নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -২৯।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ২৭ - ০৮ - ২০২৪)


Screenshot_2025-01-27-16-51-06-529_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২৯"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ২৯।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য২০ মিনিট ০৫ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২০ এপ্রিল ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


IMG_20250127_170749.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এ নাটকের এই বেশ কিছু পর্বে আপনারা সবাই হয়তোবা জানেন যেখানে পরিচালক এসেছে সিনেমার। আর এই সিনেমার পরিচালক এসে এই গ্রামে যত মেয়ে আছে সবাই তার জন্য পাগল। আসলে কি তার জন্য পাগল আসলে সিনেমার নায়িকা হবে বলে তার পেছনে সবাই ঘুরঘুর করছে। এই বিষয়টি মেয়ে তার চাচাকে এবং চাচার বন্ধুকে বলছে এই কথা শুনে তার বন্ধু বলতেছে যে এই মেয়েটার মাথায় সমস্যা আছে মাথায় সমস্যার জন্য ডাক্তার দেখাতে হবে। তার চাচা বলতেছে না তার কোন সমস্যা নেই হয়তো বা সে এমনিতেই মজা করছে কিন্তু তার কথা যে বিবরণ ছিল তাতে মনে হয়নি সেই মজা করার জন্য কথাটা বলছিল। কারণ কেউ ইচ্ছা করে সমস্ত কথাগুলো বলে না যতক্ষণ পর্যন্ত তার মনের ভিতর না খেলে।


IMG_20250127_170736.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাড়ির বড় ভাই সেই মেসো বউয়ের খোঁজ করছে এমন সময় তার মেজ ভাই চলে আসে। তার মেজ ভাই তার বড় ভাইকে বলে ভাই আমার বউ বাড়িতে সবার সাথে খারাপ আচরণ করে শুধু আপনার সাথে ভালো ব্যবহার করে। আপনি যখন আসেন তখন আপনার সাথে এমন ভাব নেই যেন সে অনেক ভালো আসলেই কিন্তু সে ভালো নয় সে সবার সাথে এমন গ্যাঞ্জাম করে যেটা আমার জন্য কখনোই ভালো নয়। আর আমি তাই তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি এই কথা শুনে তার বড় ভাই বেশি রাগান্বিত হয়। তার বড় ভাবে বলে তুই এটা কি করেছিস। এসব আবোল-তাবোল কথা না বলে তুই এখনই যা যে তাকে নিয়ে আয়। আমি দেখি ছোটটা ঘুম থেকে উঠেছে কিনা এই বলে তার ভাবি সেখান থেকে চলে যায়।


IMG_20250127_170724.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একজন সুন্দরী নারী। একা একা জানো কি আবোলতাবোল বকছিল তার এই কথা শুনে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করেছিল আপনি এভাবে কি বলতেছেন একা একা। লোকটার কথা শুনে সে বলছে ও সুন্দরী নারীদের দেখলেই বুঝি কথা বলতে ইচ্ছা করে মনে করেন আমি দুর্বল নারী আমি কিন্তু একটা সবলা নারী। আমার বয়স কিন্তু এখন 19 হয়ে গেছে সুতরাং আপনি যতই ভুলভাল বকেন আমাকে কিন্তু আপনি কখনোই পটাতে পারবেন না আর প্রেমে ফেলতে পারবেন না। তখন লোকটা তার কথা শুনে রীতিমতো অবাক তিনি তাকে বলছেন আমি আপনাকে পটাতেই যাব কেন আর প্রেমে ফেলতে যাব কেন আমি আপনার কথা শুনে কিছু জিজ্ঞাসা করেছেন আমার আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন। এই কথা শুনে আরও বেশি রেগে যায় তার সাথে বেশ কিছু কথা কাটাকাটি চলতে থাকে সেখানে।


