“আমার প্রেম তুমি” নাটক রিভিউ। 10% beneficary for @shyfox And 5% abb school

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি নাটক রিভিউ শেয়ার করবো। এর আগে একটি নাটক রিভিউ শেয়ার করেছিলাম। আপনাদের ভালো সাড়া পেয়িছি। যার ফলে আজকেও একটি নতুন নাটক রিভিউ নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি।

maxresdefault.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করলাম :
নামআমার প্রেম তুমি
প্রযোজনাকচি আহমেদ
পরিচালনাপনির খান
অভিনয়েঅপূর্ব, তানজিন তিশা, আনন্দ খালেদ, লিউনা লুভাইনা, মিলি বাশার এবং আরও অনেকে।
দৈর্ঘ্য৫৬ মিনিট
মুক্তির তারিখ০৩ই আগস্ট ২০১৯
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জিয়াউল ফারুক অপূর্ব
  • তানজিন তিশা
কাহিনী সারসংক্ষেপ

00.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

পনির খান পরিচালিত এবং কচি আহমেদ প্রযোজিত রোমান্টিক একটি নাটক হল আমার প্রেম তুমি। এ নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার সবার সুপরিচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিন তিশা। এ দুজন অভিনেতার নাটক দর্শকদের নিকট অনেক প্রিয়। অপূর্ব এই অভিনয় জগতে অনেক বছর ধরে সফলভাবে কাজ করে যাচ্ছেন। অভিনয় জগতে অপূর্ব এবং তানজিন তিশার প্রচুর ভক্ত রয়েছে। তাদের অভিনীত নাটক রিলিজ হওয়ার সাথে সাথে দর্শকরা প্রচুর ভিউ করে। এর মাধ্যমে বোঝা যায় যে দর্শকরা তাদেরকে চায়।

এই নাটকটি রিলিজ হয়েছিল ২০১৯ সালে। এ পর্যন্ত নাটকটিতে প্রায় ১৫ মিলিয়নের উপরে ভিউ এসেছে। দেড় লাখের উপরে লাইক এবং চার হাজারের উপরে কমেন্ট এসেছে। দর্শকদের কয়েকটি কমেন্ট পড়ে বুঝতে পারলাম। তারা নাটকটিকে খুবই ভালোবেসে দেখেছে এবং অনেক মানুষকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। নাটকটিতে মূলত একটি লাভ স্টোরি প্রকাশ করা হয়েছে।

01.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

অপূর্ব এবং তানজিন তিশা একই বাড়িতে ভাড়া থাকে। অপূর্ব নিচতলায় থাকলেও তানজিন তিশা তার আন্টির সাথে দ্বিতীয় তলায় থাকে। অপূর্ব একজন এমবিবিএস ডাক্তার। গত বছর সে এমবিবিএস পাস করেছে। বর্তমানে একটি প্রাইভেট ক্লিনিকে জব করার পাশাপাশি এফসিপিএস পড়তেছে। অপূর্ব অফিস থেকে এসে বই নিয়ে পড়াশোনা করে। সারারাত পড়াশোনা করে বই নিয়েই রাতের বেলা ঘুমিয়ে যায়। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দ্বিতীয় তলা থেকে একটি আওয়াজ পায়। সে আওয়াজ এর কারণে তাদের অনেক প্রবলেম হয়। শুধু অপূর্ব একা নয় তার সাথে তার মামাও ভুক্তভোগী। কারণ মামা অপূর্বের সাথে এই ফ্ল্যাটেই থাকে। অপূর্ব একদিন সকালবেলা দ্বিতীয় তলায় গেল এ আওয়াজটি কেন হচ্ছে কিভাবে হচ্ছে এবং কে করছে সেটা জানার জন্য। কিন্তু দ্বিতীয় তলায় গিয়ে এ বিষয়টা নিয়ে অপূর্ব আর তানজিন তিশার মাঝে ঝগড়া হয়ে যায়।

