ভাইয়া বেশ ভালো কাজই করেছেন। পানি আমাদের নিত্য দিনেরই প্রয়োজন। সেই পানি যদি বিশুদ্ধ না থাকে, তবে অনেক রোগ জীবাণু শরীরে সহজেই বাসা বাঁধে। আর পানি ফুটানো তে আমার তো মনে হয় পুরো বাসা শুদ্ধ প্রেসার কুকারের মতো গরম হয়ে থাকে! কি যে ঝামেলা এই পানি ফুটানো! আমরাও বিয়ের পরপরই ২য় মাসেই ভালো মানের ওয়াটার ফিল্টার কিনে নিয়েছি। লাইফ অনেকটাই ইজি হয়ে গেছে।
ঠিক বলেছেন আপু পানি ফুটালে সারা ঘর গরম হয়ে যায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।