You are viewing a single comment's thread from:

RE: দুর্ভোগে দেশের জনগণ। নেপথ্যে কালোবাজারি ব্যবসায়ীরা।

in আমার বাংলা ব্লগlast year

ভাই প্রথমে একটা কথা বলতে চাই আমরা কোন দেশে বাস করি, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের এক ম্যাডাম বলছিল, যে দেশে এক মুঠো মাটির উপরে একটা বীজ ফেলে দিবে সেখান থেকে চারা গাছ তৈরি হয়ে যাবে। ওই গাছ তোমাকে একদিন ছায়া ফল দিবে। আমাদের গ্রামাঞ্চলে এক হালি ডিমের দাম ৫৬ টাকা। আর ইলিশ মাছের কথা তো বলবই না আমার মনে হয়না গ্রাম অঞ্চলের মানুষ ইলিশ মাছ দিয়ে ভাত খাই, তাও আবার বছরে একবার। আরেকটি বিষয়ে আপনার সাথে একমত ছোটখাটো যারা বাজারে ব্যবসা করে এদেরকে জরিমানা করে কোন লাভ হবে না। জরিমানা যদি করতেই হয় তাহলে সেইসব কালোবাজারিদের জরিমানা করতে হবে। যারা সিন্ডিকেট করছে এবং ব্যবসার নামে দাম বাড়িয়ে দিচ্ছে। বড় বড় রাঘব বোয়ালদের জরিমানা করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে এই অবস্থার পরিবর্তন সম্ভব।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47