গাছের ডালে একাকী একটি পাখির চিত্র অংকন , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে একটি কালারফুল আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম।আমি আগে কখনও এ ধরণের আর্ট করিনি।এই প্রথম আমি এ ধরনের আর্ট করলাম জানিনা কেমন হয়েছে। আমি যে আর্টটি করেছি সেটি হচ্ছে একটি গাছের ডালে একাকী একটি পাখি বসে আছে। আমার কাছে আমার আর্টটি ভালো লেগেছে তাই ভাবলাম আমার আর্টটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।



Polish_20211129_012600045.jpg

প্রয়োজনীয় উপকরণ :

সাদা কাগজ

পেন্সিল

কালো পেন্সিল

রাবার
রঙ
কোম্পাস
কারেকশন পেন
টিস্যু

IMG20211128232956.jpg

প্রস্তুত প্রণালী :

১ম ধাপ :

IMG20211128224124.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে আমি কম্পাস দিয়ে বড় একটি বৃত্ত এঁকে নিয়েছি।

২য় ধাপ :

IMG20211128224350.jpg

তারপর আমি বৃত্তের বাইরে হালকা গোলাপী রং দিয়ে দাগিয়ে নিয়েছি।

৩য় ধাপ :

IMG20211128224716.jpg

হালকা গোলাপী রং দিয়ে দাগানোর পর আমি গাঢ় কালারের গোলাপি রং দিয়ে তার পাশ দিয়ে দাগিয়ে নিয়েছি।

৪র্থ ধাপ :

IMG20211128224951.jpg

তারপর আমি লাল কালারের রং দিয়ে তার চারপাশ দাগিয়ে নিয়েছি।তারপর লাল এর চারপাশ দিয়ে বেগুনি কালারের রং দিয়ে দাগিয়ে নিয়েছি।

৫ম ধাপ :

IMG20211128225344.jpg

এ পর্যায়ে টিস্যু দিয়ে সব রঙ গুলোকে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ :

IMG20211128225615.jpg

দেখুন ঘোষার পর আমার রংগুলো দেখতে এমন হয়েছে এবং আশেপাশের যে রঙগুলো ঘষা হয়নি সেগুলো আমি পরে ছবি তুলে এডিট করে কেটে নিব।

৭ম ধাপ :

IMG20211128230903.jpg

তারপর আমি পেন্সিল দিয়ে মাঝখানে পাখি ও গাছের ডালগুলো এঁকে নিয়েছি।

৮ম ধাপ :

IMG20211128231044.jpg

তারপর আমি কালো পেন্সিল দিয়ে পাখিটাকে রং করে দিয়েছি।

৯ম ধাপ :

IMG20211128231239.jpg

১০ম ধাপ :

IMG20211128231343.jpg

তারপর আমি কালো পেন্সিল দিয়ে আশেপাশের ডালগুলোকে কালো করে নিয়েছি।

১১তম ধাপ :

IMG20211128231651.jpg

১২তম ধাপ :

IMG20211128231936.jpg

তারপর আমি কালো পেন্সিল দিয়ে গাছের সবগুলো পাতা এঁকে নিয়েছি।

১৩তম ধাপ :

IMG20211128232341.jpg

১৪তম ধাপ :

IMG_20211128_232722.jpg

তারপর আমি কারেকশন পেন দিয়ে সাদা সাদা ফোটাগুলো এঁকে নিয়েছি।

১৫তম ধাপ :

IMG_20211128_232712.jpg

এখানে আমার আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে ।তারপর আমি আমার নাম লিখে নিয়েছি ।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 2 years ago 

