বেশ বাস্তবসম্মত কিছু চিত্র আপনি আপনার আজকের লেখায় তুলে ধরেছেন। উদাহরণ তো বেশ কয়টাই দিলেন। তবে সবগুলোর মূলে কিন্তু একটাই কথা -আত্মকেন্দ্রিকতা! আমরা আসলেই নিজেদেরকে নিয়েই খুব ব্যস্ত। সেখানে আমাদের আশেপাশের মানুষ আছে কি নেই কিংবা কি অবস্থায় আছে সেটি যেন আমাদের দেখার বিষয় নয়- বর্তমানে এমনটাই চিন্তাভাবনা সকলের! বেশিরভাগ মানুষের ভেতর থেকেই মানবিকতা বিষয়টি যেন উঠে যাচ্ছে! পবিত্র রমজান মাসে সকলের আত্মশুদ্ধি হোক! মানুষের চিন্তা ভাবনা আরো বেশি মানবিক হোক এটাই কাম্য!
জি আপু, মানুষ যেন আরও মানবিক হয় সেটাই কামনা করছি।