02.PNG

অপূর্ব তিশার সাথে ঝগড়া করার সময় একবার তাকে ব্যাঙ্গাচি বলেছিল। যার ফলে তিশা এই শব্দটাকে অপমান মনে করে অপমানের প্রতিশোধ তোলার জন্য কিছু বিরিয়ানি রান্না করে সেগুলোর মধ্যে মেডিসিন মিশিয়ে অপূর্ব এবং তার মামার বাসায় দিয়ে আসে। অপূর্ব অফিসে থাকায় তার মামা সবগুলো বিরিয়ানি একা খেয়ে ফেলে। যার ফলে তার মামার পেটে প্রবলেম হয়। অপূর্ব আবার তার মামার প্রতিশোধ তোলার জন্য তানজিন তিশাকে একদিন বাসার ছাদের মধ্যে একা পেয়ে, ছাদের দরজা লক করে দেয়। যার ফলে হঠাৎ বৃষ্টি এসে তানজিন তিশাকে ভিজিয়ে দেয়। এমনকি যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ ছাদের মধ্যে আটকে রয়েছিল। এভাবে সারা রাত ভিজার কারণে তানজিন তিশার জ্বর চলে আসে। অপূর্ব আবার সারারাত জেগে থেকে চিকিৎসা দিয়ে তিশাকে সুস্থ করে তুলে। এভাবে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক তৈরী হয়।

05.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

কিন্তু হঠাৎ করে অপূর্ব এবং তানজিন তিশার সম্পর্কের মাঝখানে একজন ভিলেন এসে দাঁড়ায়। আর সেই ভিলেন হলো তানজিন তিশার কাজিন। সে আবার অপূর্বর খুব পুরাতন ফ্রেন্ড। যার ফলে অপূর্ব এবং তিশার কাজিনের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। যেটা দেখে তানজিন তিশা রাগে খুভে অপূর্বর সাথে রাগ করে। তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এখানে তিশার কাজিন আবার অপূর্বর নিকট তিশার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। যার ফলে তাদের সম্পর্কটা তিক্ততার দিকে যায়। তবে সেই সম্পর্কটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিভাবে স্বাভাবিক হয়েছিল সেটা জানার জন্য নাটকটি দেখতে হবে।

নিজের মতামত

বন্ধুরা আজকের নাটকের মধ্যে খুব সুন্দর একটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। আর সেটি হল ভালোবাসা সৃষ্টি হয় মানুষের মন থেকে। জোর করে ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না। বা কারো প্রতি ভালো লাগা আটকে রাখা যায় না। এটি সম্পূর্ণ একটি মনস্তান্ত্রিক ব্যাপার। নাটকের মধ্যে এ বিষয়টি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তিশার কাজিন চেয়েছিল জোর করে তিশাকে আলাদা করে সেই জায়গাটা সে দখল করার জন্য। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যাকে একবার পছন্দ হয়ে যায় তাকে মরন ছাড়া কেউ আলাদা করতে পারে না।

নাটকের লিংক

h

ব্যক্তিগত রেটিং পয়েন্ট
9.5/10

আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCH.png

image.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

অপূর্ব এবং তৃষা নাটক আমার খুব ভালো লাগে। এই নাটকের নাম ও বেশ ইন্টারেস্টিং, সময় পেলে অবশ্যই আমি এই নাটকটা দেখার চেষ্টা করবো।

 10 months ago 

অপূর্ব এবং তৃষা আপুর নাটক সুন্দর হয়ে থাকে।কিবা নাটকের নামটি অনেক ইন্টারেস্টিং, তো এই নাটকটি আপনি দেখেননি সময় পেলে দেখে নিয়েন। আপনার কাছে ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আমার প্রেম তুমি এই নাটকটি দারুন ভাবে রিভের মাধ্যমে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আপু জোর করে কারো প্রতি ভালোবাসা আটকে রাখা যায় না। আমি মনে করি ভালবাসার সম্পূর্ণটাই দুজনের মনের ব্যাপার। নাটকের প্রতিটি স্টেপ স্কিনশট এর মাধ্যমে আপনি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করার জন্য।

 10 months ago 

জ্বী ভাইয়া এটা ঠিক যে জোর করে কখনো ভালবাসা পাওয়া যায় না। দুইজনের মনের ব্যাপার এটা সম্পূর্ণই। আমার প্রেম তুমি নাটকটি দেখলেই বুঝা যায় এই ব্যাপারটা। আপনি অনেক সুন্দর কমেন্ট করেছেন ভাইয়া ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি। এই নাটকটি অনেক বেশি পরিমাণ সুন্দর হয়েছে বলে আমার মনে হয়৷ কারণ আপনি যেভাবে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন তা একদম অসাধারণ হয়েছে। এই নাটকটি আমি এখনো দেখিনি। তবে অবশ্যই আমি এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব।

