ঠিকই বলেছেন ভাইয়া লেখালেখি শত ব্যস্ততার মাঝেও এক জায়গায় বসে করে ফেলা যায় যদি লেখালেখির হাত থাকে। আর আবৃতি করার জন্য অবশ্যই নিরিবিলি একটা স্পেস এর দরকার হয়, আশেপাশে কোন ধরনের কোলাহল থাকলে সেই স্থানে কি আবৃত্তি সম্ভব কখনোই না। নিরিবিলি ছাদে গিয়ে আবৃত্তিটা করে ভালোই করেছেন আমরা ও অনেকদিন পরে সুন্দর একটি আবৃত্তি শুনলাম। দারুন লাগলো ভাই আপনার কবিতাটি আপনার গলাটা অন্যরকম সুন্দর লাগে।
জ্বি আপু।এই জন্য অনেকদিন ধরে তেমন আর্ট ও করা হয়ে উঠছে না।আসলে এমন পরিবেশে থেকে কখনো পোস্ট লেখার অভ্যাস নাই তো তাই।তবে এখন থেকে চেষ্টা করবো নিয়মিত আবৃত্তি করার।