ঢাকা শহরে থাকার পরে যদি নিজের বাসায় যাওয়া যায় তাহলে সত্যি ভাই সেখান থেকে ছেড়ে আসতে একটু কষ্টই লাগে। তারপরও তো মনে হচ্ছে বাসায় আপনার অনেক কাজ রয়ে গেছে। যে আমার সাথী পাঠাগারে নতুন একটি রুম নিয়েছেন সেটা ডেকোরেশন করবেন এগুলো কাজে ব্যস্ত রয়েছেন এছাড়া অনেক কাজে ব্যস্ত রয়েছেন দেখছি। সাথী পাঠাগারে বইয়ের সংখ্যা ১০ হাজারেরও বেশি! এতগুলো বই, যাক ভাই শুনে ভীষণ ভালো লাগলো। যাক সমস্ত কাজগুলো শেষ করে আপনি পুনরায় ঢাকায় ফিরবেন আপনার জন্য শুভকামনা রইলো।
আমাদের লাইব্রেরীতে আরো কিছু বই সংযুক্ত হবে। আশা করছি সব কিছু মিলে ভালো পাঠাগার গড়ে উঠবে।