(ডার্ক থ্রিলার ) ব্লাডি নেমেসিস | ওরা বন্ধু... - পঞ্চম পর্ব ( 10% For @shy-fox )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

5.png
image source

ব্লাডি নেমেসিস - পঞ্চমপর্ব

চতুর্থ পর্বের লিঙ্ক source

*************

কথা বলা শেষ করে, ফোন টা রেখে দিল অঙ্কিতা। এরপর ফ্যান টা চালিয়ে, আরাম করে বিছানায় শুয়ে গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। একদৃষ্টে চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রমশ হারিয়ে যেতে লাগল পুরনো কোন সুখ স্মৃতির গভীর স্বপ্নালোকের মায়ায় ।

চোখ খুলল অঙ্কিতার। ধরমড় করে উঠে বসতেই সে দেখতে পেল তার নিজের ছোটবেলাকে। সে স্পষ্ট দেখল দুটি ছোট্ট বাচ্চা মেয়ে দিব্যি বসে বসে পুতুল খেলে চলেছে। একটি অঙ্কিতা, আর অপরটি লাবণ্য। অঙ্কিতা ছিল লাবণ্যর পাশের বাড়ির বান্ধবী। তবে শুধু বান্ধবী বল্লে, সত্যিই খুব কম বলা হবে। তারা ছিল যেন দুই বোন। যেন দুই দেহ এক আত্মা। এই অঙ্কিতার বাড়ি ছিল লাবণ্যর বাড়ির ঠিক দু-চারটা বাড়ির পরে। তবে সৌভাগ্যক্রমে অঙ্কিতার বাবা মা ভদ্র মধ্যবিত্ত সাধারণ মানুষ ছিলেন। মেয়ে তাদের লাবণ্যর সাথে বন্ধুত্ত্ব করেছে জেনেও প্রয়োজনের চাইতে বেশি বাঁধা কখনো দেননি। তখন ক্লাস টেন। অঙ্কিতা পড়ত সেন্ট্রাল বোর্ডের পাবলিক স্কুলে আর লাবণ্য পড়ত কিছু দুরের একটু সরকারী উচ্চ বিদ্যালয়ে। পরিবারের দোষে হোক বা বয়সের দোষে, সুন্দরী- সুতন্বী লাবণ্যর চরিত্রের ভিত ক্রমশ নড়বড়ে হয়ে গেল। সেও তার চরিত্রহীন মায়ের মতই দেহ ব্যাবসার দোড়গোড়ায় কড়া নাড়ল। অবশ্যই স্বল্প পরিসরে।

এই অঙ্কিতা একদম এসব পছন্দ করত না। সে অনেক বুঝিয়েছিল লাবণ্যকে, ওই পথ ছেড়ে ফিরে আসতে। কিন্তু যৌবনের উন্মাদনা উপভোগের মধ্য দিয়ে অর্থ উপার্জনের এই নেশা টিকে লাবণ্য ছেড়ে দিতে পারে নি। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হল জীবনযাত্রার ও চারিত্রিক বৈশিষ্ট্যের এমন বিভেদ থাকার পরেও দুজনের বন্ধুত্বে কখনো প্রভাব পরেনি।

তাই সেদিন সন্ধ্যায় লাবন্যকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে রাস্তার মোড়ের মাথায় এসে একটা পানের দোকানের সামনে দাঁড়াল। এখান থেকে দু দিকে দুটো বড় গলি চলে গেছে। বাঁ দিকে পথটি থেকেই নিউ রেল কলোনির শুরু। বিস্তর জায়গার ওপর রেল কর্মচারীদের কোয়ার্টারস নির্মিত। আর ডান দিকের বড় গলিটি গিয়ে ঠেকেছে পরিত্যক্ত পুরোনো রেল কলোনিতে।