গাছের ডালে বসে থাকা একাকী একটি পাখির চিত্র অংকন দেখে আমি অবাক হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন এবং চিত্রের আশেপাশের দৃশ্য গুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। যা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আমিও জেনে অবাক হয়ে গেলেন যে আপনি আমার দৃশ্যটি দেখে অবাক হয়ে গিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। গাছের ডালে বসে থাকা একাকী একটি পাখির অনেক সুন্দর একটি দৃশ্য আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আর্ট এর মধ্যে যে এই পাখিটি দেখা যাচ্ছে, সেটি আমার কাছে মনে হচ্ছে এটি একটি কাক পাখি। আমার কাছে বিশেষ করে কাক পাখি টা অনেক বেশি পছন্দের। অনেকেরই হয়তো টিয়া পাখি, ময়না পাখি, এই সব টাইপের পাখি অনেক পছন্দের, কিন্তু আমার কাছে কাকপাখি সব থেকে বেশি পছন্দের। কেন পছন্দের সেটা এখন আর না বলি। যাইহোক আপনার অঙ্কন টা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধৈর্যসহকারে প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন, শুভকামনা রইল আপনার জন্য।🎊🎊

 2 years ago 

আপনি দেখি সবার থেকে সম্পূর্ণ উল্টো সবাই টিয়া ময়না এগুলোকে বেশি পছন্দ করে আর আপনি কাক বেশি পছন্দ করেন।যাক কাককে পছন্দ করার কাউকে অন্তত খুঁজে পাওয়া গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

আহারে আমিযে কোনদিন শিখব, এমন আকতে। রঙে রঙে রঙিন হোক আপনার ভাবনা গুলো। অনেক ভাল ছিল।

 2 years ago 

চেষ্টা করেন আপনিও বানাতে পারবেন ধন্যবাদ।

 2 years ago (edited)

আপু তোমার আর্টটি অসাধারণ হয়েছে।আর্টে তুমি দারুন দক্ষ দেখে বোঝা যাচ্ছে, ধাপগুলো অনেক সুন্দর ভাবে দেখিয়েছো।ধন্যবাদ তোমাকে সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অনেক চেষ্টা করে বানিয়ে ফেললাম আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ কি চমৎকার আঁকিবুঁকি দেখতে পেলাম। আপু বিশেষ করে কালার কমিউনিকেশন খুব সুন্দর করে এঁকেছেন।অনেক সময় ব্যয় করে আমাদের মাঝে এতো সুন্দর চিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। 😍😍

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন যা মনমুগ্ধকর ছিল।গাছের ডালে একাকী একটি পাখি আমাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার অঙ্কন পদ্ধতি টা আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করেছেন যা অসাধারণ ছিল। সত্যিই আপু আপনি অনেক সুন্দর অঙ্কন করতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমত বলব পাখিটিকে দেখতে বেশি সুন্দর লাগছে ও চারিদিকের পরিবেশটি খুব সুন্দর ছিল। আপনার আর্টি জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে 😲

 2 years ago 

আঁকার পরে পাখিটাকে আমারও খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

গাছের ডালে একাকি পাখিটি আমার মতোই একা লাগছে আপু।আপনার অংকনের প্রশংসা না করে পারিনা। খুবই নিখুত ভাবে একেছ্রন ভালো হয়েছে। ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 2 years ago 

কেন ভাইয়া আপনি একা কেন? নিজেকে কখনো একা ভাববেন না আশেপাশে দেখবেন আপনার সবাই আছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জী আপু।😊

 2 years ago 

অনেক সুন্দর একটি ড্রইং করেছেন আপু। বৃত্তের বাইরের অংশটুকু খুব সুন্দর করে কালার কম্বিনেশন করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে যেকোনো ড্রইং এর কালার কম্বিনেশন সুন্দর হলে সেই ড্রইং টি অনেক সুন্দর দেখা যায়। সব ধাপ সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু একটা রং এর কালার কম্বিনেশনটাই আসল। কালার কম্বিনেশন ঠিক না হলে রং করাটাই বৃথা।অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই এত দারুন দক্ষতা নিয়ে আপনি গাছের ডালে একটি পাখির চিত্র অঙ্কন করেছেন। আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আজকে অংকন টি দেখে অনেক ভাল লাগলো। আসলেই আপনি দিনে দিনে অঙ্কনে পারদর্শী হচ্ছেন। আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আর কালার কম্বিনেশন খুব দারুণ ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আগে কিছু আঁকতে পারতাম না এখানে আসার পর আঁকতে আঁকতে আসলেই পারদর্শী হয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61926.98
ETH 3060.91
USDT 1.00
SBD 3.79