আবহাওয়া অফিসের হাস্যকর ভবিষ্যৎ বাণী ও হঠাৎ বৃষ্টি

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরম পড়েছে। অবস্থা এমন বেগতিক হয়ে গিয়েছে যে এসি রুম থেকে বের হলেই ঘেমে একাকার হয়ে যাচ্ছি। কিন্তু সব সময় তো মানুষের পক্ষে এসি রুমের ভেতর বসে থাকা সম্ভব না। বিভিন্ন রকম কাজে আমাদেরকে বাইরে যেতে হয়। আজকে এমনি একটা কাজ শেষে বাসায় বসে ছিলাম তখন হঠাৎ করে পত্রিকা মারফত জানতে পারলাম এই ভয়াবহ গরম নাকি পুরো মাস জুড়েই পড়বে। আর বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। এমনিতেই প্রচণ্ড গরমে কাহিল অবস্থা। তার উপরে এই খবর পড়ে মনটাই খারাপ হয়ে গেলো। বসে বসে চিন্তা করছিলাম কি করবো?

Screenshot_20240416_160845.jpg

এর ভেতরেই হঠাৎ করে দেখি হালকা বাতাস বইতে শুরু করেছে। আর তার কিছুক্ষনের ভেতরেই আকাশ কালো হয়ে গেলো মেঘে। তারপর শুরু হলো বাংলা বছরের প্রথম বৃষ্টি। মুহূর্তে মনটা ভালো হয়ে গেলো। তবে মন ভাল হলেও আবহাওয়া দপ্তরের উপরে মেজাজটা বেশ খারাপ হোলো। আমার কথা হচ্ছে যদি না পারেন তাহলে কোনো আগাম কথা বলার প্রয়োজন নেই। কিন্তু শুধু শুধু ফোরকাস্ট বলে লোক হাসানোর দরকারটা কি? আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্ট গুলো এমনই হয়। তারা যেটা বলে ঠিক তার উল্টোটাই হয় বেশিরভাগ সময়। এই কারণে দেশের মানুষ জন আবহাওয়া বিভাগের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। যেকোনো দেশের আবহাওয়া বিভাগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কারণ যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের তারা আগাম সর্তকতা দিয়ে থাকে। কিন্তু এদিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের আবহাওয়া বিভাগ এখনো যথেষ্ট দক্ষ না। আর সম্ভবত তাদের লজিস্টিক সাপোর্টও যথেষ্ট না। যার ফলে তাদের আগাম সর্তকতা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না। এই ব্যাপারটা দিন দিন আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ দেশের অনেক কিছুই নির্ভর করে আবহাওয়ার উপরে। বিশেষ করে কৃষির পুরো সেক্টরটা নির্ভর করে আবহাওয়ার উপর। আবার এই আবহাওয়ার উপর নির্ভর করেই অনেক পণ্যের আমদানি রপ্তানি নির্ধারণ করতে হয়। যার ফলে বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত আবহাওয়া বিভাগ টাকে ঢেলে সাজানো এবং তাদেরকে যথাযথ লোকবল এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। না হলে হয়তো তাদের অদক্ষতার কারণে বা অপ্রতুল যন্ত্রপাতির কারণে যেকোনো সময় বাংলাদেশের মানুষজন অনেক বড় কোন দুর্যোগের সম্মুখীন হবে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 last month 

খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে রোদের কথা বললে বৃষ্টি আসে, আর বৃষ্টির কথা বললে প্রচন্ড রোদ আসে। এদিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। খুব বাস্তব সত্য তুলে ধরেছেন আপনি।

 last month 

আসলেই আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর যা বলে,প্রায় সবসময়ই তার উল্টোটা হয়। এগুলো আসলে হাস্যকর ই বটে। আমি যখন সাউথ কোরিয়াতে ছিলাম, বিশেষ করে শীতকালে বাসা থেকে বের হওয়ার আগে আবহাওয়ার নিউজ দেখে নিতাম স্নো পরবে নাকি না। তাছাড়া তাপমাত্রা মাইনাস কতো ডিগ্রী থাকবে। সেই অনুযায়ী জামা কাপড় পরিধান করতাম। মানে তারা আবহাওয়ার পূর্বাভাস যেটাই দিবে, সেটাই একেবারে পারফেক্ট হতো। কিন্তু আমাদের দেশের আবহাওয়ার পূর্বাভাস কখনোই বিশ্বাস হয় না। কারণ একেবারেই মিল পাওয়া যায় না। সরকারের অবশ্যই উচিত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65702.61
ETH 3485.24
USDT 1.00
SBD 2.51