এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১৪ আশ্বিন ১৪৩ ১ বঙ্গাব্দ।

২৪ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20240825_105727_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

চাঁদের আলোয় গাঁথা হৃদয়ের কথা,
ভেসে আসে স্মৃতির পাতা থেকে।
মনে পড়ে যায় সেই অতীতের মেলা,
জোসনার আলোয় খেলেছি কত খেলা।

অনু কবিতা-২

রাত্রির আঁধারে জোসনার আলোতে
নীরবতায় বেজে ওঠে প্রেমের সেই সুর
মৃদু বাতাসে দোল দেয় আকাশের চাঁদ।
আনন্দে নেচে ওঠে হৃদয়ের ভালোবাসা।

অনু কবিতা-৩

সবুজে ঢাকা বনানী ছায়া পল্লবের সবুজ বাজে
হৃদয়ের গভীরে দেয় শান্তি প্রকৃতির এই সাজে।
প্রকৃতির এই রূপ যেন কবির কল্পনায় এসে
কড়ানাড়ে দরজায় প্রকৃতির অপরূপ ছায়ায়।

অনু কবিতা-৪

চারিদিকে পাখির কন্ঠে মোহিত দিনময়
সকাল নেই দিনরাই রাত নেই শুধু পাখির কলাহল।
পাখিদের গান হৃদয়ে দেয় অসীম প্রশান্তির ছায়া
নীল আকাশে মেঘ নাচে কখনো বৃষ্টির মেলা।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করা যায়। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 days ago 

বেশ ভালো লাগলো ভাইয়া আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো পড়ে। কবিতা মনের ভাষা ব্যক্ত করে। যে কথাগুলো মুখে বলে প্রকাশ করা যায় না সেগুলো কিন্তু কবিতার মাধ্যমে লিখে প্রকাশ করা যায়। ঠিক তেমনি আপনার অব্যক্ত ভাষা ব্যক্ত হয়েছে প্রতিটা লাইনে।

 2 days ago 

আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া অনু কবিতার মধ্যে মনের ভাব গুলো সহজে প্রকাশ পায়। ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 13 hours ago 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ। আসলে ছোট ছোট মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে অনু কবিতাগুলো অসাধারণ হয়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 hours ago 

ভাই আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ছোট ছোট কবিতা গুলোর মাধ্যমে আপনি মনের কথা কিংবা নিজের অনুভূতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। চমৎকার সব অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।