এক গুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।
০১ রবিউল সানি১৪৪৫ হিজরি। ০৬ অক্টবর ২০২৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
অন্ধকার ছড়িয়ে পড়ে রাতের নিস্তব্ধতায়
তবুও শোনা যায় দূর আকাশের পাখির কিসিমিচি।
রাতের গভীরে শীতলতা মনে এনে দেয় অবসাদ,
অন্ধকারের মাঝে ভবিষ্যতের সূর্য ওঠার অপেক্ষায়।
অনু কবিতা-২
শীতের সকালের দোয়েল পাখির শিস দিয়ে যায়
অন্য পাখিদের গুঞ্জনে মানুষের ঘুম ভাঙ্গায়।
কুয়াশা ঢাকা চারিদিকে অন্ধকারের আচ্ছন্ন ঘেরা
শিশিরে বাতাস দোল দিয়ে যায় পাখি নিরব গানে।
অনু কবিতা-৩
শরৎকালে শিশির বিন্দুগুলো ঘাসের উপরে এসে
সূর্যের আলোয় আলোকিত হয়ে চারপাশে হেসে
প্রকৃতির নতুন রূপ, ইচ্ছে করে নতুন কোন আশায়
কল্পনা গুলো ডানা মেলে পাড়ি দেয় দূর আকাশে।
অনু কবিতা-৪
শীতের হিমেল ঠান্ডায় হৃদয়টাকে কাঁপন দেয়
সকালে সূর্যটাকে আটকিয়ে দেয় কুয়াশায়।
মাঝেমধ্যে হিমেল বাতাস বয়ে আনে অজানা সুর
শীতের কুয়াশা চাদরে ঢাকা কোন অজানা ভালোবাসা।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অনু কবিতা আমি সবসময় অনেক ভালবাসি আমি। এই অনু কবিতার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে যেটা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। চার নম্বর কোন কবিতা টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
https://x.com/ABashar45/status/1842718938574242236?s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
মামা আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। চারটি খন্ডে বিভক্ত করে কবিতাটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি দারুন সব কবিতা লেখেন ভাই। আপনার কবিতা লেখার অভিজ্ঞতা বেশ ভালো। আপনার কবিতা আবৃত্তি করলে আমার অনেক অনেক ভালো লাগে এবং নিজেরও কবিতা লেখার প্রতি উৎস সৃষ্টি হয়। আজকের কবিতাগুলো দারুন ছিল। সুন্দর করে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করি ভাই নিজের মতো করে যতটুকু পারা যায় সুন্দরভাবে কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
শীতকালের পরে আস্তে আস্তে শীতের আগমন ঘটে আর সেই শীতকে নিয়েই দারুন কবিতা লিখেছেন। শরৎ এবং শীত মিলিয়ে কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর সুন্দর কবিতা লেখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
শীতের আগমনের জন্যই এই কবিতাটি লেখা। ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
বাহ,আপনার অনুকবিতাগুলি বেশ সুন্দর হয়েছে ভাইয়া।একটির সঙ্গে আরেকটির মিল রয়েছে।আপনি সম্ভবত শরৎকাল ও শীতকালের মিশেলে এগুলো লেখার চেষ্টা করেছেন।অন্ধকার পেরিয়ে আলো আসবেই আর ভালোবাসাও পূর্ণতা পাবে সেখানে।ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করেছি আপু চলমান সময়টা নিয়ে সুন্দরভাবে কবিতা গুলো লিখতে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আজ আপনি আমাদের মাঝে এক গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে দুই নম্বর ও তিন নম্বর অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোন কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মন্তব্য ভালো লাগার জন্য সুস্বাগতম জানাচ্ছি আপনাকে।