পানের দোকানদার পল্টু কাকু তাদের পাড়াতেই থাকেন। অঙ্কিতা লাবণ্য দুজনকেই খুব ভালো করেই তিনি চেনেন। তাই অঙ্কিতা এবার তাকে জিজ্ঞাসা করল যে সে লাবণ্যকে কোথাও যেতে দেখেছে কি না। পল্টু কাকার থেকে অঙ্কিতা জানতে পারল যে তিনি লাবণ্য কে প্রায় ঘন্টাখানেক আগে অ্যাবানডনড রেল কোয়ার্টাস গুলোর দিকে একা যেতে দেখে ছিলেন। একথা শোনা মাত্র অঙ্কিতা ছুটল সে দিকে। কোনো রকমে দৌড়ে পরিত্যক্ত কোয়ার্টারস গুলির কাছে আসতেই শেষের কোয়ার্টার টির থেকে কিছুটা আগুনের ঝলক আর ধোঁয়া বের হতে দেখল সে। পরি -কি-মরি করে সেখানে পৌঁছে অঙ্কিতা যা দেখল তা তার ভবিষ্যৎ জীবন পরিকল্পনা কে সম্পুর্ণ বদলে দিল। সে দেখল যে গনগনে আগুনের গ্রাসে একটি পূর্ণ দগ্ধ অর্ধমৃত নারী দেহ মাটিতে পরে জ্বালায় যন্ত্রনায় ছটফট করছে।

সেই বিকট মাংসপোড়া কটু গন্ধে, তার দম যেন প্রায় আটকে এল। ঝলসানো বিকৃত শরীরের দাপাদাপি, অপার্থিব কাতর গোঙ্গানি র সেই বিভৎসতায়, অঙ্কিতা প্রচন্ড ভয় পেল৷ সে কিছু না বুঝে দৌড়ে পালিয়ে এসেছিল। পরে লোক জানাজানি হওয়ায়, পুলিশ আসে। তদন্ত শুরু হয়। পুলিশ অনুমান করে, ত্রিকোণ প্রেম সংক্রান্ত কোন কারনেই খুন করা হয়েছে লাবণ্যকে। সেই ঝলসানো দেহের পোস্টমর্টেম ও ফরেনসিক তদন্তেত পর পুলিশ লাবণ্যের বাড়িতে খবর দিয়ে জানায় মৃত্যুর আগে অত্যাচার করা হয়েছিল লাবন্যকে। কিন্তু এমন কাজ করল কে? না। পুলিশ সেই আসামীকে ধরতে পারেনি। কারন লাবণ্যর পরিবারই কোন এক অজ্ঞাত কারনে কেস উইথড্র করে।

লাবণ্যর মারা যাওয়ার দিন তিনেকের মাথায়, একদিন রাতে অঙ্কিতা তার বিছানায় বসে, কি যেন ভাবিছিল। সে এখনো গভীর বিষাদ চেতনায় ডুবে রয়েছে। তার কেমন একটা যেন লাগে, তার সবসময় লাবণ্যর কথা মনে পরে। সে ভাবে লাবণ্যর থেকে প্রিয় বন্ধু তার আর দুটি ছিল না। আর তার এই প্রাণের বান্ধবীকে এমন ভাবে সব কিছু ছেড়ে চলে যেতে হল? সে ভাবে কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। খুব কষ্ট হয় তার। ভীষণ কান্না পায়, এক অসম্ভব হিংস্র রাগ হয় সেই অজ্ঞাত খুনি ওপর। আর একটু কেমন যেন গা ছমছম করে আজকাল।

এমনি সময় হঠাৎ তার মনে হল, তার নাকে কোথা থেকে যেন পোড়া দুর্গন্ধ গন্ধ আসছে, তার তৎক্ষনাৎ মনে পরল লাবণ্যর জ্বলন্ত ঝলসানো শরীর থেকে এমনি কটু গন্ধ ভেসে আসছিল। হঠাৎই বাতাসের সেই কটু গন্ধটি মিলিয়ে গিয়ে তার বদলে এক মিষ্টি গায়ের গন্ধ ভেসে এল। এই গন্ধটা সে খুব ভালো করেই চেনে। এটা তার বান্ধবীর.. তার প্রাণের বান্ধবী লাবণ্য শরীরের গন্ধ।
( ক্রমশ )

moon-gb5e111fff_1920.jpg

image source

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 58080.30
ETH 3102.16
USDT 1.00
SBD 2.40