কয়েকটি দেশি মাছের ফটোগ্রাফি |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

হ্যালো,
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। অসুস্থতার কারণে অনেকদিন যাবৎ পোস্ট করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোষ্টের বিষয় হলো বিভিন্ন প্রকারের মাছের ফটোগ্রাফি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পাড়ে। তাই আমরা সবসময়ই এই তিতাস নদীর মাছ খেয়ে থাকি। চলুন আপনাদের মাঝে বিভিন্ন প্রকারের মাছের ফটোগ্রাফি শেয়ার করি।

আমাদেরকে বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। একদিক দিয়ে বলা যায় আমাদের প্রিয় খাবার হল মাছ এবং ভাত। বাংলাদেশ নদী মাত্রিক একটি দেশ। চারদিকে জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী। এত নদী চারদিকে রয়েছে তাই আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া যায়। বাংলাদেশের পদ্মার ইলিশ অন্যান্য দেশে রপ্তানি করা হয়। এতে বৈদেশিক মুদ্রা আয় হই। বাঙালির প্রত্যেকটা পরিবার ভাত আর মাছ না হলে চলে না।

এখানে আপনারা দেখতে পারছেন তিতাস নদীর হরেক রকমের মাছ। এখানে রয়েছে টাকি মাছ, কানলা মাছ, বোয়াল মাছ, মিনি মাছ। মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। যখনই বাবার বাড়িতে বেড়াতে যাই তখনই এই মাছগুলো দেখতে পারি। আর বিয়ের আগে তো দেখেছি। কিন্তু শহরে আসার পর চাষের মাছ ছাড়া নদীর মাছ পাওয়া যায় না আবার খাওয়াও হয় না।

নদীর যে কত মাছ পাওয়া যায় নাম বলে শেষ করা যায় না। এখানে অনেক রকমের মাছ আছে। চাপিলা মাছ, কৈ মাছ, বৈচা মাছ, টাকি মাছ, কানলা মাছ। আরো নাম না জানা ছোট বড় অনেক মাছ রয়েছে। আমার মা চাচীদেরকে বলতে শুনেছি গয়না মাছ খাইয়ো জানিয়া। কারণ এই মাছের মধ্যে অনেক কাটা থাকে এবং অনেকে আইস থাকে। এগুলা কাটতে একটু কষ্ট হয়।

এখানে দেখতে পারছেন অনেকগুলো টাকি মাছ। অনেকে এই মাছগুলোকে লাঠি মাছ বলে। আবার অনেকে ল্যাঠা মাছ বলে। আপনারা কি মাছ বলে ডাকেন জানাবেন। টাকি মাছের ভর্তা সবার কাছে খুবেই প্রিয়। আমাদের বাড়িতে টাকি মাছ আনলে একবার হলেও ভর্তা করা হয়।

এই মাছগুলোর নাম তো অবশ্যই বলতে হবে না । আপনার নিশ্চয়ই জানেন এই মাছগুলোর নাম। তবু বলছি এ মাছটি হচ্ছে কানলা মাছ। মাছগুলো ছাই দিয়ে বানানো যায় না, পানিতে ভিজিয়ে ভিজিয়ে বানাতে হয়। আইসগুলো উঠতেই চায় না। যাই হোক এই মাছের কিন্তু অনেক স্বাদ। কথায় আছে যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদ ও বেশি।

এগুলো নদীর নাকি চাষের সেটা বলতে পারবো না। তবে আমার ধারনা যথা সম্ভব নদীরই হবে। মাছগুলা কিনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার পরীক্ষা ছিল, আবার আমার বোনেরাও স্কুলে চলে গিয়েছিল। তাই বাড়িতে কেউ ছিলনা। বড় ভাইয়া মাছগুলো আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে নামিয়ে বানানোর আগে এই ফটোগ্রাফিটা করে নিয়েছি।

বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন হলো আমার মাছের এই ফটোগ্রাফি গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন । এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনামকয়েকটি দেশি মাছের ফটোগ্রাফি
স্থাননিজ বাসা,ভাদুঘর,ব্রাহ্মণবাড়িয়া।।
তারিখ12.10.2023
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 last year 

আপু তিতাস নদীর পাড়ে আপনার বাড়ি।তাই কি আপনার নামটি তিতাস?? জানার আগ্রহ হলো। 🫣আপনি আজ চমৎকার কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করলেন। নদীর এই মাছগুলো ভীষণ ভালো লাগে। পাঁচ মিশালি মাছগুলো খেতে ভীষণ মজার ও হয়।দেখে ও খুব তৃপ্তি পাওয়া যায়। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপু তাই বলতে পারেন এজন্যই হয়তো আমার নামটি এরকম 🤭। আসলে আমি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করেছি। জি আপু আপনি ঠিকই বলেছেন পাঁচমিশালী মাছ গুলো খেতে ভীষণ মজার হয়, আর খেতেও খুব তৃপ্তি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেকদিন পরে অনেকগুলো দেশী মাছের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি মাছের খুবই চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন আপনি। দেশি মাছের সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া নদীর মাছ গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে দেই। অনেকে হয়তো অনেক মাছের নাম জানেনা এজন্য এই সবগুলার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। এই মাছের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর দেশি মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগতেছে। বিশেষ করে টাকি মাছ এবং চিংড়ি মাছ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year (edited)

ভাইয়া আপনার হয়তো চিংড়ি মাছ আর টাকি মাছ খুবই পছন্দ। আপনি চিংড়ি মাছ এবং টাকি মাছগুলোকেই পছন্দ করেছেন। আমার এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

মাছের ফটোগ্রাফি করার আইডিয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও আমি ইতোমধ্যে কয়েকটি মাছের ফটোগ্রাফি করে নিয়েছি। আর কয়েকটি হলে পোস্ট শেয়ার করতে পারব। যাই হোক আপু আপনি অনেক সুন্দর করে মাছের ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

সব গুলো খুব সুন্দর ও লোভনীয় দেশি মাছের ফটোগ্রাফিক করেছেন দেখছি।বেশ ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলো।আপনি যাকে কানলা মাছ বলছেন আমাদের এলাকায় ফলি মাছ বলে।একদম ঠিক বলেছেন এই মাছের আইস তুলতে খুব কষ্ট কর।আর একদম ঠিক বলেছেন যে মাছের কাটা যতো বেশি সে মাছের সাদ তত বেশি।খুব সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68926.89
ETH 2474.86
USDT 1.00
SBD 2.38