কয়েকটি আর্টিফিশিয়াল ফুল ও গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যাল্লো বন্ধুরা

|| আজ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ || সোমবার ||


প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে সব দিক থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ যেমন আছি, দুদিন পর আজ কিছুটা ভালো আছি। বিগত দুই দিন আবারো মাইগ্রেন এর ব্যাথায় কাবু হয়ে ছিলাম। তাই কোনো ভাবেই আপনাদের সাথে যুক্ত থাকা হয়ে উঠে নি। তবে আজ কিছুটা ভালো বলেই বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আমার পোস্ট টি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পোস্ট এ।


আজ আপনাদের মাঝে কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুল তো সবসময় ই ভালোবাসার প্রতীক হিসেবে সর্বদা মানুষের মনে জায়গা করে নেয়। সত্যিকারের ফুল হয়তো ক্ষণস্থায়ী ভাবে তার সৌন্দর্য আমাদের মাঝে থাকে। তবে আর্টিফিশিয়াল ফুল এর ক্ষেত্রে তার সৌন্দর্য কোনো সময়ের মাঝে আটকা থাকে না। তাই বর্তমানে ঘর সাজানোর জন্য এসব আর্টিফিশিয়াল ফুল এর কদর বেশ বেড়েছে সর্বস্তরে। শুধু ফুল ই নয়, এমনকি আর্টিফিশিয়াল পাতার কদর ও কিন্তু বেশ তুঙ্গে! আজ তেমন ই কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের পোষ্ট টি সাজিয়েছি।

IMG20250210160337~2.jpg


IMG20250210160346~2.jpg


শুরুতেই শুরু করছি সবচেয়ে ফেমাস একটি ফুলের কয়েকটি কালার ভ্যারিয়েশন নিয়ে। ফুলটি টিউলিপ ফুল। এর অনেক গুলো কালার ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। ফুলগুলো সামনা সামনি দেখতেও কিন্তু একদম সত্যিকারের ফুলের মতোই! আপনারা ফুলগুলোর ছবি দেখলেই বুঝতে পারবেন কতটা রিয়েল লাগছে ফুল, এমনকি পাতাগুলোও। এজন্যই হয়তো আর্টিফিশিয়াল ফুলের জনপ্রিয়তার শীর্ষে এই টিউলিপ ফুল গুলো রয়েছে। আবার নিচের ছবিতেও বেশ কয়েকটি ভাইব্রেন্ট কালারের স্টিক ফুল দেখতে পাচ্ছেন। এমন স্টিক ফুল গুলো একসাথে বিভিন্ন কালারের কম্বিনেশন করে একসাথে সাজিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। অবশ্যই এই স্টিক ফুল গুলো ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম একথায় আমার সাথে সকলেই একমত হবেন।

IMG20250210160302~2.jpg


IMG20250210160550~2.jpg


IMG20250210160437~2.jpg


উপরের দুইটি ছবি তে ছোট সাইজের টবে আর্টিফিশিয়াল ছোট ফুল এবং একটি আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছি। এই ছোট ছোট ফুল/গাছ গুলোও কিন্তু ছোট ছোট জায়গায় বেশ সুন্দর মানিয়ে যায়। হয়তো কোনো ওয়াল হ্যাংগারে, বা টেবিলের উপর, শো-কেসে সব খানেই এমন ফুল/গাছ গুলো বেশ মানিয়ে যায়! আআর্টিফিশিয়াল গাছ টি তো এমন ভাবে সাজানো যে দেখে মনে হচ্ছে যেনো সত্যিকারের মিডিয়াতে বসানো কোনো সত্যিকারের গাছ ই যেন!

IMG20250210160638~2.jpg


উপরের ছবি টি নিয়ে নতুন করে তো কিছুই বলার নেই! সকলের প্রিয় এবং সকলের সুপরিচিত লাল গোলাপ ফুল এর ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টি আমি সবার শেষে শেয়ার করলেও, ফুলের সৌন্দর্য কিন্তু নিজের থেকেই সকলের মনোযোগ কেড়ে নিবেই বলে আমার বিশ্বাস।


