আমার সিকিম ভ্রমণ । তৃতীয় পর্ব । ( ১০% বেনিফিশারি প্রিয় @shy-fox ভাইকে )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

দ্বিতীয় পর্বের লিঙ্ক source

তো আমাদের কোন প্ল্যান নেই শুনে ভেবেছিলাম ড্রাইভার চমকাবে। কিন্তু ওমা ! শুনে সে প্রথমে হো হো করে হাসলো কিছুক্ষন। তারপর বলল " আপ জেসা টুরিস্ট কাভি কা বার মিলতা হ্যায় লেকিন মজা বহত আতা হ্যায় " । সেটা শুনে আমাদের প্রথম যেটি সবাই মিলে সমস্বরে একসাথে সবার মুখ থেকে বেরোলো - অ্যাইসা কিউ ।।

তো ড্রাইভের বক্তব্য হলো পাহাড় সিজন ওয়াইজ চেঞ্জ হয়। বর্ষার পাহাড় আর শীতের পাহাড় পুরোপুরি আলাদা। আমরা সমতলের লোকেরা সেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবো না, আর সর্বপোরি পাহাড়টার নাম হিমালয়। খেয়াল খুশির রাজা তিনি। যায় হোক এইসব টুকটার কোথা বার্তা শেষ করে সে বলল মুঝপে ভরসা হ্যায় ? আমরা তিনজনেই একসাথে আবার সমস্বরে - জরুর হ্যায় জি । তো বাস আরামসে নেচার এনজয় করো বলে সে স্টিয়ারিং ধরলো।

image.png

রাস্তায় প্রায় লাখ খানেক টার্ন আর গাড্ডা, কখনো খাড়াই কখনো সমতল, কখনো ঝর্ণা কখনো গভীর গিরিখাত। মাঝে মাঝেই আমরা জিজ্ঞেস করি ও ভাই অনেক দূর তো এলাম আর কতক্ষন ! তারও একটিই বক্তব্য ওয়েট করো, সাম তক পৌছ যায়েঙ্গে আমরাও আনন্দের সাথে তিনজনে তিনটি সীট ধরে মহানন্দে ক্যামেরা বাগিয়ে ছবি তুলছি।

পাহাড়ে সন্ধ্যে খুব তাড়াতাড়ি নামে, বেলা থাকতে থাকতেই ঝুপ করে অন্ধকার নেমে আসে, আমাদের ঘড়ির কাঁটা যখন সন্ধ্যে সাড়ে চারটের ঘরে তখনই অন্ধকার শুরু হলো। কিছুক্ষনের মধ্যেই সব আলো শেষ। ও ভাই আর কতক্ষন রাত হয়ে গেল তো !

এবার সত্যি রাগ হচ্ছিল, সাথে খিদেও পেয়েছি মারাত্বক। ড্রাইভার গাড়ি চালাতে চালাতেই বলল আগেয়া, উর সির্ফ ২০ মাইল হ্যায় জি। আচ্ছা তাই সই, এত দূর যখন এলাম তখন আর ২০ মাইল অপেক্ষা করেই নি।

image.png

প্রায় সাতটার কাছাকাছি ড্রাইভার গাড়ি দাঁড় করালো একটা ছোট্ট রাস্তার মোড়ে। তারপর গাড়ি থেকে নেমে কাকে একটা ফোন করলো। এতক্ষন গাড়ির ভেতর বসে আমাদেরও কোমরে যন্ত্রণা শুরু হয়েছিল, একবার গাড়ির বাইরে বেরোতেই বুঝলাম ঠান্ডা কি জিনিষ। হিমালয়ের বরফ ঠান্ডা হাওয়া যেন ছুঁচের মত বিঁধতে শুরু করেছে আমাদের। বিরক্ত হয়ে একটা সিগারেট ধরাতেই ড্রাইভার নিজেও একটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল - ভাইসাব, জিন্দেগীমে কুছ হো না হো লেকিন কুছ পল তো ইয়াদমে রেহ যায়েগা।
বান্ধবী ততক্ষনে রেগে কাঁই, ধুত্তেরি । ক্ষনে ক্ষনেই জ্ঞান দিও না তো বাপু, ক্ষিদে পেয়েছে কোথাও একটা নিয়ে চলো।

