আমার বাংলা ব্লগ || আমার পরিচিতি মূলক পোষ্ট By @titash

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই, আশাকরি সবাই অনেক ভালো আছেন। আমার পরিচিতি মূলক পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।

photo_2023-02-02_21-03-08.jpg

এখন শুরু করছি আমার পরিচয় পর্ব।

আমার নাম মোছা:- নীলা আক্তার। স্টিমিটে আমি @titash নামে পরিচিত। আমার জন্ম-১৪-১২-২০০০ সালে।
আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে । আমরা আট বোন দুই ভাই। আমি আমার ভাইবোনদের মধ্যে ষষ্ঠ তম। আমর বাবা একজন ব্যবসায়ী। আর আমার মা এক জন গৃহিণী। আমি বিবাহিত। বর্তমানে আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকায় বসবাস করছি।

শিক্ষা জীবন:-

আমি ২০১৮ সালে এসএসসি পরিক্ষা দিয়েছি। ২০২০ সালে এইচ এসসি পরিক্ষা দিয়েছি। ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধিনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে অনার্স সেকেন্ড ইয়ারে আছি। আমি বাংলা বিভাগ নিয়ে পড়া শোনা করছি।

চাকরী জীবন:-

আমি ২০২১ সালে প্রায় দশ মাস একটি মহিলা মাদ্রাসায় বাংলা এবং গনিত বিষয় পড়িয়েছি। বিয়ে হয়ে যাওয়ার পর শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছি।

স্টিমিটে প্রথম সূচনা:-

আমি আমার হাসবেন্ডের মাধ্যমে এই মাসে প্রথম স্টিমিটে প্রবেশ করলাম। আমার হাসবেন্ডের নাম রেজাউল করিম। যার স্টিমিট আইডি @joniprins । তিনি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। তিনি প্রায় এক বছর ধরে এই কমিউনিটিতে আছেন। তিনির থেকে উৎসাহ নিয়ে আমি স্টিমিটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

আমার রেফারেল:-@joniprins

আমার শখ:

আমার সব থেকে বড় শখ হলো বাগান করা। এছাড়াও ভ্রমন করতে খুব ভালবাসি। আমি কলেজে পড়ার সময় অনেক ভ্রমন কাহিনীর বই পড়েছি। বই পড়ে আমার ভ্রমন করার শখ জাগে। এছাড়াও বই পড়া ও বাংলায় লেখালেখি করার শখ রয়েছে।

আমার ব্লগের বিষয় বস্তু-

আমি সাধারনত স্টিমিটে রেসিপি ও ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে, অনুপ্রেরনা মুলক কথা-কাহিনী,গল্প নিয়েই কাজ করবো। এছাড়াও হাতে তৈরী করে অনেক সৃজনশীল কাজ উপহার দিবো।

সারসংক্ষেপ:-

আশা করি আমার পরিচিতি মূলক পোষ্টি সবাই পড়বেন। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে ধন্যবাদ।।

Dear @ayrinbd

Steemit ID- @titash

Sort:  
 2 months ago 

আপনাকে আমার বাংলা ব্লগের মেম্বার হিসেবে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে, আশাকরছি নিজের প্রতিভা আর দক্ষতা দিয়ে নিজেকে আমাদের সকলের কাছে মেলে ধরবেন।
আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ।

 2 months ago 

জী আপু আমি সব সময় চেষ্টা করবো কমিউনিটির সমস্ত নিয়ম মেনে কাজ করতে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি কমিউনিটির সকল নিয়ম মেনে আমাদের সাথেই কাজ করবেন।

 2 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম আপু। আশা করি জনিপ্রিন্স ভাইয়া আপনাকে সব ধরনের নিয়ম কারণ সম্পর্কে আগে থেকে অবগত করেছেন। নতুন বিষয়গুলো জানতে থাকুন আর এগিয়ে যান আপু। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

প্রথমে আপনাকে বাংলা ব্লগ কমিউনিটির পরিবার থেকে স্বাগতম জানায়। আপনার পরিচয় জেনে অনেক ভালো লাগলো।জনি প্রিন্স ভাই খুবই পরিচিত ব্যক্তি আমার।তিনার কাছ থেকে অনেক তথ্য জেনেছেন।বাংলা ব্লগের সাথেই থাকুন আরো অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27373.93
ETH 1778.40
USDT 1.00
SBD 2.75