আজকের লেখা আমি আর বাড়াচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে আমার আজকের লেখা এখানেই শেষ করছি। সামনে হয়তো অবশ্যই দেখা হবে অন্য কোনো বিষয়ে পোস্ট নিয়ে। সকলের কাছে আমার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করবো। শুভরাত্রি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZPhyQZF46Jzu1RHsqJAYaFK79KURRYTTDCfs83L9hXVyhHVVfQHR1BRxtCJby4EjZZkEPu8kTbt3hCBMQWS3cpN.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষগত যোগ্যতায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দীর্ঘ ৬ বছর চাকরির পর বর্তমানে পুরোদমে একজন গৃহিণী। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 7 months ago 

সঠিক কথা বলেছেন বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুল এর কদর বেড়েই চলেছে। কেননা আর্টিফিশিয়াল ফুল সর্বদাই দেখতে একই রকম থাকে। বেশ দারুন কিছু আর্টিফিশিয়াল ফুল এবং গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেই সাথে বর্ণনা গুলিও দারুণ ছিলো। মোটকথা আপনার আজকের আর্টিফিশিয়াল ফুল এবং গাছের ফটোগ্রাফি পোস্টটি দুর্দান্ত ছিলো।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। বর্তমানে এমন আর্টিফিশিয়াল ফুল গুলো ঘর সাজানোর জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আর্টিফিশিয়াল ফুল দেখতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে আর্টিফিশার ফুলের ফটোগ্রাফি করেছেন। চমৎকার এক ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো আমার কাছে। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি ধারণ করা। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 7 months ago 

Screenshot_2025-02-10-23-57-00-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-23-55-55-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-23-55-31-25_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-23-55-12-61_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-23-54-52-88_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-23-53-54-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 7 months ago 

আপু এখন একটু ভালো আছেন জেনে খুশি হলাম। অসুস্থ থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না। যাক একটু সুস্থ হয়েই পোস্ট শেয়ার করে নিয়েছেন দেখে আরও ভালো লাগলো। আপনি আজ বেশ চমৎকার সব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বর্তমানে বাস্তবের ফুলের থেকে আর্টিফিশিয়াল ফুল কোনো অংশে কম নয়। আমরা চাইলেই এই ধরনের ফুল কিনে মনের মতো করে ঘর সাজাতে পারি। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল খুব সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্ৰাফি গুলো করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

বাস্তব ফুলের চেয়ে সৌন্দর্যে কোনো অংশে কম না বলেই হোম-ডেকোর এ বর্তমানে ভীষণ চাহিদায় আছে এমন আর্টিফিশিয়াল ফুল গুলো। আর আমার সুস্থতার জন্য একটু দোয়া করবেন আপু। আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফিও বর্ণনা করেছেন। আসলে এই ফুলগুলো মানুষ খুবই দক্ষতার সাথে তৈরি করেছে।

 7 months ago 

হ্যা, কালার বলুন বা দেখতেই বলুন, দক্ষতার সাথে তৈরি বলেই তো একদম রিয়েল ফুলের মতোই লাগে দেখতে।

 7 months ago 

আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। আমার কাছে সবচেয়ে বেশি টিউলিপ ফুলের ফটোগ্রাফি বেশি পছন্দ হয়েছে। জ্বি আপু ঠিক বলছেন আপনি আর্টিফিশিয়াল ফুলগুলো ও দেখতে একদম সত্যিকারের ফুলের মতো।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

টিউলিপ ফুল ই এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে!

 7 months ago 

মাথা ব্যথার সমস্যা অনেক বড় একটা সমস্যা। এই ব্যাথা হলে আসলে কিছু ভালো লাগে না সবকিছু এলোমেলো হয়ে যায়। অনেক ভালো লাগলো অবশেষে আপনি খুব সুন্দর একটি ফুলের ফোটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করলেন। আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে দেখতে।

 7 months ago 

আমার জন্য দোয়া করবেন আপু। প্রায়শই বেশ ভোগান্তি হয় এই মাথা ব্যাথার জন্য 😓

 7 months ago 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। মনে হচ্ছে যেন প্রত্যেকটি ফুল অরিজিনাল ফুল। বাঙালির কাছে এই গোলাপ ফুল হলো একটা আবেগের ভুল যা দেখে সবাই বুঝে ফেলে।

 7 months ago 

আসলেই, এখনকার আর্টিফিশিয়াল ফুল গুলো একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে হয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111195.28
ETH 4329.35
SBD 0.83