খুব ভালোই কাটছে।সংসারের কাজ শেষ করে একটু সময় পেলেই কমিউনিটিতে যেয়ে দেখি কে কি পোস্ট করছে।সবারটা পড়তে ভালোই লাগে।এই কমিউনিটি টা আমার কাছে একটা পরিবারের মতো লাগে।সবাই সবার মনের ভাবটা ইচ্ছে মতো এই পরিবারে শেয়ার করতে পারি।

বাসায় কম বেশি সবাই কে রান্না করতে হয়।আমিও রান্না করি।এখন আমার যে কি হয়েছে! একটা কিছু রান্না করলেই মনে হয় ,আরে এটা তো আমার পরিবার,আমার বাংলা ব্লগে শেয়ার করা হলো না।তাই আমি আপনাদের কাছে আজকে আমার একটা রেসিপি শেয়ার করতে আসলাম।সেটি হচ্ছে কৈ মাছ ভুনা রেসিপি।আশা করছি আপনাদের সবার আমার রেসিপি টি ভালো লাগবে।

Polish_20210716_201947138.jpg

উপকরণ:

Polish_20210716_202846441.jpg

20210715_134746.jpg

কৈ মাছ৪টি

20210715_135846.jpg

পেঁয়াজ১/২কাপ
কাঁচা মরিচ৪টি

20210715_135655.jpg

আদা বাটা১চা চামচ
রসুন বাটা১ চা চামচ
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ

20210715_140023.jpg

হলুদ গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
মরিচ গুঁড়া১/২চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লবন১চা চামচ

20210715_140252.jpg

টমেটো১টি

20210715_140214.jpg

ধনিয়া পাতা২৫গ্রাম

প্রুস্তুতপ্রণালী:

20210715_135432.jpg

20210715_135748.jpg

20210715_140916.jpg

প্রথমে মাছ গুলো কে হলুদ, লবণ মাখিয়ে নেই।তারপর কড়াইয়ে ১/২কাপ তেল দিয়ে মাছগুলি কে ভালো করে ভেঁজে নেই।

20210715_141015.jpg

20210715_141133.jpg

তারপর কড়াইতে কাঁটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেঁজে নেই।তারপর পেঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেই।

20210715_141208.jpg

20210715_141242.jpg

তারপর সব গুঁড়া মশলা হলুদ,ধনিয়া,মরিচ,জিরা ও লবন দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেই।

20210715_141324.jpg

20210715_141455.jpg

এবার টমেটো দিয়ে ভালোমত নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেই।

20210715_141831.jpg

20210715_141908.jpg

20210715_141942.jpg

তারপর ভেঁজে রাখা মাছ গুলি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া দিয়ে কাঁচা মরিচ ও একটু পানি দিয়ে দেই।

20210715_142020.jpg

20210715_142558.jpg

তারপর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে পানি শুকিয়ে নেই।এভাবে হয়ে গেল আমার কৈ মাছ ভুনা।এখন পরিবেশনের পালা।

20210715_142742.jpg

এভাবে খুব সহজেই আপনারা বাড়িতে কৈ মাছ ভুনা করতে পারেন।আজকের মত এখানেই শেষ করছি।

সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।আমি আজ কোভিড-১৯টিকা ১ম ডোজ নিয়েছি।আপনারাও যারা এখনো নেন নি ,দয়া করে তাড়াতাড়ি নিয়ে নিবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@blacks

ধন্যবাদ
@wahidasuma

Sort:  
 3 years ago 

বেশ পছন্দের একটা খাবার আমার ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60463.70
ETH 2889.42
USDT 1.00
SBD 3.59