যানজটের এই শহরে জীবনটাই তেজপাতা। রাস্তা নিয়মিত জ্যাম থাকা যাত্রীরা ভোগান্তির। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সঠিক নিয়ন্ত্রণ নেই বললেই চলে। ট্রাফিক পুলিশগুলো অনেক সময় টাকা খেয়ে অনিয়ম করে থাকে। ড্রাইভার এবং পাবলিকও সচেতন নয়। তাই ধরতে গেলে জ্যামজটের জন্য আমরা নিজেরাই দায়ী।
জ্বি ভাই , আপনি যথার্থই বলেছেন।এই নিত্যনৈমত্তিক জ্যামের অনেকটাই কারণ আমাদের আম জনতা।আইন কানুন সঠিক ভাবে না মানা আরো অনেক কারণই আছে যা যানজট তৈরি করে রাস্তায় প্রতিদিন।তবে এর দ্রুত সমাধান দরকার ।