 10 months ago 

জ্বী ভাইয়া এই নাটকটি দেখলে বুঝা যাবে ভালোবাসা জোর করে হয় না। অবশ্যই ভাইয়া নাটকটি অসাধারণ হয়েছে। যেহেতু আপনি নাটকটি দেখেননি সুযোগ হলে দেখে নিয়েন। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অপূর্বের নাটকগুলি বরাবরই দেখতে আমার অনেক ভালো লাগে। তার সাথে তানজিন তিশা আমার ফেভারিট এক্টর।জ্বী ভাইয়া ভালোবাসা সৃষ্টি হয় মানুষের মন থেকে কিন্তু একটা মানুষকে আপনি হঠাৎ করে ভালবাসতে বলবেন কিন্তু পারবেনা ভালোবাসতে মন থেকে।ভালবাসা জোর করে কখনো হয় না।একটা পুরুষ যখন একটা মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন আর কোন কিছুই কোন আলাদা করতে পারে না তাদের থেকে। অনেক ভালো লাগলো ভাই আপনার নাটক রিভিউটি

 10 months ago 

জি ভাইয়া অপূর্ব এবং তানজিন তিশার নাটক আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে এটা শেয়ার করেছি। এই কথাটা একদম সত্যি জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। অনেক সুন্দর কমেন্টস করেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

রোমান্টিক নাটক গুলো আমি মাঝে মধ্যে দেখে থাকি। অপূর্ব এব তিশা আপনার পছন্দের অভিনেতা। আমার প্রেম তুমি এই নাটকি অনেক আগে দেখেছিলাম। আপনার রিভিউ দেখে আবারও দেখা হয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 10 months ago 

রোমান্টিক নাটক গুলো দেখতে ভালো লাগে তাই সবাই দেখে আপনিও দেখেন। অপূর্ব এবং তিশা আমার পছন্দের অভিনেতা। আপনি যেহেতু নাটকটি আগেই দেখেছেন অবশ্যই আপনি এই নাটকের মজাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টস করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনি সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। তানজিন তিশার অভিনয় গুলো দারুণ লাগে আমার। তবে এই নাটকটি এখনো দেখি নাই। অনেক দিনের নাটক তো তাই। আপনি ঠিক বলছেন ভালোবাসা মন থেকে হয়।জোর করে কারো ভালোবাসা নেওয়া যায় না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

জি ভাই তানজিন তিশার অভিনয় আসলে অনেক সুন্দর হয়ে থাকে। যেহেতু আমার প্রেম তুমি এই নাটকটি আগে দেখেননি সুযোগ হলে দেখে নিবেন। আর আসলেই ভাইয়া ভালোবাসা মন থেকে হয় জোর করে নই। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 10 months ago 

নাটক রিভিউ গুলো আমার বেশ ভালোই লাগে। কারণ নাটকের মধ্যে আমাদের বাংলাদেশের নাটকগুলো সেরা বলতে হয়। যতই দেখি ততই ভালো লাগে। আপনার আজকের নাটক রিভিউটি অনেক ভালো লেগেছে। বিস্তারিত পড়ে খুবই আনন্দ পেয়েছি। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 10 months ago 

জি আপু আপনি একদম ঠিকই বলেছেন আমাদের বাংলাদেশের নাটক সেরা। বাংলাদেশের নাটক গুলো দেখে আনন্দ, দুঃখ মজা সবই পাওয়া যায়। এই নাটকটির ভিডিও পরে আনন্দ পেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। অপূর্ব আর তানজিন তিশার নাটক আমার সবচেয়ে প্রিয়। তবে অনেক দিন হয়েছে নাটক দেখা হয়না। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই এই নাটক দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 10 months ago 

অপূর্ব আর তানজিন তিশা আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী। আসলে সময় না থাকলে নাটকও দেখা হয় না আপনি অনেকদিন যাবত নাটক দেখেন না আর এই নাটকটা সময় পেলে দেখবেন। আপনাকেও ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54