You are viewing a single comment's thread from:
RE: শূন্য থেকে শিখড়ে (প্রথম পর্ব)।
কথায় আছে বেশি আদরে বাঁদর হয় ফরিদ মিয়ারও একই অবস্থা হয়েছে। জুয়ার আসর যা মানুষকে ধ্বংস করে দেয়। এর বাস্তব উদাহরন আমাদের নিজের গ্রামে একজন লোক আছে। জুয়াখেলায় যখন তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলে তখন তার মেন্টালিটি অবস্থা দিন দিন খারাপের দিকে চলে যায়। ঠিক ফরিদ এর বাপের অবস্থা হইয়া করে হয়েছিল।
ঠিকই বলেছেন আসলেই অতি আদরে মানুষ বাঁদর হয়।