পাওয়ার আপ 10 steem ( টার্গেট ডিসেম্বর সিজন- ৪)
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। পাওয়ার বৃদ্ধি করা খুবই প্রয়োজন। দীর্ঘ সময় কাজ করার জন্য আমরা পাওয়ার আপ করি। এখন থেকে আমি সবসময় চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করার জন্য। আমার প্রথম টার্গেট ৫০০০ স্টিম পাওয়ার । প্রত্যেক সপ্তাহে যদি আমি পাওয়ার বৃদ্ধি করি, তাহলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করার জন্য। টার্গেট ডিসেম্বর সৃজন ৪ এর মধ্যে আমি আমার টার্গেটে পৌঁছানোর চেষ্টা করবো। আপনাদের সবার সাপোর্ট থাকলে অবশ্যই আমার টার্গেট পূরণ করতে পারব।
পূর্বের এসপি | 3756.487 steem |
---|---|
পাওয়ার আপ | 10 steem |
বর্তমান এসপি | 3766.487 steem |
পরবর্তী টার্গেট | 5000 steem |
ধাপ -১
প্রথমে আমি আমার ওয়ালেটে ঢুকে একটি স্ক্রিনশট নিয়েছি।
ধাপ -২
এরপর আমি পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং 10 স্টিম লিখে দিলাম। তারপর ok দিলাম। সর্বশেষ একটিভ কী দিয়ে
পূণরায় ok দিলাম।
ধাপ শেষ -৩
এরপর পাওয়ার আপ করা শেষে আমার ওয়ালেটের আরো একটি স্ক্রিনশট দিয়ে দিলাম। এভাবেই আজকের পাওয়ার আপ করলাম।
আমি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আমার একাউন্টের ভ্যালু বৃদ্ধি করতে চাই। এইজন্য আজকের মত করে আমি সবসময় চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন ...
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। বর্তমানে আমি একটি কোম্পানিতে কাজ করি পাশাপাশি গল্প, কবিতা ও নাটক লিখি। আমার পরিবারে সাতজন সদস্য রয়েছে। বাবা-মা, ৪ ভাই ও এক বোন। বাবা প্রবাসী ছিলেন বর্তমান দেশে অবস্থান করছেন, মা গৃহিণী, বড় ভাই ব্যাংকার, আমি মেঝো, বোন বিবাহিত, ছোট দুই ভাই লেখাপড়া করছে। আমাদের পরিবারের সবাই সবার প্রতি খুবই আন্তরিক এবং ভালোবাসাপূর্ণ। তারা একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করে। সব মিলিয়ে আমাদের পরিবার খুবই সুখী পরিবার। আমি একজন ভ্রমণপ্রিয় ব্যক্তি, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বইয়ের পোকা বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।(ফি-আমানিল্লাহি ওয়া রাসুলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ছোট ছোট পায়ে এগিয়ে চলতে চলতেই লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। একসাথে অনেকটা স্টিম পাওয়ার আপ না করে প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি করা যায় তাহলে সেটা গায়েও লাগে না, আর ধীরে ধীরে নিজের ক্ষমতাও বৃদ্ধি হয়ে যায়। এখানে দীর্ঘ সময় কাজ করার জন্য ক্ষমতাবৃদ্ধি অত্যন্ত জরুরি৷ আপনাকে শুভকামনা জানাই, যেন সময়ের মধ্যেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
https://x.com/titaherul/status/1847713416133390486?t=g5i9l4ciE9bVIox6JRxV4A&s=19
এভাবে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে খুব সুন্দর ভাবে পৌঁছে যাবেন। আমার অনেক ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ এর বিকল্প নেই। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল।
আমি আশা করছি আপনি পাঁচ হাজার এসপি পুরণ করতে পারবেন। আজকে দশটি স্টিম পাওয়ার আপ করেছেন দেখি অনেক ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
সক্ষমতা বৃদ্ধি করার জন্য আর নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি 5000 স্টিম পাওয়ার পূরণ করতে চাচ্ছেন দেখে ভালো লাগলো। এগিয়ে যাওয়ার জন্য একটা লক্ষ্য সেট করা বেশি জরুরী। আশা করছি আপনি আপনার লক্ষ্যটা শীঘ্রই পূরণ করে নিতে পারবেন। সব সময় পাওয়ার বৃদ্ধি করতে থাকুন এভাবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যতো বেশি পাওয়ার আপ করবেন এই প্লাটফর্মে নিজের সক্ষমতা ততো বেশি বৃদ্ধি পাবে। আজ আপনি দশ স্টিম পাওয়ার অপ করেছেন। আশা করছি এভাবে নিয়মিতত পাওয়ার আপ করতে থাকলে আপনি নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আমাদের মনে রাখতে হবে মানুষ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩,৭৬৬+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে খুবই ভালো লেগেছে। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি বৃদ্ধি। স্টিমিট প্লাটফর্মে টিকে থাকার জন্য পাওয়ার আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। শুভকামনা রইল আপনার জন্য এভাবে এগিয়ে যান।
দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে পাওয়ার আপ করলে আমাদের জন্য খুব ভালো হয়। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে পাঁচ হাজার এসপি পাওয়ার আপ করা। তবে আপনি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্যটি খুব সহজে পূরণ করতে পারবেন।