You are viewing a single comment's thread from:

RE: এক গুচ্ছ অণুকবিতা "মৃত বসন্ত রাত্রিরা আমার, পুড়ছে পুড়ুক, জ্বলে যাক "

in আমার বাংলা ব্লগlast year

আমার জীবনে বসন্ত কবেই মৃত,
এখানে মৃত বসন্ত রাত্রি জাগে,
পুড়ে যায়, জ্বলে যায়, ছাই হয় এ হৃদয় ।
মৃত বসন্তের রাত্রিতে আমি আহব্বান করি
রাত জাগা একমাত্র জীবিত কোকিলটাকে ।
এক বার ডেকে উঠুক সে, মৃত বসন্ত আজ বেঁচে উঠুক
তারই উষ্ণ নিঃশ্বাসে ।

দাদা আপনার কবিতার গভীরতা বেশি । বসন্ত ছাড়া কোকিল ডাকেনা । আর আপনি মৃত বসন্তকে জাগাতে জীবিত কোকিলকে আহব্বান করছেন । দাদা খুবই চমৎকার অনু কবিতা গুলো । আপনার কবিতার গভীরতা বুঝতে পারলে কবিতার প্রাণ খুজে পাওয়া যাবে । এতো সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54016.63
ETH 2289.57
USDT 1.00
SBD 2.29