পর্ব আকারে প্রত্যেকটা মেলার ছবি আমাদের সাথে শেয়ার করছেন দেখে অনেকদিন পরে জসিম মেলা আবার দেখার সুযোগ হয়ে উঠল । আমি ফরিদপুরে যখন যাই তখন তো আর মেলা থাকে না এজন্য আর যাওয়া হয়না । ছোটবেলা এই মেলার সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে আব্বুর কথা খুব মনে পড়ে এই মেলা দেখলে । মেলায় এ ধরনের চুরির দোকানগুলো ভর্তি হরেক রকম চুড়ি দিয়ে ভরা থাকে দেখতেও ভালো লাগে ঘুরে ঘুরে । আমরা তো ছোটবেলায় এ মাথা থেকে ওমাথা ঘুরে বেরিয়েছি কত ।
হ্যা আপু মেলার সঙ্গে আমাদের ছোটবেলার অসংখ্য স্মৃতি জড়িত। মেলায় গেলে আমারও আব্বুর কথা ভীষণ মনে পড়ে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।