IMG_20250127_170712.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এইযে দাঁড়িয়েছিল এখানে পরিচালক এটা দেখে এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। তাকে দেখে দৌড়ে এসে বলে আপনি এখানে কি করছেন তখন সে বলে আরে তুমি তোমাকে তো দেখে মনে হচ্ছে নায়িকা জগতের শ্রেষ্ঠ নায়িকা তুমি হবে। আসলে পরিচালক মেয়েটার সাথে মিথ্যা আচরণ করেছিল কারণ সে মিথ্যা দিয়ে তাকে মন জয় করতে চেয়েছিল। আর মেয়েটি তার মিথ্যাচার কথা শুনে বেশ জমে গিয়েছিল আসলে তাদের ইচ্ছা হল নায়িকা হওয়ার শখ কিন্তু আসলেই কি সেটা হবে সেটা তারা জানে না। এতে সবারই মনের ইচ্ছা যায় তারা নায়িকা হবে কিন্তু এই বিষয়টি যে তার সরলতার সুযোগ নিচ্ছে সেই সেই বিষয়টি কখনোই তারা উপলব্ধি করতে পারে নাই। নাটকের এই অংশটি এইখানে শেষ হয়ে যায় পরবর্তী পর্ব নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ২৯ তম পর্ব। এই নাটকটির এই পর্বে সে তুলে ধরা হয়েছে একজন পরিচালকের সর্বোচ্চটা। অর্থাৎ একজন পরিচালককে দেখলে মেয়েরা যে কতটা পাগল হয়ে যায় সেটা এখানে তুলে ধরেছ। যদিও সে জানে সে কখনোই নায়িকা হতে পারবে না কিন্তু এই কথাটি তাদের ভিতরে বিশ্বাস হয় না কারণ তারা মনে করে যে তাকে ধরলেই হয়তো বা একটা সময় সে নায়িকা হতে পারবে আর এই সুযোগটি কিন্তু পরিচালক নেয় । আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৭ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 

আমি এমনিতে তেমন একটা নাটক দেখি না তবে সময় পেলেই আখম হাসান এর নাটক গুলো দেখি বেশ ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না।

 last month 

এই বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে যখন কেউ বলে আপনার নাটকের রিভিউ করে মনে হয় আমি দেখতেছি ধন্যবাদ আপনাকে।

 last month 

Screenshot_2025-01-27-20-01-06-424_com.twitter.android.jpg

 last month 

Screenshot_2025-01-27-20-06-34-460_com.coinmarketcap.android.jpg

 last month 

যে নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে বাংলাদেশের বেশ ভালো মানের নাট্যকাররা অভিনয় করেছেন। তাদের সুন্দর এই অভিনয়গুলো মন চাই বারবার দেখি। আপনি আজকে ভাব ঘুরে নাটকের ২৯ তম পর্ব খুব সুন্দরভাবে রিভিউ করেছেন। অনেক ভালো লাগলো আপনার রিভিউ পড়ে।

 last month 

নাটকটি বেশ সুন্দর তাই ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনিতো ১৯তম পর্ব পর্যন্ত দেখলেন এই নাটকটি। এ ধরনের ধারাবাহিক নাটক গুলো দেখতে বেশ ভালো লাগে। যেহেতু আপনি প্রতিনিয়ত দেখতেছেন বেশ ভালোই উপভোগ করছেন। আপনার শেয়ার করা নাটকের রিভিউ দেখে বেশ ভালোভাবে এনজয় করতে পারছি। অনেক ধন্যবাদ নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 last month 

আপু এটি ১৯তম না এটি ২৯ তম পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।

 last month 

নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকটার প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। ভবঘুরে নাটকের ২৯ তম পর্বের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

নাটকের রিভিউ যদি ভালোভাবে করা হয় তাহলে নাটক পড়লে নাটকের সমস্ত কিছু বোঝা যায় এটা ঠিক ধন্যবাদ আপনাকে।

 last month 

একুশে টেলিভিশন কর্তৃক প্রকাশিত বেশি জনপ্রিয় নাটক ভব ঘুরে। ভাব ঘুরে নাটকের ২৯ তম পর্বটা খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগলো বিস্তারিত সুন্দর ভাবে রিভি করেছেন দেখে। এটা একটা জনপ্রিয় ও আনন্দের নাটক। আমি বেশ কিছু পর্ব দেখেছি। প্রায় মাঝেমধ্যে এ জাতীয় নাটকগুলো দেখার চেষ্টা করি।

 last month 

একটা সময় ছিল রাত্রে নাটক দেখার জন্য আমারও অনেকে একত্রিত মিলিত হতাম কিন্তু এখন আর সেই সময়টা নেই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last month 

বর্তমান সময়ের অধিকাংশ মেয়েরা এতটাই আলাভোলা হয় যে,তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে কিছু দুষ্ট প্রকৃতির লোক অন্যায় করে থাকে। বিভিন্ন বিষয়ের লোভ দেখিয়ে। ঠিক তেমনি একটি চিত্র ফুটে উঠেছে আপনার আজকের পর্বের রিভিউ টিতে। তবে পড়ে কিন্তু বেশ ভালই লাগলো। খুবই সাবলীল ভাষায় একদম গুছিয়ে রিভিউ করেছেন।ভবঘুরে নাটকটির পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য অধীর আগ্রহে রইলাম ভাই।

 last month 

নাটকের এই অংশটা বেশ চমৎকার ভাবে গ্রাম্য পরিবেশের নারীদের সরলতার সুযোগের বিষয়টি তুলে ধরেছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84763.91
ETH 2304.54
USDT 1.00
SBD 0.68