নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব :- ২৩।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ০১ - ১১ - ২০২৪)
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২৩"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | "ভবঘুরে" পর্ব - ২৩। |
---|---|
পরিচালক | আল- হাজেন। |
অভিনয় | আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ। |
দৈর্ঘ্য | ১৯ মিনিট ২৯ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৭ এপ্রিল ২০২২ ইং। |
নাটকের সারসংক্ষেপ |
---|
বাস্তবে বলে না সিনেমাতেই বলেনা নাটকে বলেনা কেন ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে থাকে এগুলো আমরা অনেক দেখতে পাচ্ছি। নাটকের এখানে নায়িকার একটা বড় রোগ রয়েছে আর সেটা সারানোর জন্য নায়ক নিজের সবকিছু বিক্রি করতে রাজি। এমন কি শেষ তার সামনে এমন কথা বলে যে তোমার জন্য আমি মরতেও রাজি অর্থাৎ আমি মরে গিয়েও যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি খুশি এই কথা বলার পরে নায়িকা তার মুখে হাত দিয়ে বলে এমন কথা বলো না। এরপরে তাদের মধ্যে আরও কিছু কথাবার্তা চলে এমন তারা সেখান থেকে চলে আসে অর্থাৎ নায়িকার পুনরায় এ অশোকের সমস্যাটা দেখা দেয় আর কারণ যার কারণে তারা সেখান থেকে স্থান ত্যাগ করে।
এর আগের পর্বের হয়তোবা আপনাদেরকে আমি বলেছি এবারে ছোট বইয়ের গলার হার হারিয়ে গেছে আর সেটা খোঁজার জন্যই এ বাড়ির বড় বউয়ের মেয়ের বাড়িতে তল্লাশি করে ছোট চাচী। আসলে যখন সে তল্লাশি করে তখন এই মেয়ে চলে আসে এবং তাকে বলে কি খুজ্র তুমি এখানে এভাবে। তখন সে বলে তোদের তো আমার সন্দেহ তাই তোর বাড়ি একটু সার্চ করছিলাম তাই বলে সে অনেক জিনিসপত্র গুলো এলোমেলো করে ফেলে। যখন তার সেখানে কোন কিছু পায় না সে চলে যেতে চায় ঠিক এমন সময় তাও বলে যে তুমি চলে যাচ্ছ কেন আমার এগুলো বুঝিয়ে দিয়ে যাও। তখন তার চাচী বলে আমি বড়লোকের মেয়ে আমি কোনদিন এসব কাজ করি না এগুলো করতে পারব না এটা করার জন্য আমার বাপের বাড়িতে অনেক সাগর রয়েছে। এসব কথা নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক শুরু হয়ে যায়।
এদিকে বন্ধুর কথা দিয়ে এসেছে তার বন্ধুদের সাথে ঢাকায় যাবে তাই সে তাড়াহুড়া করে তার মাকে ডাক দিয়ে বলছে মা আমার ব্যাগ পত্র গুলো গুছিয়ে দাও। তার মা বলে কোথায় যাবে বাপ তখন সে বলে আমি ঢাকাতে যাব। তাকে প্রশ্ন করা হয় ঢাকাতে কি করতে যাবে তখন সে বলে যে আমার বন্ধু চাচা লাশ আনতে যাব। এই কথা শুনে তার মা তো ভয় পেয়ে যায় বলে না বাবা তো যেতে হবে না এরপরে সে তার মাকে বিভিন্নভাবে বোঝাতে লাগলো অবশেষে তার মা বুঝতে পারে। এরপরে তার জিনিসগুলো তার হাতে দিয়ে দেয় এবং বলে বাবা দেখে শুনে যাশ। আজ সব সময় নিজের প্রতি খেয়াল রাখবে। আসলে মায়ের যে দায়িত্ব সে দায়িত্বটা তিনি এখানে পালন করেন।
এদিকে ছেলে যদি অশান্তি করে বাড়িতে তাহলে বাবা মায়ের মনে শান্তি থাকে না। আখম হাসান বিভিন্ন কাজ করে বেড়ায় আর এই কারণেই কিন্তু সে তার বাবাকে সব সময় অশান্তির মধ্যে রাখে। হঠাৎ করে সে যেন কোথায় চলে গেছে এ বিষয়টি তারা জানে পরবর্তীতে এরপরে তার ভাই বা আত্মার বন্ধুসুলভ মানুষ যে আছে সে বলে আছে ঠিক আছে আমি তার খোঁজ খবর নিচ্ছি কিন্তু তার বাবা তো এগুলো বিষয় মেনে নিতে পারেন এবং খুবই রাগান্বিত বোধ করছে। তার ছোট বোন তার বাবাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে এবং তার বাবা কোনভাবে বুঝতে পারেনা।
নিজের ভালোবাসার মানুষকে ভালো করার জন্য অনেক কিছুই করা সম্ভব এবং সেটাই করে যাচ্ছে এই গায়ক। শিবের সুন্দর গান গায় নিশি রাত হলে সে গান গায়। রাত্রে বসে বসে গিটার বাজানো এবং গান বলছে গানের সাথে সাথে নিজের ভালোবাসার মানুষকে কল্পনা নিয়ে আসছে। গানটি বেশ চমৎকার আর তার কন্ঠটা এখানে বেশ সুন্দর দিয়েছে যদিও জানি সে নিজে গাইছে না। আমি এখানে একটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি সে গান গাইছে এবং মনে মনে তাকে কল্পনা করছে এই দুইটা বিষয় আমি একত্রে স্ক্রিনশট দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু। আর এখানে নাটকের এই পর্বটি শেষ হয়ে যায় পরবর্তী পর্বে আবারো নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভবঘুরে নাটকের এটি ২৩ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.২ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/ABashar45/status/1852188511711170834?t=iu8GhhnJlhM79RlT3xPxYg&s=19
ভালোবাসার মানুষের জন্য যে সবকিছু করা যায় তা এ নাটকটিতে খুব সুন্দর ভাবে বুঝিয়েছে। এজন্যই তো গায়ক তার ভালোবাসার মানুষটিকে ভালো করার জন্য সবকিছুই করে যাচ্ছে। ভালো লাগলো নাটকটি। তবে পর্ব নাটক খুব একটা দেখা হয় না। যাই হোক সুন্দরভাবে রিভিউ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সত্যি আপা ভালবাসার একটা অন্যরকম শক্তি রয়েছে। যে শক্তি দ্বারা অনেক কিছু করা সম্ভব। যাইহোক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ।
খুব সুন্দর করে আপনি আজকে ভবঘুরে নাটকের ২৩ তম পর্বের রিভিউ টা আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে এই পর্বের পুরো রিভিউটা পড়তে অনেক ভালো লেগেছে। আপনি একে একে নাটকের সবগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আশা করছি প্রতিনিয়ত এই নাটকের রিভিউগুলো শেয়ার করে যাবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
আপনি প্রতিনিয়তই আমার রিভিউ করা নাটকগুলো পড়ে থাকেন এটা জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আমি নাটক দেখতে যেমন পছন্দ করি, তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে নাটকের রিভিউটা লিখেছেন। এই নাটকের সবগুলো পর্ব একে একে আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনি নাটক দেখতে পছন্দ করেন এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।