ড্রাইভার হাসতে হাসতে বলল সামনে দেখিয়ে জি, আগেয়া...
মুখ ঘুরিয়ে দেখি একটা হাতে তানা হ্যাজাক নিয়ে একটি লোক এগিয়ে আসছে আর সঙ্গ দিচ্ছে একটা পাহাড়ী সারমেয়। সামনে এসে লোকটা নির্বিকার ভাবে বলল সামান মুঝে দে দজিয়ে উর মুঝে ফলো করো।
গোয়েন্দা কাহিনীর হিরো সুলভ হাবভাব লোকটির, আমরাও দিব্য সোনা মুখ করে তাকে ব্যাগ পত্তর ধরিয়ে দিয়ে তার পিছু ধরলো। সুমন একবার জিজ্ঞেস করলো ড্রাইভার কোথায় যাবে। তাতে সে বলল ড্রাইভার ঠিক চলে আসবে আমাদের সাথেই, ও লকাল ওকে নিয়ে চিন্তা নেই।

যায় হোক মিনিট ৫ হাটার পর পোউছালাম একটা ছোট্ট সমতল জায়গায়। অন্ধকার ততক্ষনে চোখ সয়ে গেছে, দেখলাম মাত্র ৬ টি কটেজ। জানা গেল ৫ খানা কটেজ টুরসিট দের জন্য আর একটা অফিস কাম কিচেন। আমরা কোনমতে একটা কটেজে ঢুকেই সোজা জামা জুতো পরতে শুরু করলাম।

image.png

মিনিট তিনেকের মধ্যেই দেখি এক সুদর্শন যুবক দরজায়। আন্তরিকতার ভরা তার কন্ঠ। সোজা এসে একটা ছোট খাতায় নাম আর আইডেন্টিটি ডকুমেন্টস নোট করে জিজ্ঞেস করলো কি খাবো এখন চা না কফি। আমরা সমস্বরে ভালো চা খাবো সাথে ম্যাগি বলতেই ছেলেটি আচ্ছা বলে বিদেই নিল।

কিছু পর দরজায় আবার ড্রাইভার। কি ম্যাডামজি গুসসা কম হুয়া কেয়া জিজ্ঞেস করতেই বান্ধবী ঝাঝিয়ে উঠলো । মড়ামুখো এই মাঝরাতে দেখবো কি ! ড্রাইভার মুচকি মুচকি হাসতে লাগলো শুনে। ইতিমধ্যেই আমাদের চা আর ম্যাগি হাজির। ওয়াশ থেকে ফিরে কটেজের বারান্দায় বসে গরম চায়ের সাথে ম্যাগি আহাঃ ! স্বর্গীয় একটা অনুভুতি। এবার ড্রাইভার বলল ড্রিংস অর ডিনার জলদি খতম কর লেনা, কিউকি কাল সুবাহ চার বাজে উঠনা হ্যায় !

হ্যাঁ !! হতভাগা বলে কি এই শীতে সকাল ৪টে ! পাগোল না পেট খারাপ ! তীব্র বিরধিতা করতেই ড্রাইভার বলল আগার চার বাজে উঠ সাকতে হো তো কুছ দেখগে যো জিঙ্গেগী ভর ইয়াদ রেহেগা। শুনে আমাদেরও কেমন যেন মনে হল। ছোকরা এখনো অবধি বিরাট বিরাট লেবেলের সব সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বলে আমরাও ম্যাগি শেষ করেই কিচেনের দিকে অগ্রসর হলাম। আগামী কাল সকাল ৪টে থেকে শুরু হবে আসল পাহাড় দর্শন ।

image.png

এই শেষের ছবিতে আমরা তিনজন অবাধ অবাক বিশ্বয়ে শুধু তাকিয়ে আছি

( চলবে )

Sort:  
 3 years ago 

আপনার সিকিম ভ্রমণের আজকের তৃতীয় পর্ব আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুইটাই দেখেছি এবং উপভোগ করেছি, আজকের তৃতীয় পর্ব টি অনেক উপভোগ করছি। আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে অনেক ভালবাসি কিন্তু সময় করে তেমন একটা ঘোরাঘুরি করা হয়না কিন্তু আপনার ভ্রমণের পোস্টটি পড়ে আমি যেন আপনার ভ্রমণ টি‌ উপলব্ধি করতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে আপনার ভ্রমণ এর অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65017.48
ETH 3454.80
USDT 1.00
SBD 2.50